আসলে গরম হলেও আমি গরম সহ্য করতে অনেকটাই পারি। ঘামালেও ঘাম মুছে ফেললে আর তেমন কিছুই লাগেনা। আপনার তো দেখছি অবস্থা একেবারেই শেষ এই গরমের কারণে। শুধু আপনার না সবারই এরকম অবস্থা। এটা কিন্তু ঠিক, যাদের টাকা নেই তাদের গরম একটু বেশি সহ্য করতে হয়। আর সহ্য করার ক্ষমতা রাখলে আরো বেশি ভালো হয়। যাইহোক খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন। বেশ ভালোই ছিল সম্পূর্ণটা।
কেমনে ভাই? কেমনে গরম সহ্য করেন। আমার তো মনে হয় গরমে মরেই যাবো।