You are viewing a single comment's thread from:
RE: গল্প // নিরক্ষরতা ও দারিদ্রতার বেড়াজাল (শেষ পর্ব)।
সখিনা এবং কুদ্দুস সিদ্ধান্ত নিল তারা পালিয়ে বিয়ে করবে। এরপর তারা পালিয়ে যায় এবং একজন ভিক্ষুকের কাছে সাহায্য চায়। তারপরে দুজনে বিয়ে করে নেয়। দুজনের ইনকামে তাদের সংসার ভালোই যাচ্ছিলো এবং তারা অনেক সুখে ছিল। এরপর তাদের একটা কন্যা সন্তান জন্ম নেয়। তারপরে সখিনার স্বামী কুদ্দুস একটা বিল্ডিং থেকে কাজ করতে গিয়ে পড়ে মারা যায়। এটা শুনে সত্যিই খারাপ লেগেছে। সখিনার কপালে সুখ বেশিদিন সইলো না। তাদের সুখের সংসারে অনেক কষ্ট চলে আসে। সখিনা এখন তার মেয়েকে নিয়ে আবারো সংগ্রামী নেমেছে। যাই হোক ভালোই লিখেছেন।
বাহ! পুরো গল্পটি শেষাংশের কি চমৎকারভাবে সারমর্ম উপস্থাপন করলেন পড়ে আমার কাছে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত মনোযোগ সহকারে আমার গল্পটি পড়ে সুন্দর সারমর্ম তৈরি করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।