অভিশাপ এই গল্পটি প্রথম পর্ব আমি পড়েছিলাম। আজকে চতুর্থ পর্বটি পড়ে এমনিতেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে আবার অদ্ভুত কান্ডগুলোর কথা পড়ে খুবই অদ্ভুত লেগেছে। লোকটি এক বছর পরে কিভাবে ফিরে আসতে পারে আমি শুধু তা ভাবছি। আর ধানের গোলা ছাড়া অন্য কিছুতে আগুন ধরে নাই এবং কি ধানের গোলা সবগুলোতে আগুন লেগে গিয়েছিল এরপর আগুন নিজে নিজে থেমে যায় এগুলো সত্যি একেবারে অদ্ভুত। অপেক্ষায় থাকলাম পঞ্চম পর্বের কি অদ্ভুত ঘটনা নিয়ে আসছে পঞ্চম পর্ব তা দেখার অপেক্ষায় থাকলাম।