‘হোলিকা দমন প্রথা’, সম্পর্কে আমার সেরকম কিছু জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমেই অনেক কিছু জানতে পারলাম। তবে এমনিতে হোলির দিন রং খেলা হয় এই বিষয়টা অবশ্যই জানা রয়েছে। যেহেতু হলি উৎসব রং খেলবেন না সেটা কি হয়। সকালে এসেই আপনার বোন মাথায় আবির ঢেলে দিয়েছে এটা শুনে ভালো লাগলো। কারণ এই দিনে আবির লাগাবে না এটা কি করে হয়। যদিও আমি শুনেছি এতে অনেকের এলার্জি আছে। আপনার ও দেখছি এই প্রবলেমটা রয়েছে। আবার সন্ধ্যেবেলায় দেখছি স্টেশনে ওয়াটার গান দিয়ে গায়ে মেরেই দিলো । তবে দিনটা বেশ ভালই কেটেছে আপনার।