চটপটি এবং ফুচকা খেতে সবাই পছন্দ করে। এরকম খাবার গুলো যদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগবে খেতে।আপনি আজকে দেখছি ঘরোয়া পদ্ধতিতে চটপটি তৈরি করে ফেলেছেন এবং একা একা খেয়ে ফেলেছেন আমাদেরকে না দিয়ে। ব্যক্তিগতভাবে আপনার চটপটি পছন্দ এটা জেনে ভালো লাগলো। কালার কম্বিনেশন টা জাস্ট অসাধারণ ছিল। ভালোই মজাদার রেসিপি শেয়ার করলেন।
ভাই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করলে বেশ সুন্দর খেতে লাগে এই রেসিপিগুলো। রেসিপিটি তৈরি করার পর আপনারা তো কেউ আসেননি আমাদের বাড়ি সেই জন্যই একা একা খেয়ে নিয়েছি।🤭🤭