প্রথমদিকে পড়ে খুবই মজা পেলাম আপনার গল্পটি। কেউ আর্জেন্টিনার পতাকার সাজে বাড়ি বানিয়ে ফেলেছে। আবার কেউ ব্রাজিলের। আবার আরেকজন মেসির নামে জায়গা জমি লিখে দিয়ে যাবেন। সত্যি খুবই হাস্যকর অন্ধ ভক্তরা সব দেখছি। এখন তো চারদিকে দেখছি শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনা। আপনি ব্রাজিল সাপোর্ট করেন শুনে খুবই ভালো লাগলো। ব্রাজিলের একটি জার্সিও কিনেছেন দেখছি।
এসব নিউজ দেখে আমি অবাক হই আসলে! এতো অন্ধ ভক্ত কেমনে যে হয় মানুষ সেটাই ভাবি। খেলাটা উপভোগ করতে পারলেই হলো 🌼