কবিতা আবৃত্তি:- হৃদয়ের যত অনুভূতি || Original Poetry by @hafizullah
ABB 15 জানুয়ারি 2025
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি পরিবেশন করেছি। আমার কবিতা আবৃত্তি পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে কবিতা আবৃত্তি গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।
আজ আমি হাফিজ উল্লাহ ভাইয়ার একটি কবিতা আবৃতি করেছি। কবিতা আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। এ যাবৎ আমি নিজের কবিতাগুলো আবৃত্তি করার চেষ্টা করেছি। আসলে গতকাল সকালে যখন দেখলাম হাফিজুল্লাহ ভাই খুবই চমৎকার একটি কবিতা লিখেছে। তখন এই সিদ্ধান্ত নিলাম কবিতাটি আবৃত্তি করব। আর আজ আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে কবিতার লাইনগুলো আমার খুব চমৎকার লেগেছিল, যার কারণে আজ আপনাদের মাঝে আবৃত্তি করেছি। আসলে সময়ের সাথে সবকিছুই পাল্টে যায় এটা প্রাকৃতিক বিধান। যা সময়ের সাথে পাল্টানো কয়েকটি বিষয় কবিতার মাঝে উল্লেখ করেছে। আমি আশা করি আপনাদের ভালো লাগবে।
[YouTube কবিতা আবৃত্তি শুনতে ক্লিক করুন]
কবিতা আবৃত্তি : হৃদয়ের যত অনুভূতি || Original Poetry by @hafizullah
সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত অনুভূতি,
জীবনের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত আকুতি।
সময়ের সাথে পাল্টে যায়
প্রকৃতির যত সজীবতা,
আবেগের সাথে পাল্টে যায়
ভালোবাসার যত আকাংখা।
সময়ের সাথে পাল্টে যায়
আড়ালের যত মুখোশ
স্বার্থের সাথে পাল্টে যায়
বদলে যাওয়ার যত আক্রোশ।
সময়ের সাথে পাল্টে যায়
লড়াইয়ের যত আকুলতা,
নিস্তেজতার সাথে পাল্টে যায়
ব্যাকুলতার যত ভরসা।
সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত আলোড়ন,
হতাশার সাথে পাল্টে যায়
সংযোগের যত স্পন্দন ।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1879355777087144263?t=IKeJxfES0MD5UECYCUUt8Q&s=19
অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি এবং উপস্থাপন করার জন্য। দারুণ হয়েছে আপনার আবৃত্তি।
কবিতাটা খুব দারুণ লিখেছেন ভাই , আমি যখন পড়েছি তখন বেশ ভালো লেগেছে। আপনার মন্তব্য আরো উৎসাহিত করেছে।
হৃদয়ের যত অনুভূতি এই কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আসলে আপনারা আবৃত্তি মাধ্যমিক কবিতাটির জন্য আরো প্রাণ পেল। আসলে হাফিজুল্লাহ ভাইয়ের এই কবিতাটি আমার কাছে দারুন ছিল।
চেষ্টা করেছি এই কবিতা সুন্দর করে আবৃত্তি করার জন্য। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শ্রদ্ধেয় হাফিজউল্লাহ ভাই আমাদের মাঝে বরাবর চমৎকার অনুভূতিমূলক কবিতা গুলি লিখে থাকেন। সেই সাথে আপনিও বিভিন্ন কবিতা গুলি খুবই সুন্দর করে আবৃত্তি করে থাকেন।বলতে গেলে আপনার আবৃত্তি আমার কাছে ভীষণ ভালো লাগে। যেমন আজকে হাফিজুল্লাহ ভাইয়ের লেখা হৃদয়ের যত অনুভূতি কবিতাটি আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার থেকে এরকম চমৎকার আবৃতি আগামীতে আরো শুনতে চাই ভাই।
অবশ্যই চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো আবৃত্তি করার জন্য সব সময়।
হাফিজুল্লাহ ভাই লেখা কবিতা গুলো অনেক ভালো লাগে। ভাইয়া অনেক সুন্দর কবিতা লেখেন। ভাইয়ের লেখা কবিতাটি আপনি বেশ আবেগ মিশিয়ে আবৃতি করেছেন। কবিতা এবং তার আবৃতি উভয়ের সংমিশ্রণে কবিতাটি পূর্ণতা পাই। আপনার কন্ঠে আবৃতি অনেক ভালো লাগলো ভাইয়া।
ঠিক বলেছেন আপনি। উনার কবিতা আসলেই অনেক বেশি ভালো লাগে।
আমাদের সকলের প্রিয় অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে হাফিজুল্লাহ ভাইয়ের কবিতা টি আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো।পুরো কবিতা টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।
আমার কন্ঠে ভাইয়ের এই কবিতা আবৃত্তি শুনে আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম।
হাফিজুল্লাহ ভাইয়ার এই কবিতাটা আমি নিজেও পড়েছিলাম। আমার কাছে এই কবিতার লাইনগুলো ভীষণ ভালো লেগেছিল। আজকে তুমি এই কবিতাটা আবৃত্তি করেছো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে শুনতে যেন বেশ ভালো একটা অনুভূতি কাজ করছিল। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
ভালো একটা অনুভূতি কাজ করছিল শুনে ভালো লাগলো ।
ওয়াও আপনি আজকে অসাধারন একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে এইরকম কবিতা আবৃত্তি গুলো শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে কবিতাটি আবৃত্তি করছেন আমাদের মাঝে।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার কবিতা আবৃত্তি শুনে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক দিন পর মনে হচ্ছে আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলাম। আপনি আজ হাফিজুল্লাহ ভাইয়ার খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। কবিতাটি যেমন সুন্দর আপনার আবৃত্তিও তেমনি সুন্দর হয়েছে। কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
ভাইয়ার কবিতাটা অনেক সুন্দর ছিল। আর আবৃত্তি করতে পেরে আমার কাছে তো খুব ভালো লেগেছিল।