নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ১২ )
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ১২ পর্ব শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | স্কুল গ্যাং সিজন ২ |
---|---|
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা | আর্থিক সজীব। |
অভিনয়ে | শহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে। |
প্রধান সহকারী পরিচালক | মামুন অর রশিদ |
সম্পাদনা | সাইদুর রহমান সবুজ |
মিউজিক | বি এইচ পারভেজ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা তামিম আর তার বন্ধুকে দেখতে পাই, রাস্তার পাশে বসে বসে কথা বলছিল। আর ওই সময় সিয়াম তার সাথে কিছু একটা বলবে বলে আসে। কিন্তু তামিম তার সাথে কথা বলতে চাচ্ছিল না। পরবর্তীতে তারা সাথীকে নিয়ে কথা বলছিল। আর তামিম তাকে জানিয়ে দেয় সাথীর আশেপাশে যেন তাকে না দেখতে পায়। কারণ সাথী তার ভাবি, মানে তামিম সাথী কে পছন্দ করে। আর এটা শুনে সিয়াম রেগে ওখান থেকে চলে যায়। এরপর তারা এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ কথা বলে তারপর চলে যায়। তারপর আমরা স্কুলের ক্লাসরুমে দেখতে পাই আদর স্যার এসেছে ক্লাস নেওয়ার জন্য। আর শান্ত আর সাকিব স্যারের কথা শুনে মজা নিচ্ছিল।
আর শান্ত দাঁড়িয়ে স্যারের কাছে ক্ষমা চায়। আর স্যার তাদেরকে বোর্ডে ডাকে অংক করার জন্য। আর সাথীর কাছে বই দেওয়াতে সাথী নাজিয়ার বইটা স্যারকে দিয়ে দেয়। তারা এসব বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ খুনসুটি করতে থাকে। তার যখন নাজিয়ার বই পড়ানোর জন্য যখন পেজ খুলে, তখন সে বইয়ের মধ্যে একটা ময়ূরের পালক দেখতে পায়।তারপরে এগুলো নিয়ে সবাই কথা বলতে থাকে। আর অনেক মজাও নিতে থাকে। কারণ এই পালক নাকি বাচ্চা দিবে। তারপর তারা কিছুক্ষণ মজা করে। এরপর স্যার স্কুলের পরিস্থিতির কথা তাদেরকে বলতে থাকে, আর খাইরুল স্যারের কথা বলতে থাকে।
স্কুলে নতুন করে ঝামেলা সৃষ্টি হবে এগুলো বলে। তারপর খাইরুল স্যারের স্কুল ক্যাপ্টেন নির্বাচনের বিষয়টা ও তাদেরকে বলে। এরপর স্যার হেড স্যারের কাছে চলে যায় নির্বাচনের বিষয়টা নিয়ে কথা বলার জন্য। এরপর স্কুল গ্যাং এর সবাই ক্লাস রুমের এক পাশে এই বিষয়টা নিয়ে কথা বলছিল। আর তখন আরোহী বাইরে চলে যায়। অন্যদিকে সাথী আরোহীর পক্ষ নিয়ে কথা বলছিল, আর পজিটিভলি ভাবছিল সবকিছু। আরোহী যখন বাহিরে গিয়ে দাঁড়ায়, তখন তাদের ক্লাসের হিমু তার সাথে কথা বলতে চায়। আর তার টাকার সমস্যার কথা তাকে শেয়ার করে, আর তার কাছ থেকে টাকা চায়। তখন আরোহী তাকে ২০০০ টাকা দেয়। তারপর সে হিমুর হাত ধরে ক্লাসে নিয়ে যায়। আর সবাইকে বলে দেয় কারো যদি টাকা-পয়সার কোনো রকম সমস্যা থাকে তাহলে তাকে যেন সবাই বলে।
আর হিমুকে যে টাকা দিয়েছে এটাও বলে। আর সে বলে সে বন্ধুত্বের খাতিরে সব কিছু করছে। আর যদি সবাই চায় তাহলে সে স্কুল ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়াবে। তারপর তারা দুষ্টামি করে কিছু ঝামেলাও করে। আর শান্ত চলে যায় আরোহীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আর সে আরোহী কে বলে সে তার বন্ধু হতে চায়। আর সে আরহীর কাছে একটা আইফোনের টাকা চায়। আর এই কথায় আরোহী তাকে একটা শর্ত দেয়। তারপর সে রাতে কথা বলবে বলে আরোহীর কাছ থেকে তার নাম্বার নেয়। আর সবাই মিলে তাকে মারতে থাকে। আর সে সবাইকে এটা বলে সে মিরাজের জন্য আরোহীর নাম্বার নেওয়ার জন্য দিয়েছিল।
আর তাকে নাম্বার এনে দিয়েছে বলে সবাই তাকে কিছু খাওয়ানোর জন্য বলে। তারপর সে স্কুল শেষে কিছু খাওয়ানোর কথা বলে। এরপর আমরা খাইরুল স্যার কে দেখি আরোহী কে বলে স্কুল ক্যাপ্টেন ইলেকশন হচ্ছে। কিন্তু আরোহী চায় সিলেকশন করতে। এরপর তারা এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ কথা বলে। স্কুল ছুটির পর যখন স্কুল গ্যাং এর বন্ধুরা বাসায় এসেছিল, তখন সবাই মিরাজের কাছ থেকে আইসক্রিম খেতে চায়। আর জোর করে তার পকেট থেকে টাকা নেয়। আর শান্তকে আইসক্রিম আনার জন্য বলে। সে যখন তাদের দিকে তাকিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটা গাড়ির সাথে তার এক্সিডেন্ট হয়। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
প্রতিটা পর্বের মতো এই পর্বটাও খুব সুন্দর হয়েছে। আর দেখতেও ভালো লেগেছে। এই পর্বে আমরা দেখেছি তামিম সিয়াম কে কড়াকড়ি ভাবে বলে দিয়েছে সাথে সাথে যেন তাকে কখনো না দেখা যায়। আবার আরোহী তার বাবার টাকার জন্য অনেক বেশি অহংকার করছে, স্কুলে। অন্যদিকে আবার স্কুল ক্যাপ্টেন ইলেকশন হচ্ছে বলে জানিয়েছে খাইরুল স্যার। আরোহী এবার কি করবে দেখা যাক। শেষে আমরা দেখেছি শান্ত এক্সিডেন্ট করেছে আইসক্রিম নিয়ে আসতে যাওয়ার সময়। শান্ত কি বাঁচবে নাকি মারা যাবে? এটা জানার জন্য আশা করি আপনারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকবেন। আমি চেষ্টা করবো পরবর্তী পর্ব খুব শীঘ্রই সবার মাঝে শেয়ার করার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://x.com/NARocky4/status/1881505686640828618?t=_nAEQsIEK-xuMF5gk3eTWA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাটকের এই পর্বটি দেখতেছি একটি মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হয়। তবে আরোহী দেখতেছি তার বন্ধুদের এবং ক্লাসের সকল স্টুডেন্টদের মন জয় করার জন্য নানারকম চেষ্টা করে যাচ্ছে যেমন হিমুকে তার সমস্যার জন্য ২০০০ টাকা দিয়েছিল। আর সবাইকে বলে যদি কোন সমস্যা হয় কারো তাহলে তাকে যেন বলে। সে বন্ধুত্বের খাতিরে সবকিছুই করবে। এদিকে সাথী ও আরোহীর বিষয় পজিটিভলি কথা বলছিল। দেখা যাক স্কুল ক্যাপ্টেন নির্বাচন নিয়ে আগামীর পর্বগুলোতে কি ঘটতে চলেছে। আপনার এই পর্বের রিভিউটি খুবই সুন্দর হয়েছে ভাই। তাই পরবর্তী পর্বের রিভিউ এর অপেক্ষায় থাকলাম।
আমি চেষ্টা করবো পরবর্তী পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করার জন্য।
আজকে দেখতে দেখতে আপনি স্কুল গ্যাং সিজন ২ ( পর্ব ১২ ) শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ করেছেন। আসলে এতো সুন্দর নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না। নাটক রিভিউ পড়লে নাটক দেখা হয়ে যাবে। আপনার রিভিউটি পড়ে মনে হলো যে নাটকের কাহিনী অনেক সুন্দর।
এই পর্বটাও অনেক সুন্দর ছিল। রিভিউটা পড়ার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটা আমি পুরোপুরি দেখেছি খুবই সুন্দর একটা নাটক। ছোট ছোট অভিনেতা হওয়া সত্বেও নাটকটাকে তারা খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।
এই নাটকটা আপনি পুরোপুরি দেখেছেন শুনে ভালো লাগলো।
আপনার রিভিউ দেখে এই নাটকটি দেখার ইচ্ছে জাগলো। এর আগে দেখেছি ট্রেলার তবে দেখা হয়নি কখনোও।আপনার বর্ণনা সব কিছু একদম পারফেক্ট লেগেছে আমার কাছে।
আমি চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার জন্য নাটকের সম্পূর্ণ রিভিউটা।
স্কুল গ্যাং নাটকের ১২ তম পর্বের টা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। এই নাটকের প্রতিটা পর্ব আমার দেখা হয়েছে। আমার কাছে অনেক সুন্দর লেগেছিল এই নাটকটা দেখতে। এখন রিভিউ পোস্ট পড়তেও ভালো লাগছে। শান্তর এক্সিডেন্টের কথাটা শুনে অনেক খারাপ লেগেছে।
আমার নিজেরও নাটকের রিভিউ পোস্ট পড়তে ভালো লাগে।
নাটকটি বেশ চমৎকার তবে এর আগে নাটকটি দেখা হয়নি, রিভিউ পড়ে যতটুকু বুঝলাম সেটাই বললাম। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের পর্ব রিভিউ আকারে শেয়ার করার জন্য।
হ্যাঁ নাটকটা সত্যি অনেক চমৎকার।