ডাই : ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি।
ABB 17.1.24 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি ভালো লাগবে।
ক্লে দিয়ে এভাবে বিভিন্ন রকম জিনিস তৈরি করলে অনেক সুন্দর হয়। আর যদি সুন্দর সুন্দর ডাই তৈরি করা হয় সময় নিয়ে, তাহলে দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এর আগের পোস্টটাতে আপনাদের আমি বলেছিলাম, আমি প্রত্যেকটা কাজ একসাথে বেশ কয়েকটা করে রাখার জন্য চেষ্টা করি আর এই মিনি পুকুরটা কয়েকদিন আগেই তৈরি করেছিলাম আমি। এটার সাথে আরো কয়েকটা তৈরি করেছি। যার মধ্যে আগেই শেয়ার করা হয়েছে দুটো। আপনাদের সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্যের কারণে এগুলো তৈরি করতে এখন আরো অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরি করা এই মিনি পুকুরটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে । চলুন তাহলে দেখে নেওয়া যাক মিনি পুকুর তৈরি করার ধাপগুলো।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি কয়েক কালারের ক্লে নিয়ে গোল গোল করে তৈরি করে নিলাম।
ধাপ 2️⃣
তারপর এগুলো একসাথে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিলাম। এরপর একটা মজবুত আয়নার সাহায্যে চ্যাপ্টা করে নিলাম।
ধাপ 3️⃣
তারপর আরো কয়েকটা কালার এর ক্লে মিক্স করে একটা ডিজাইন তৈরি করে এগুলোর উপর লাগিয়ে নিলাম।
ধাপ 4️⃣
এরপর কালো কালারের ক্লে দিয়ে ছোট বড় করে গোল গোল এগুলো তৈরি করে নিলাম। তারপর এগুলো একে একে লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
তারপর সবুজ কালারের ক্লে দিয়ে পদ্ম ফুলের পাতা তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
তারপর আরো ক্লে নিয়ে লাঠির মত করে শেপ দিয়ে দিলাম। এরপর পাতা গুলো এটার সাথে জোড়া লাগিয়ে পুকুরের মধ্যে দিয়ে দিলাম।
ধাপ 7️⃣
তারপর ছোট ছোট করে দুইটা হাঁস তৈরি করে নিলাম ভিন্ন ভিন্ন কালারের। যেগুলো দেখতে অনেক কিউট লাগছিল।
ধাপ 8️⃣
এরপর হাঁসগুলো পুকুরের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই আমি ক্লে দিয়ে এই মিনি পুকুর তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
কী দারুণ ক্লে দিয়ে পুকুর বানিয়েছেন। তাতে আবার হাসও চরছে। মাথায় পদ্ম পাতা। কী যে ভালো লাগছে। আপনি এক সাথে অনেকগুলো কাজ করে রাখেন বলেই সুবিধে হয় দাদা। কারণ এতে করে আগামী পোস্টগুলোও করে ফেলা সহজ হয়ে যায়৷ আর প্রতিটা দেখতেও ভালো হয়।
আমার তৈরি করা মিনি পুকুর থেকে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
https://x.com/NARocky4/status/1880115329181143540?t=9diBux7LvIGZSaCpg63ZZw&s=19
মিনি পুকুরটা আমার কাছে তো ভীষণ ভালো লাগলো তবে তার থেকেও বেশি ভালো লেগেছে পুকুরের ভিতর বসে থাকা দুই রংয়ের দুটি হাঁসকে দেখে। চমৎকার কারুকার্যের পরিচয় দিয়েছেন ভাই। ক্লে দিয়ে এরকম জিনিসগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। যাই হোক ক্লে এর মাধ্যমে চমৎকার একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ক্লে দিয়ে তৈরি করা মিনি পুকুর আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
বেশ ভালো একটি আইডি আপনার। একসাথে যখন কোন কাজ অনেকগুলো করে রাখা হয় তখন পর্যায়ক্রমে শেয়ার করে রাখার সুযোগ হয়। পরবর্তীতে তৈরি করে শেয়ার করার চাপ আর বাড়ে না। অনেক সুন্দর একটি পুকুর তৈরি করলেন ক্লে দিয়ে। ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি মিনি পুকুর তৈরি করলেন সেখানে অনেক কিছু দৃশ্য তৈরি করে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো।
এই পুকুরটা আমি সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা করেছি।
ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক তেমনিভাবে তোমার তৈরি করা মিনি পুকুর টা দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগছিল। বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করায় একটু বেশি সুন্দর লাগছে। নিশ্চয়ই তুমি অনেক সময় ব্যবহার করে এই মিনি পুকুর তৈরি করেছ। দুইটা কিউট কিউট হাঁস তৈরি করে বসানোর কারণে আরো বেশি ভালো লাগছে।
এত কিউট দেখতে একটা পুকুর এবং হাঁস গুলো তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।
এক সাথে কাজ করে রাখতে পারলে অনেক ভালো হয়।তবে সময়ের অভাবে সব সময় করা হয়ে উঠে না। যাইহোক আপনার পুকুরটি দেখে অনেক ভালো লাগলো। হাঁস দুটি দেখে অনেক ভালো লাগলো। এগুলো তৈরি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ সময় নিয়ে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধৈর্য ধরে এবং সুন্দর করে পুকুরটা তৈরি করার চেষ্টা করলাম।
ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি করেছেন। আপনার তৈরি করা পুকুরটি দেখতে অসাধারন লাগছে। যদিও বা মিনি পুকুর তৈরি করেছেন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনার প্রতিটি ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
অসাধারণ দেখতে একটা পুকুর তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি করেছেন। আপনার তৈরি করা পুকুরের দৃশ্য টি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে পুকুরের মধ্যে হাঁসের দৃশ্য টি দেখে একটু বেশি ভালো লাগলো।
হাঁসগুলো দেওয়ায় আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে।
আপনি অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে মিনি পুকুর তৈরি করছেন। সেটি দেখে অনেক ভালো লাগছে। আসলেই ড্রাই পোস্টগুলো আপনারা অনেক সুন্দর ভাবে করে থাকেন যেগুলো দেখে মুগ্ধ হয়ে যায় ।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
আমি ক্লে দিয়ে সব সময় সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য চেষ্টা করি।