প্রত্যেক দেশের পতাকায় সম্মানের।

in আমার বাংলা ব্লগyesterday

ABB 3 ডিসেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000197970.jpg

1000197969.png

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখতে বসেছি। আজ কয়েক দিন যাবতীয় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বিভিন্ন দেশের পতাকা অবমাননা দেখতেছি। এটি দেখলে শুরুতেই আমার খুবই খারাপ লাগে। দেশ ধর্ম জাত বর্ণ এসব বিষয়ের আগে আমরা হচ্ছি মানুষ। সকল ধর্ম জাত বর্ণ দেশ আমাদের নিজের কাছেই সেরা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আমাদের যেমন নিষেধ সকল ধর্মে রয়েছে , তেমনি দেশ নিয়ে বাড়াবাড়ি করাও একদমই ঠিক নয়। দেশের পতাকা তো অনেক উপরের ব্যাপার।

এটি মানুষের পরিচয় দেয় না। অমানুষ হিংস্র পশুর চাইতেও নিকৃষ্ট মানসিকতার লোক যারা রয়েছে তারা পতাকার অবমাননা কাজটি করতে পারে। কারণ প্রত্যেক দেশের পতাকায় আমাদের সবার কাছে প্রিয় হওয়া উচিত। কারণ দেশ নয় প্রথমত আমরা দুনিয়ার মানুষ। আমরা যদি সৃষ্টিকর্তার দিক থেকে দেখি, সৃষ্টিকর্তা কখনোই কোন দেশ সৃষ্টি করে নাই। সৃষ্টিকর্তা একটি দুনিয়া সৃষ্টি করেছেন। এক দেশ থেকে অন্য দেশ সব দেশটির ধীরে ধীরে ভাগ করা হয়েছে। তাহলে বুঝা যায় আমরা হলাম বিশ্ব নাগরিক। ওই দিক থেকে হলেও আমরা কোন দেশের পতাকাকে অবমাননা করতে পারি না। এ অধিকার আমাদের কারো নেই।

আসলে একটি পতাকার সাথে একটি দেশের সম্মান জড়িত থাকে। সে দেশের সাথে দেশের জনগণের। আর আমরা যদি আমাদের দেশের পতাকাকে ভালবাসি, তাহলে পৃথিবীর সকল দেশের পতাকাকে ভালোবাসা উচিত, উচিত বলে নয় অবশ্যই ভালবাসতে হবে। এতে আমাদের সবারই কল্যাণ বয়ে আনবে। আমরা শুধু দেশের পতাকা নয় প্রত্যেক দেশের মানুষকে ভালবাসতে হবে মানুষ হিসাবে। আমরা যদি দেশের মানুষ হিসেবে গণ্য করি তাহলে অন্য দেশের মানুষকে খুন অত্যাচার অবিসার করতেও দ্বিধা করবো না। আর আমরা যদি সবাইকে পৃথিবীর সকল মানুষকে মানুষ হিসেবে এবং সকল দেশকে একটি দুনিয়া হিসেবে চিন্তা করি তাহলে অবশ্যই আমরা যেমন মানবিক মানুষ হবো তেমনি দুনিয়াটা একটি মানবিক দুনিয়া গড়ে উঠবে। আমি পতাকার অবমাননাকে নিন্দা জানাই। আমরা চাই দুটো দেশের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট থাকুক। যা ধীরে ধীরে পুরো দুনিয়ার সকল কিছুকে জয় করতে পারে। আর দুনিয়াতে অন্যায় অবিচার থাকবে না। শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে। সকল দেশের পতাকাকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 yesterday 

1000197988.jpg

1000197990.jpg

1000197992.jpg

1000197994.jpg

 yesterday 

ঠিকই বলেছেন ভাই যারা এই জঘন্য কাজটি করেছেন তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আসলে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধু সুলভ সম্পর্ক বজায় থাকা উচিত। যেহেতু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তাই আমিও চাই যেন তাদের সাথে আমাদের সুসম্পর্ক অব্যাহত থাকে।

 23 hours ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার পোস্টার রেখে শেয়ার করেছেন ভাই। আপনি একদম ঠিক বলেছেন আমাদের সকলের উচিত প্রত্যেকটা দেশের পতাকার প্রতি আমাদের সম্মান প্রদর্শন দেখিয়ে ভালোবাসা উচিত। তবে প্রত্যেকটা মানুষের কাছেই তার নিজের দেশের পতাকার সম্মান এবং আত্মমর্যাদা ধরে রাখা উচিত আমি মনে করি। এত সুন্দর পোস্ট লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 20 hours ago 

পতাকা হলো একটি দেশের পরিচয়।পতাকা যেকোনো দেশের গর্ব।প্রতিটি দেশ তার নিজস্ব পতাকাকে সম্মান করে।আমাদের সবার উচিত প্রতিটি দেশের পতাকাকে সম্মান জানানো।

 16 hours ago 

ঠিক বলেছেন ভাইয়া অমানুষ গুলো যে কোন দেশের পতাকাকে অপমান করে। পতাকা হচ্ছে একটি দেশের পরিচয়। মানুষের জীবনের চেয়েও পতাকার সম্মান আগে। আর একটি পতাকার সাথে একটি দেশের সম্মান জড়িয়ে আছে। তাই সবাই পাতাকাকে সম্মান করা দরকার।

 13 hours ago 

ভাই ঠিকই বলেছেন ভাই প্রত্যেকটা দেশের পতাকা অনেক সম্মানের পতাকার মধ্যে দেশের ইতিহাস দেশের সম্মান লুকিয়ে রয়েছে এই পতাকা অসম্মাকারীরা মানুষ হতে পারে না এরা অমানুষ।

 5 hours ago 

আপনি ঠিক বলছেন ভাই যারা অমানুষ তারাই এই পতাকা কে অসম্মান করবে।তবে আমাদের সবার উচিত প্রতি টা দেশের পতাকা কে অসম্মান করা এবং ভালোবাসা।পতাকা হচ্ছে দেশের পরিচয় পত্র। আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09