স্বরচিত Poetry: ভালোবাসার বন্ধ Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 days ago

ABB 2.12. 2K24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ভালোবাসার মানুষকে মনের গভীর থেকে চায়। এতে কোন সন্দেহ নাই। ভালোবাসার লাভের জন্য মানুষ যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। প্রিয় মানুষকে দেখার জন্য এক পলক, দীর্ঘ সময় অপেক্ষা করে। মাঝে মাঝে চোখ বন্ধ করলেই প্রিয় মানুষটাকে স্বপ্নে দেখা যায়। স্বপ্ন ভাঙ্গার পর আবার অনেক কষ্ট পেতে হয়। যখন স্বপ্ন দেখি তখন মনে হয় যেন সে আমার পাশেই আছে। প্রিয় মানুষটার সাথে সবসময় ইচ্ছে করে গল্প করার জন্য যাদের প্রিয় মানুষ নাই তাদের উদ্দেশ্য করে আজকের এই চমৎকার কবিতাটি লিখার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

স্বরচিত কবিতা: ভালোবাসার বন্ধ


দেখতে চায় মনটা ,
পায় না খুঁজে দিলটা ।
ভালবাসার প্রকাশ,
করবো আমি কেমন করে।

নিদ্রায় গেলে দেখি ,
পাইনা খুঁজে পাশে ।
ইচ্ছে করে পাশে রেখে ,
গল্প করি রোজ।

ভালোবাসার বন্ধ তুমি ,
হৃদয়ের অস্তিত্ব ।
পাশে পাওয়ার জন্য আমি ,
থাকি জনম ভর।

জনম জনম থাকব ,
পাশে দুইজন দুইজনার ।
ভালোবাসার বন্ধন নিয়ে ,
বাঁচবো দুইজন শত বছর।

নদীর তীরে বেড়াবো দুজন ,
ঘুরবো দুজন পাহাড়ে।
ভাগাভাগি করে আনন্দ ,
বাঁচবো দুজন জনম ধরে।

(সমাপ্ত)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনার কবিতাটি সুন্দর হয়েছে।আসলে কবিতার নামটি আমার ঠিক বোধগম্য হয়নি তবুও ভালোবাসা নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো।সকলের ভালোবাসা পূর্ণতা পায় না, ধন্যবাদ আপনাকে।

 15 hours ago 

আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করতে পেরে। খুব সুন্দর ভাবে আপনি কবিতা লিখেছেন। যেখানে ভালোলাগা ও ভালোবাসার অন্যরকম প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে।

 15 hours ago 

আমার কবিতা আবৃত্তি করতে পেরে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 days ago 

1000197154.jpg

1000197156.jpg

1000197158.jpg

1000197160.jpg

 2 days ago 

ভালোবাসার সুন্দর অনুভূতি নিয়ে যদি কবিতা লেখা হহয়,তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়তে। তোমার আজকের এই কবিতা আমার খুবই পছন্দ হয়েছে। খুবই সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছো এই কবিতা। তোমার লেখা কবিতার সবগুলো লাইন ছিল অনেক সুন্দর। আমার কাছে তোমার কবিতা সব সময় ভালো লাগে।

 15 hours ago 

আমার লেখা কবিতা তোমার পছন্দ হয়েছে শুনে খুশি হলাম।

 2 days ago 

আপনার কবিতা ভালোবাসার বন্ধ পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। কবিতার প্রতিটি ছন্দ বেশ দারুন হয়েছে। হৃদয়ের অনুভূতি কবিতার ছন্দে শেয়ার করেছেন। আসলে প্রিয় মানুষ কাছে থাকবে পৃথিবীর সবকিছু ভালো লাগে। আপনার প্রিয়জনের প্রতি ভালোবাসা সম্পর্ক আরো সুদৃঢ় হোক। ধন্যবাদ আপনাকে ভাইয়া কবিতা টি শেয়ার করার জন্য।

 15 hours ago 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা গুলো লেখার জন্য।

 2 days ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 15 hours ago 

এরকম ভাবে কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ আপনাকেও।

 yesterday 

বাহ ভাই দারুণ লাগল আপনার কবিতা টা। নিজের ভালোবাসার মানুষ কে নিয়ে কত স্বপ্ন কত ইচ্ছা কত কল্পনা। সত্যি অসাধারণ। কিন্তু সবসময় তো আর সেটা পূরণ হওয়ার না। চমৎকার লিখেছেন আপনি কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 15 hours ago 

এরকম টপিকগুলো নিয়ে কবিতা লিখতে আমি একটু বেশি পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09