টার্গেট ডিসেম্বর সিজন ২ 🎯 || 15+ Steem পাওয়ার বৃদ্ধি || টার্গেট ডাবল ডলফিন | @১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

2022-08-24-15-09-39-462.jpg
আগের পোস্ট থেকে সংগ্রহ

🙋 হ্যালো বন্ধুরা 🙋

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি।

আজ আমি পাওয়ার আপ করেছি 15+ Steem। এ প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার হওয়ার খুব বেশি প্রয়োজন। এজন্য আমি বরাবরের মতো আজও পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা। এই প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার খুব বেশি প্রয়োজন। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ততবেশি। আমি আস্তে আস্তে পাওয়ার আপ করতে করতে একদিন আমার স্বপ্নের চূড়ায় পৌঁছে যাব। আমার দ্বিতীয় টার্গেট হলো 10k এসপি করা।

পূর্বের এসপি8,609.555 STEEM
পাওয়ার আপ15+
বর্তমান এসপি8,625.574 STEEM
পরবর্তী টার্গেট10,000

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 15+ Steem পাওয়ার আপ করেছি।

Screenshot_2022-09-04-20-16-47-00_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

ধাপ -২

পাওয়ার আপ করার জন পাওয়ার আপ এ ক্লিক করলাম।

Screenshot_2022-09-04-20-17-40-40_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

এখানে আমি 15+ Steem পাওয়ার আপ করেছি।

ধাপ শেষ -৩

তারপর অ্যাক্টিভ key দিয়ে কনফার্ম করলাম। এবং শেষের wallet এর একটি স্ক্রীনশট দিয়েছি

Screenshot_2022-09-04-21-21-40-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপ করলাম। আমার সর্বমোট 8,625.574 STEEM পাওয়ার হয়েছে। আমি আশা করি ডিসেম্বরের মধ্যে 10k sp হয়ে যাবে।

🕯️ প্রথম সিজনের পাওয়ার আপের তালিকা🕯️

১ম সপ্তাহPower up
২য় সপ্তাহPower up
৩য় সপ্তাহPower up
৪থ সপ্তাহPower up
৫ম সপ্তাহPower up
৬ষ্ট সপ্তাহpower up
৭তয় সপ্তাহpower up

🕯️ দ্বিতীয় সিজনের পাওয়ার আপের তালিকা🕯️

১মPower up
২য়Power up
৩য়Power up
৪থPower up
৫মPower up
৬ষ্টpower up
৭তমpower up
৮তমpower up
৯তমpower up
১০তমpower up
১১তমpower up
১২তমpower up
১৩তমpower up

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনার টার্গেট হচ্ছে ডাবল ডলফিন পাওয়া। আপনি আপনার ধারাবাহিকতা অব্যাহত রাখুন নিশ্চিত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি ধারাবাহিকতা রেখেছি ভাই। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত প্রতিনিয়ত এভাবেই কম বেশি পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা আপনার অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপনি ভাই, প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ

 2 years ago 

বাহ ডাবল ডলফিন হওয়ার টার্গেট নিয়েছেন, এবং সেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি আশা করি ডিসেম্বরের মধ্যে ডাবল ডলফিন হয়ে যাব। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাইয়া ,আপনি অনেক স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো।শুভকামনা রইলো আপনার জন্য

 2 years ago 

প্রতি সপ্তাহের পাওয়ার বৃদ্ধি করা নেশা হয়ে গেছে। খুবই ভালো লাগে পাওয়ার বৃদ্ধি করলে

 2 years ago 

আমি মনে করি আপনার দশ হাজার স্টিম ডিসেম্বরের মধ্যে পাওয়ার আপ সম্পন্ন হবে। বেশ ভালো লাগলো আপনার টার্গেট দেখে। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ডিসেম্বর এর আগে ১০ হাজার স্টিম পাওয়ার করার অনেক বড় স্বপ্ন। আশা করি টার্গেট পূরণ হবে।

 2 years ago 

পাওয়ার আপ করলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত পাওয়ার আপ করলে এটি আমাদের শক্তি বৃদ্ধিতে ভুমিকা পালন করবে।।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। এভাবে পাশে থাকবেন প্রতিনিয়ত।

 2 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। নিজেকে একজন ভালো ব্লগার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের পাওয়ার আপ করা উচিত। ভবিষ্যতের জন্য আপনি অনেক স্টিম সঞ্চয় করে ফেলেছেন ভাইয়া আশা করি ডিসেম্বর মাসের মধ্যে আরও বেশি স্টিম সঞ্চয় করতে পারবেন। এই সপ্তাহে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ১৫ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য করে। এ ধরনের সুন্দর গোছালো মন্তব্য গুলো পড়তে ভীষণ ভালো লাগে

 2 years ago 

এ সপ্তাহের পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি সামনের দিকে আরো একধাপ অগ্রসর হলেন।। আসলে পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত জরুরী ইসটিমিট প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে।। অনেক শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

ভালোবাসা রইলো ভাই আপনার জন্য। খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করেন তার জন্য অভিনন্দন জানাচ্ছি
আসলে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি ইতিমধ্যে অনেক পাওয়ার আপ করে ফেলেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95554.61
ETH 3368.38
USDT 1.00
SBD 3.14