কবিতা আবৃত্তি:- পাইনা খুঁজে আমায় Original Poetry by @narocky71
ABB 22 ডিসেম্বর 2024 ✅
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি পরিবেশন করেছি। আমার কবিতা আবৃত্তি পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে কবিতা আবৃত্তি গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।
দিন দিন সব মানুষেরই আপন মানুষগুলো দূরে চলে যায়। আর সে আপন মানুষগুলোর দূরত্ব থেকেও আমি দূরে যাওয়ার চেষ্টা। পৃথিবীতে মানুষ একা বাস করতে পারে না কিন্তু একা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সময় হলো একাই বাঁচার চেষ্টা করা উচিত। যেটা কখনোই আমার দ্বারা সম্ভব ছিল না। কিন্তু একা থাকলে কোন ঝামেলার সম্মুখীন হয় না। কোন শত্রুতা থাকে না। কোন বন্ধু শত্রু হয় না। সারা জীবন বন্ধুর হয়ে থাকা যায়। যত বেশি আপনত্ব হয় তত বেশি শত্রুতার সম্মুখীন হতে হয় আমাদের। শত্রুতা না বাড়ানোর জন্যই একা থাকার সিদ্ধান্তটা আমার। আশা করি আজকের কবিতাটা আপনাদের ভালো লাগবে।
YouTube কবিতা আবৃত্তি শুনতে ক্লিক করুন
কবিতা আবৃত্তি : পাইনা খুঁজে আমায়
দিন যায় রাত আসে ,
আপন মানুষ যায় দূরে ।
খুঁজে খুঁজে বেড়াই সবাই
পাইনা খুঁজে আমায়।
নীরবতা হয় শক্তি ,
নীরবতাই হলো প্রাণ ।
জনসম্মুখে গেলে যদি ,
যায় আবার মান।
ইজ্জত নিয়ে বাঁচার আশা,
করে সবাই সম্মুখীন।
মনটা শুধু বজায় রাখতে ,
পারে আবার প্রাণ দিতে।
জীবনে বাঁচতে চাও,
একা একা বাস করো,
একা থাকলে শত্রু নেই ,
নিজেই নিজের মাঝে বেঁচে থাকো।
একা নাহি যায় বাঁচা
বাঁচতে হয় সবাই মিলে।
সবাই মিলে বাঁচতে গেলে ,
মান অভিমান আর ঝামেলা বহিতে হয় ।
নিরবে আমি একা ,
যাচ্ছি অনেক দূরে ।
থাকতে চাই সবার মাঝে
মন থেকে মনের গহীনে নিরবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1870792599222837299?t=fApFKjMqVDiAh0CbeVhx9w&s=19
পৃথিবীতে বেঁচে থাকতে হলে হাজার হাজার মানুষের সাথে দেখা কথা বলা সবকিছুই করতে হয়। কিন্তু এর মধ্যে নিজেকে একদম একা করে রাখাটা সত্যি অনেক কঠিন। আপনি নিজেকে একা রাখতে চান এটা জেনে ভালো লাগলো। কেননা একা থাকলে শত্রুতা অনেক কম হয় মানুষের সাথে। খুব সুন্দর একটি কবিতা লিখে আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করেছি সুন্দর করে কবিতাটা আবৃত্তি করার জন্য।
আমরা অনেক সময় নিজেই নিজেকে হারিয়ে ফেলি। আসলে নিজেকে খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। ভাইয়া আপনার কবিতা আবৃতি অসাধারণ হয়েছে।কবিতার কথাগুলো এবং লাইনগুলো দারুন লেগেছে ভাইয়া।
আমার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।
এটা ঠিক বলেছেন, পৃথিবীতে মানুষ একা বাস করতে পারে না কিন্তু একা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন আপনি। সম্ভবত কিছুদিন আগেই কবিতাটা পড়েছিলাম। কবিতা আবৃত্তিটা শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা আবৃত্তি শুনে আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি গুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। আপনি পুরো কবিতা টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।
চেষ্টা করবো সুন্দর সুন্দর কবিতা গুলো আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা। কবিতাটা যেমন সুন্দর কবিতা আবৃত্তি করেছেন কেমন সুন্দর। বেশি ভালো লাগলো ভাইয়া আপনার কন্ঠে কবিতা টা শুনে।
আমার কন্ঠে আপনার কাছে কবিতার আবৃত্তিটা শুনে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
চমৎকার একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন আপনি। অনেকদিন পরে আপনার কন্ঠে একটি সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পেয়ে ভাল লাগল।নিশ্চয়ই আপনি প্রতিনিয়ত শেয়ার করতে পারেন যদি চেষ্টা করেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে চাই।
অবশ্যই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি গুলো শেয়ার করার চেষ্টা করবো। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপন মানুষগুলো সময়ের ব্যবধানে বদলে যায়। কিন্তু মাঝেমধ্যে নিজেকে একাকীত্ব রাখা উচিত।কেননা খারাপ সময় গুলো নিজেকে একা মোকাবেলা করতে হয়। আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনে মন ভরে গেল ভাই। আমি সরাসরি ইউটিউবে গিয়ে শুনেছি। শুভকামনা রইল ভাই।
অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে। পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
নিজেকে একা রাখার মাঝে আনন্দ আছে। মাঝে মাঝে নিজেকে একা রেখে নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। দারুন একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে সুন্দর কবিতাটি আবৃতি শুনতে পেরে ভালো লাগলো।
আমার কবিতা আবৃত্তি শুনে সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি অসাধারণ।পাইনা খুঁজে আমায় কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আসলে ঠিক দিন দিন আপন মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। ধন্যবাদ সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে এভাবে আমার পাশে থাকার জন্য।