General Writing: "সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে"
ABB 2 মার্চ ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সহজে কোনো কিছু পেলে মানুষ হীরাকেও কয়লা মনে করে এটা একদম ঠিক কথা। আসলে কিছু মানুষ রয়েছে যারা অল্পতে কোনো কিছু পেলে তা ধরে রাখতে পারেনা। সহজে যদি আমরা কোনো কিছু একটা পেয়ে যাই, তাহলে এটার মূল্য আমরা কখনোই বুঝতে পারি না। দেখা যায় যেটা আমরা সহজে পেয়ে গিয়েছি, সেটা মানুষ হাজার চেষ্টা করেও পাচ্ছে না। আসলে বাস্তবতা ঠিক এরকমই হয়ে থাকে। সহজে পাওয়া জিনিস কি এই জন্য অবশ্যই মূল্য দিতে হবে। কখনো এটাকে ছোট করে দেখলে হবে না। কারণ এটার মূল্যও হাজার হয়ে থাকে। সহজে যদি আমরা হীরা পেয়ে যাই, তাহলে আমাদের কাছে এটাকেও কয়লা মনে হবে।
আমরা অনেক সময় অনেক কিছু পাওয়ার জন্য যা নয় তাই করে থাকি। আমরা সারাক্ষণ শুধুমাত্র সেই জিনিসটার পেছনেই ছুটে থাকি, শুধুমাত্র তার নাগাল পাওয়ার জন্য। আমরা সবাই এটা কিন্তু অবশ্যই জানি, সবথেকে পছন্দের জিনিস কে আমরা আগলে রাখতে পারি না। এমনকি এটা আমরা পাই না। কিন্তু যারা পেয়ে যায় তারা ভালোভাবে এটার মূল্যই দিতে জানে না। যার কাছে সেই জিনিসটাকে কয়লা মনে হয়, অন্য কারো কাছে দেখা যায় তাই সেই জিনিসটাকেই হীরা মনে হয়। সহজে পেয়ে গেলেও মনে হয় ভুল হয়। তারা মনে করে সহজে যেহেতু পেয়েছি এটার কোনো মূল্যই নেই মনে হয়।
মনে করেন একটা লোক না চাইতেই ভালো কিছু পেয়ে গিয়েছে। এই জিনিসটা এমন যে অন্য কারো কাছে এই জিনিসটা স্বপ্ন। কিন্তু সেই মানুষটা এটাকে তুচ্ছ মনে করে। এটার কোনো গুরুত্বই সে দেয় না। বরং সে এটার থেকে আরো বড় কিছু পেতে চায়। কারণ সহজে কিছু যেহেতু সে এটা পেয়ে গেছে তাই বিশ্বাস করে না এটা কি রকম হতে পারে। সে যা চায় তাই হয়তো সে পেয়ে গিয়েছে, কিন্তু সে এটাকে খুবই ছোট মনে করে। কিন্তু তার এই চিন্তা ভাবনা হবে একদম ভুল। সে যা চায় তার থেকেও হয়তো এটা বড় কিছু। কিন্তু সে এটাকে মানতে চায় না।
আসলে এখানে ব্যর্থতা তারই। আমরা আমাদের আশেপাশে তাকালে কিন্তু এরকম অনেক মানুষকেই দেখতে পাবো, যারা সহজেই অনেক কিছুই পেয়ে যায়। আবার অন্যদিকে আরো কিছু মানুষ দেখব, যারা হাজার চেষ্টার পরেও সেটা পায় না। আর এগুলো অর্জন করা তাদের স্বপ্ন হয়ে দাঁড়ায়। তারা অনেক কষ্ট করে অনেক চেষ্টার পর সেগুলো অর্জন করে যা অন্যরা সহজে পায়। তবে যারা কষ্ট করে কোনো কিছু অর্জন করে, তারা কিন্তু ছোট্ট একটা জিনিসকেও অনেক বেশি মূল্যবান মনে করে। হ্যাঁ আমাদের বাস্তবতা ঠিক এরকম আমি মনে করি।
এরকম হাজারো মানুষ রয়েছেন, যারা নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকে। কিন্তু দেখা যায় সেই প্রিয় মানুষটাকে কেউ না চাইতেই পেয়ে গিয়েছে। কিন্তু যে না চাইতে পেয়ে গিয়েছে দেখা যায় সে ওই মানুষটার মূল্যটাই বুঝতে পারেনা। ওই মানুষটাই আরেক জনের মোনাজাতে ছিল সব সময়। আমরা আমাদের আশেপাশে যদি তাকাই, এরকম বাস্তবিক দৃশ্য আমরা হাজারো দেখতে পাবো। সহজে পেয়েছেন বলে এটাকে তুচ্ছ মনে করবেন না। কারণ এটার মূল্য অপরিসীম ও হতে পারে। আর এই কথাটাই প্রতিটা মানুষের মাথায় রাখা দরকার।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আমরা সহজে যা পেয়ে যাই, তার মূল্য বুঝতে পারি না, অথচ অন্য কেউ সেটাই পেতে আপ্রাণ চেষ্টা করে। কষ্টার্জিত জিনিসের কদর বেশি হয়। জীবনের প্রতিটি প্রাপ্তিকে সম্মান জানানো উচিত।চমৎকার লিখেছেন ভাই।
ঠিক বলেছেন জীবনের প্রতিটি প্রাপ্তিকে সম্মান জানানো দরকার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/NARocky4/status/1896106350100537768?t=w_LUPnnUMpcUCGnaZmaBLQ&s=19
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া শুধু প্রিয় মানুষ নয় সব কিছু যদি সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না অনেকের কাছে। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
আমার এই পোস্ট পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
সহজে কোন কিছু পাওয়া হয়ে গেলে আমরা অনেকেই তার মূল্যায়ন করিনা।এটা একদম ঠিক নয়।পাওয়ার পর সেই জিনিসের যত্ন করতে হয়।আমরা তা না করে সেই জিনিসকে দাম দিতে জানি না।এই বিষয়টি খুব সুন্দর ভাবে লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
হ্যাঁ আমরা সেটার দাম দিতে জানি না। বিষয়টা ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো।
চমৎকার কিছু কথা বলেছেন ভাইয়া। আসলেই সহজে কোনো কিছু পেয়ে গেলে সেটার মূল্য কেউ দেয় না। যার কাছে সেটা স্বপ্ন সেটা যদি সহজেই কেউ পেয়ে যায় তাহলে তার মূল্য সে বুঝবে কি করে! এজন্য সবকিছু সহজে না পাওয়ায় ভালো অথবা না পাওয়ার চেষ্টা করাই ভালো।
আমিও মনে করি কোনো কিছু সহজে না পাওয়াই ভালো।
আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। যারা সহজে কোন কিছু পায় ওই জিনিসের মূল্য করে না। এমন কিছু জিনিস আছে অন্যর কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ সহজে পেয়ে গেলে সেটার মূল্য দেয় না। আর ভালবাসার ক্ষেত্র এরকম দেখা যায় অনেকের। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার পোষ্টের সাথে আপনি একমত শুনে ভালো লেগেছে।
যে মানুষ টা কষ্ট ছাড়া পেয়ে যায় স্বাভাবিক ভাবেই সে সেটার মূল্য দিবে না এটা স্বাভাবিক। সহজে পেয়ে গেলে আমরা ঐ জিনিস টার গুরুত্ব দিতে চাই না বা দিতে ভুলে যায়। এটা আমাদের একটা বাজে অভ্যাস। সুন্দর লিখেছেন আপনি।
ঠিক বলেছেন এটা আমাদের আসলেই বাজে একটা অভ্যাস।