আর্ট : সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ12 hours ago

ABB 19.1.25 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20250107-WA0002.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং ভালো লাগবে।

আমি পেইন্টিং করতে অনেক বেশি ভালোবাসি। আর আপনাদের মাঝে যখন এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো শেয়ার করি, তখন আপনারাও আমাকে অনেক বেশি উৎসাহিত করে থাকেন। আর আমি উৎসাহিত হয়ে আরো সুন্দর সুন্দর পেইন্টিং করার জন্য চেষ্টা করছি। এরকম পেইন্টিং গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে করতে। আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর দেখতে একটা সূর্যাস্তের পেইন্টিং নিয়ে হাজির হলাম। যে পেইন্টিংটা করার পর আমার নিজেরও অনেক ভালো লেগেছিল। এত সুন্দর এবং কালারফুল ভাবে পেইন্টিংটা করতে পেরে খুব ভালো লেগেছিল। আমি চেষ্টা করেছি পেইন্টিংটা করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে।

IMG-20250107-WA0005.jpg

উপকরণ

আঁকার বোর্ড
পোস্টার কালার
ব্রাশ
মাস্কিং ট্যাপ

IMG_20250107_220432.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি মাঝখানের অংশটা গোলাপি কালার করে নিলাম। এরপর উপরের অংশে আকাশী কালার করে মিক্স করে নিলাম।

IMG_20250107_221600.jpg

ধাপ 2️⃣

তারপর আমি বেগুনি কালার দিয়ে মেঘ এঁকে নিলাম। আর পাহাড়ের মত করে এঁকে নিলাম।

IMG_20250107_221620.jpg

ধাপ 3️⃣

এরপর আমি সবুজ কলার দিয়ে নদীর একপাশে অনেক সুন্দর করে কালার করে নিলাম।

IMG_20250107_221633.jpg

ধাপ 4️⃣

এরকম ভাবে অনেক সুন্দর করে আরেক পাশেও কালার করে নিলাম।

IMG_20250107_221654.jpg

ধাপ 5️⃣

তারপর আমি সাদা জায়গাটার মধ্যে নীল কালার করে নিলাম। এরপর তার ওপর আরো কয়েকটা কালার করলাম।

IMG_20250107_221708.jpg

ধাপ 6️⃣

তারপর আমি সাদা কালার দিয়ে কিছু ডিজাইন এঁকে নিলাম। এভাবেই আমি আজকের এই পেইন্টিং টা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250107_221722.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250107-WA0002.jpg

IMG-20250107-WA0005.jpg

IMG-20250107-WA0003.jpg

IMG-20250107-WA0001.jpg

IMG-20250107-WA0000.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 10 hours ago 

আসলে আপনার হাতে আর্ট করা প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পেইন্টিং টি অসাধারণ হয়েছে ভাইয়া।গ্ৰামের পরিবেশের মধ্য দিয়ে সূর্যাস্তের পেইন্টিং টি আর্ট করার চেষ্টা করেছেন। পেইন্টিং টি অসাধারণ হয়েছে ভাইয়া।

 11 hours ago 

1000223612.jpg

1000223614.jpg

 11 hours ago 

সাঁঝের বেলায় পাখি ফেরে নীড়ে...

আপনার ছবিটির ক্যাপশন দিলাম। খুব সুন্দর এঁকেছেন৷ রঙের কম্বিনেশন এতো ভালো হয়েছে৷ গোধুলি এমনই মনোরম হওয়া উচিত যা দেখলেই মন শান্ত ও প্রফুল্ল হয়ে যায়৷

 11 hours ago 

ভাইয়া আপনি সূর্যাস্তের দৃশ্যের চমৎকার পেইন্টিং করেছেন। অনেক বেশি সুন্দর হয়েছে পেইন্টিংটি। আপনি বেশ অনেক ভালো আঁকতে পারেন ভাইয়া। পেইন্টিং করার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 hours ago 

পৃথিবীতে সবচাইতে রোমান্টিক একটি মুহূর্ত হচ্ছে সূর্যাস্ত। যেটা আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর সূর্য অস্তের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 11 hours ago 

আপনি যে একজন ভালো আর্টিস্ট তাতে কোনো সন্দেহ নেই। এর আগেও আপনার অনেক ভালো দক্ষতার সুন্দর সুন্দর পেইন্টিং, ডাই, অরিগ্ৰামি ও আরো অনেক দক্ষতা দেখতে পেয়েছি। আজও আপনার সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনার মনের মাধুরী মিশিয়ে পুরোটা ক্যানভাসে পেইন্টিংটি সুন্দর করে অংকন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 hours ago 

ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটি সূর্যাস্তের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি ভাইয়া পেইন্টিং টি এত সুন্দর হয়েছে দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 9 hours ago 

ভাই আপনি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন দেখতে অনেক চমৎকার লাগছে। কালারফুল পেইন্টিং গুলো আমিও অনেক বেশি পছন্দ করি। প্রাকৃতিক যে কোন ধরনের দৃশ্য পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর দেখায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 105027.92
ETH 3262.08
SBD 5.30