ভ্রমণ : মুছাপুর ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ5 days ago

Abb 16 জানুয়ারি 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240613_141543.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240613_144013.jpg

আজকের এই সময়টা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আসলে মুছাপুর সম্পর্কে ইতিমধ্যেই আপনারা সবাই জানেন। কারণ আমি প্রায় সময় এই সমুদ্র সৈকত নিয়ে পোস্ট করে থাকি। এটি মূলত সমুদ্র সৈকতের একটি মোহনা। কিন্তু ফেনী ছোট নদী নামেও এটি খুবই পরিচিত। কারণ ফেনী ছোট নদী গিয়ে এই নদীর সাথে সম্মিলিত হয়েছে। এবং সাগরের সাথে এক সাথ হয়েছে।

20240613_144007.jpg

যার কারনে এ মোহনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি প্রায় সময়ই যাই এই ছোট সমুদ্র সৈকত দেখার জন্য। এখানকার পরিবেশ আমার খুবই দারুণ লাগে। সবুজ গাছপালা, নারিকেল বাগান, খোলা মেলা মাঠ সবমিলিয়ে দুর্দান্ত একটি জায়গা। সেখানে সময় কাটালে এমনিতেই মন ভালো হয়ে যাবে।

20240613_144002.jpg

যখন আমি সময় পাই তখন মুছাপুর সমুদ্র সৈকত দেখতে যাই। সেখানকার পরিবেশ এবং সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। বিশেষ করে সাগরের পাড়ে বসে থাকতেই আমি বেশি পছন্দ করি। একটা সময় যেতাম শুধু সেখানে গোসল করার জন্য। কিন্তু এখন তা করা হয় না। গেলেও অনেক সময় একা একা যাওয়া হয়। ভীষণ ভালো লাগে পরিবেশটা।

20240613_144005.jpg

আসলে সেখানে পাথর দিয়ে বানানো কয়েকটি জায়গা রয়েছে। পাথরের উপর বসে বসে আমরা প্রায় সময় কাটায়। সেখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। কারণ সেখানে এত বেশি বাতাস থাকে , যে কেউ বসে থাকলে মুগ্ধ হয়ে যাবে। সেখানকার ঝাল মুড়ি আমার কিন্তু অনেক বেশি পছন্দের। কারণ যতবারই যাই আমি ঝাল মুড়ি খাওয়ার চেষ্টা করি।

20240613_141806.jpg

ঝাল মুড়িগুলো যেন ভালো কোনো মসলা দিয়ে তৈরি করা হয়। আবার সেখানে যাওয়ার পর রং চা খেতেও বেশ ভালো লাগে আমার কাছে। কারণ সেখানকার চা ও অনেক বেশি মজাদার। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে জায়গাটা অনেক বেশি বিলুপ্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনে জায়গাটি নদীতে চলে যাচ্ছে। অনেক বড় পরিসরে জায়গাটা ছিল কিন্তু বর্তমানে হারিয়ে যাচ্ছে।

20240613_143959.jpg

অনেক বড় বড় জায়গাগুলো সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো দেখলে এবং মনে পড়লেও আমার অনেক বেশি খারাপ লাগে। যার কারণে এখন গেলে প্রায় সময় অনেক কষ্ট লাগে। আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের চমৎকার মুহূর্তটা অনেক বেশি ভালো লাগবে। আগামীতে আরো কোনো সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

20240613_141804.jpg

20240613_150646.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 5 days ago 

Screenshot_20250216_100015_X.jpg

Screenshot_20250216_100646.jpg

 5 days ago 

মুছাপুর জায়গাটা আসলেই অনেক সুন্দর। এমন জায়গায় গেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনি সেখানে ভালো সময় অতিবাহিত করেছেন। তবে নদী ভাঙনের ফলে সৌন্দর্য কিছুটা কমে যাচ্ছে। এ বিষয়গুলো দেখলে আসলে খারাপই লাগে।

 3 days ago 

ঠিক বলেছেন ভাই মুছাপুর জায়গাটা অনেক বেশি সুন্দর।

 5 days ago 

নদীর ধারে এভাবে দাঁড়িয়ে আছেন দেখে আমার কেমন ভয় লাগছে। মনে হচ্ছে জোরে ঢেউ এসে আপনাকে ভিজিয়ে দিবে। মুছাপুর ঘুরতে যাওয়ার খুবই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। নদীর ধারে নারকেল গাছের শাড়ি গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

ঘুরাঘুরি করার মুহূর্ত সুন্দর করে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 5 days ago 

মুছাপুর জায়গাটা খুবই সুন্দর। বিশেষ করে পাথরগুলো থাকার কারণে জায়গার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আপনাদের পোস্টগুলোর মাধ্যমে এর আগেও এই জায়গাটা সম্পর্কে জেনেছিলাম। আজকের ফটোগ্রাফি দেখেও ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 3 days ago 

আমি চেষ্টা করেছি ঘুরাঘুরি করার সময় সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

 4 days ago 

মুছাপুর ঘুরতে যাওয়ার অনেক সুন্দর একটা মুহূর্ত তুমি সবার মাঝে শেয়ার করে নিয়েছো। আমার কাছে তোমার কাটানো মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা। এখানে যতবার যাই আর আসতেই ইচ্ছে করে না। সাগর পাড়ে বসে থাকতে আমার নিজেরও ভালো লাগে। সুন্দর মুহূর্তটা তুমি সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আমার নিজের কাছেও জায়গাটা অনেক ভালো লাগে। পুরো পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 98245.67
ETH 2735.99
SBD 0.63