ভ্রমণ : ফেনী শিশু পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্ত 2 ।

in আমার বাংলা ব্লগ4 days ago

Abb 14 ডিসেম্বর 2024 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241027_130259.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241027_130249.jpg

আমি আশা করি গত পর্বটি আপনারা সবাই দেখেছেন। আমরা ফেনী শিশু পার্কে ঘুরতে গিয়েছিলাম। শিশু পার্কে কাটানো একটু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে দীর্ঘদিন যাবত আমি আমার সন্তান এবং আমার লাইফ পার্টনারকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এখন থেকে তো প্রতি মাসেই ঘুরার পরিকল্পনা রয়েছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই ঘুরাঘুরি করে সময় কাটাবো। এবং তা আপনাদের মাঝে শেয়ার করবো।

20241027_130421.jpg

এরপর দেখলাম পার্কের মধ্যে একটি সুন্দর দোলনা রয়েছে। মেয়ে দৌড়ানোর পর দোলনার মধ্যে উঠে গেল। দোলনায় যদি কেউ বসে থাকতো তাহলে অনেক কান্নাকাটি করতো। ভাগ্য ভালো ছিল যে তখন কেউ বসে ছিল না। দীর্ঘ সময়ে দোলনায় বসে বসে সময় কাটাচ্ছিল। এবং মুখে অনেক বেশি হাসি ছিল। যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

20241027_130526.jpg

কিন্তু কিছুক্ষণ বসার পর অন্য কিছুতে চলে যাইতে ইচ্ছে করে। এরপর ধীরে ধীরে বিভিন্ন খেলনা জিনিস গুলোর মধ্যে উঠতে শুরু করল। কিন্তু ভাগ্য ভালো যে এ জিনিসগুলোর মধ্যে উঠতে টাকা লাগে না। যদি টাকা লাগতো তাহলে আমার পকেট ফাঁকা হয়ে যেত😆😆। যা আমাকে একটু ভাবাই তো। দেখলাম সব বিনামূল্যে রয়েছে। যা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

20241027_130540.jpg

কিন্তু মজার বিষয় হলো আমার মেয়ে শুধু শিশু ছিল। আর সব বুড়া বুড়ি অর্থাৎ কাফেল সবাই সেখানে বসে আছে। মেয়েটা একটু বড় হলেই নেওয়া ঠিক হবে না। টুনাটুনি গুলো খুবই চমৎকারভাবে সময় কাটাচ্ছিল সেখানে। এ বিষয়গুলো নিয়ে আমি আর সোনিয়া ও দুষ্টামি করেছিলাম। আর তারা এখন প্রেম করতেছে কিছুদিন পর টাকা-পয়সার টেনশন। জীবনের টেনশন ধরে যাবে। তখন আর এ মজার কথা মনে থাকবে না।

20241027_130623.jpg

এখন সময়টা মনে হচ্ছে তাদের কাছে রঙিন কিন্তু দুনিয়াটা পুরোটাই উল্টো। তারপরও সম্পর্ক কি আর বাধ্য করে রুখে দাঁড়ানো যায়। আচ্ছা যাই হোক। মেয়েটি যখন এক একবার এক এক টার মধ্যে উঠছে তখন বিষয়টা ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে হেলিকপ্টার মত করে একটি রয়েছে। সেগুলো দেখতে পুরো হেলিকপ্টারের মত। হঠাৎ করে দেখলে কেউ বুঝবে না।

20241027_130935.jpg

আমরা নিজেরাও বসে বসে অনেক সময় পার করেছিলাম। মেয়েটি যখন বিভিন্ন দোলনার মধ্যে বসছিল তখন আমরা বসে বসে দুষ্টামি মূলক কথা বলছিলাম। যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর মেয়েটির কান্নাকাটি শুরু করে দিল। তাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে দেওয়ার জন্য। যে জিনিসপত্রগুলো বলে সেগুলো আশেপাশেও নেই।

20241027_131022.jpg

কি করবো তা বুঝতেছিনা। এরপরেও অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন কথা বলে বলে রেখেছিলাম। পরে পার্কের মধ্যে একটি দোকান ছিল সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে দিয়েছিলাম। তারপরেও তার মন ভরতে ছিল না। তার কান্নাকাটি দেখে আমরা আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। পুরো পার্ক জুড়ে খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম। যা দুই পর্বের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম।

20241027_131107.jpg

আশা করি আগের পর্ব সহ আজকের পর্ব টা আপনাদের সবার অনেক ভালো লাগবে। এবং মেয়েদের অনেক দুষ্টামি মূলক এবং আমার অনেক দুষ্টামি মূলক ছবি ব্যবহার করেছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি পরবর্তীতে আরো কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করবো।

20241027_131148.jpg

20241027_131158.jpg

20241027_131325.jpg

20241027_131706.jpg

20241027_132016.jpg

20241027_132746.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 4 days ago 

ফেনী শিশু পার্কটি তো ভীষণ সুন্দর দেখছি। শিশুদের খেলার জন্য এমন সুন্দর পার্কের খুব প্রয়োজন আজকাল। তারা তো ঘরে থেকে থেকে বদ্ধ হয়ে যাচ্ছে। সেদিক থেকে আপনি মামনিকে নিয়ে এখানে গিয়ে খুব ভালো কাজ করেছেন। এতসব আনন্দের মধ্যে মামনি অনেক খুশি হয়েছে। দারুন সুন্দর কিছু মুহূর্ত তাকে উপহার দিলেন আপনারা। আর শিশুরা ভালো থাকা মানে পরিবারের সকলের ভালো থাকা। এমন ভাবেই আনন্দে দিনযাপন করুন।

 3 days ago 

হ্যাঁ দাদা এটা অনেক বেশি সুন্দর একটা পার্ক।

 4 days ago 

শিশু পার্কটি অনেক সুন্দর । যদিও আমি আগের পর্ব গুলো পড়িনি। আসলে মাঝে মাঝে এভাবে ঘুরাঘুরি করলে অনেক ভালো লাগে । নিশ্চয় বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। বাবুকে দেখে মনে হচ্ছে অনেক আনন্দ করছে। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে । ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আসলে খুব ভালো মুহূর্ত কাটিয়েছি এই পার্কে।

 4 days ago 

1000203528.jpg

1000203526.jpg

1000203529.jpg

1000203530.jpg

 4 days ago 

ফেনীর শিশু পার্কে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে ব্যক্ত করেছেন। যেখানে ছোট্ট সোনামনির সুন্দর চিত্র দেখতে পেরে আরো ভালো লাগলো আমার। মাঝেমধ্যে বাচ্চাদের এভাবে পার্কে নিয়ে যাওয়া এবং নতুন কিছুর সাথে পরিচয় লাভ করে দেওয়া এখন তো প্রয়োজন।

 3 days ago 

আমার মেয়েটা একটু বেশি সুন্দর মুহূর্ত কাটিয়েছে।

 4 days ago 

ফেনি শিশু পার্কে ঘুরতে যাওয়ার বেশ কয়েকটি পর্ব সোনিয়া আপুর কাছ থেকে পড়েছিলাম। আজকে আপনি আবারও শেয়ার করলেন মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্ত। পার্কে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনারা অনেক সুন্দর ঘুরাঘুরি করলেন পর্বটি পড়ে ভালো লাগলো।

 3 days ago 

মাঝেমধ্যে ভালো লাগে বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে সময় কাটাতে।

 3 days ago 

শিশু পার্কে ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব আমাদের মাঝে অনেক সুন্দর করে তুমি শেয়ার করেছ। যে পর্বটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। সত্যি অনেক ভালো সময় কাটানো হয়েছিল ওই পার্কে। নাশিয়াও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। মাঝেমধ্যে এভাবে বাহিরে গেলে অনেক ভালো লাগে আমার কাছেও। খুব সুন্দর করে শেয়ার করলে পুরোটা।

 21 hours ago 

আসলে নাশিয়া অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। তুমি ঠিক বলেছ এভাবে মাঝেমধ্যে বাহিরে গেলে ভালো লাগে।

 3 days ago 

আমরা ইতোমধ্যে আপনার মাধ্যমে ফেনি শিশু পার্কের মধ্যে ঘোরাঘুরি করার প্রথম পর্ব দেখেছি। আসলে ছোট বাচ্চাদের কে কোথাও ঘুরতে নিয়ে গেলে তারা বিভিন্ন ধরনের বায়না ধরে। আপনার মেয়ে দেখছি ফেনি শিশু পার্কের মধ্যে বেশ ভালোই মজা করেছে।আর ফেনী শিশু পার্ক টি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর।

 21 hours ago 

ছোট বাচ্চাদের কে কোথাও নিলে তারা আসলে অনেক খুশি হয়। বিশেষ করে এরকম পার্ক গুলোতে নিলে।

 3 days ago 

আসলে ভাইয়া পার্কে গেলে এমনিতে ভালো লাগে। আপনারা দেখতেছি ফেনীর শিশু পার্কে ঘুরতে গেলেন। আসলে পার্কে গেলে ছোট বাচ্চারা খেলাধুলা করলে তখন নিজের কাছেও ভালো লাগে। তবে আপনি বাস্তব কথা বলেছেন শিশু পার্কে খেলনা গুলোর মধ্যে উঠলে তাহলে অনেক টাকা চলে যেতো আপনাদের এবং পকেট ফাঁকা হয়ে যেতো। আর প্রিয় মানুষের হাসি ফুটাতে মাঝেমধ্যে এরকম ঘুরাঘুরি করা ভালো। পার্কে ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্বটি আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন।

 21 hours ago 

হ্যাঁ বাচ্চারা অনেক খেলাধুলা করে থাকে পার্কে গেলে। আর সন্তানের আনন্দ দেখলে নিজের কাছেও ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103833.33
ETH 3841.42
SBD 3.30