DIY- (এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি ||৷ ১০% লাজুক-খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
    আজকে আমি কোন আর্ট, রেসিপি বা ফটোগ্রাফি পোস্ট করব না। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।
  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এ ফুলের তোড়া টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

20220211_172806.jpg

20220211_172811.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙ্গিন কাগজ ও সাদা কাগজ
  • কাঁচি ও ক্যালেন্ডার
  • আঠা ও পুঁতি
  • পেন্সিল
  • কালো মার্কার

20220211_153949.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি রঙিন কাগজটিকে ৫.৫ স.মি করে কেটে নিলাম।

20220210_220242.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন নিচের ছবির মত করে ধাপে ধাপে ভাঁজ করে নিলাম ও পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম।

20220211_175404.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন কাঁচি দিয়ে কেটে ফুল তৈরি করলাম।

20220211_175525.jpg

চতুর্থ ধাপঃ

  • এখন ফুলের মাঝখানে একটি পুঁতি বসিয়ে দিলাম।

20220210_221908.jpg

পঞ্চম ধাপঃ

  • এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিলাম।

20220211_165456.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন আমি ক্যালেন্ডার এর উপরে আঠা লাগিয়ে দিলাম।

20220211_161532.jpg

সপ্তম ধাপ

  • এখন সাদা কাগজ দিয়ে ক্যালেন্ডারটাকে ভালোভাবে মুড়িয়ে নিলাম ।

20220211_165503.jpg

অষ্টম ধাপ

  • এখন আমি পেন্সিল দিয়ে একটি গাছের বড় ঢাল এঁকে নিলাম।

20220211_165809.jpg

20220211_170039.jpg

নবম ধাপ

  • এখন মার্কার দিয়ে পুরো ঢালটি কালো করে নিলাম।

20220211_170238.jpg

20220211_171448.jpg

দশম ধাপ

  • এখন ফুলগুন মধ্যে আঠা লাগিয়ে নিলাম ও ঢালের চারপাশে লাগিয়ে নিলাম।

20220211_171607.jpg

20220211_171733.jpg

20220211_171924.jpg

সর্বশেষ ধাপ

  • এখন সবগুলো ফুল লাগিয়ে নিলাম ও নিচে আমার সিগনেচার দিয়ে দিলাম।

20220211_172641.jpg

20220211_172726.jpg

20220211_172733.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টে দেখার জন্য পড়ার জন্য ❣️❣

Sort:  
 3 years ago 

কাগজের উপর খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন আপনি। এ ধরনের বেশ কয়েকটি ওয়ালমেট আমি আগেও তৈরি করতে দেখেছি। এগুলোর মধ্যে আপনারটি বেশ ভালো লাগলো। গাছটি যত চমৎকারভাবে এঁকেছেন, ফুলগুলোও ঠিক ততটাই সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে আরো উৎসাহিত করার জন্য

 3 years ago 

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনি প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এই ওয়ালমেট আরো সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটি ফুলের মাঝখানে একটি করে পুতি দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। অনেক ভালো লাগলো। আমার সত্যিই অনেক পছন্দ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপু,খুব সুন্দর হয়েছে এটি।কারণ ছোট ছোট ফুলগুলো বেশি সুন্দর দেখাচ্ছে।আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখে মনে হচ্ছে এটি দেয়ালে লাগালে খুবই ভালো লাগবে।তবে এই ছোট ছোট ফুলগুলো তৈরি করতে বেশ সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সবুজ পাতার দেওয়ার কারণে তো ওয়ালমেট টি অসাধারণ দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক দারুন ভাবে তৈরি করলেন এতেই। আমার তো দেখেই বেশ ভালো লাগলো। একেবারে দুর্দান্তভাবে তৈরি করলেন এটি। পারলে আমার জন্য পাঠিয়ে দিয়েন আমি ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবো। এরকম ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল🤗🤗

 3 years ago 

আপু আমি আপনার জন্য একটি পাঠিয়ে দেবো, আগে ঠিকানা টা দিন, একটু খেয়েও আসবো🤭
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট টি আসলেই অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে পাতার কালারটি আপনি দারুন চয়েজ করেছেন এর জন্য আপনার তৈরি করে ওয়ালমেট টি এত সুন্দর ফুটে উঠেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ! খুবই দারুণ একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যে কেউ দেখে সহজে তৈরি করে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠন মূলক মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 
আপু রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুলের ওয়ালমেট কি দেখতে খুবই চমৎকার লাগছে। গাছের পাতাগুলো কাগজ দিয়ে এমনভাবে তৈরী করেছেন যেগুলো দেখে বোঝার উপায় নেই যে এটি একটি ওয়ালমেট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বোঝাই যাচ্ছে না এটা রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট মনে হচ্ছে আপনি নিজের দক্ষতা দিয়ে একটি চিত্র অংকন করেছেন আপু।অসম্ভব সুন্দর হয়েছে আর আপনার কালার গুলো চয়েজিং অসাধারন ছিল ফলে ওয়ালমেট টি আরো দারুন লাগছে।গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।।
আমার কাছে বেশ ভালো লেগেছে।।
কালার কম্বিনেশন টা দারুণ ফুটেছে।।
ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।।
শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05