You are viewing a single comment's thread from:
RE: আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ১৮
রাত্রের শেষ ভাগে চাঁদের কালচে আলো মেঘে ঢাকা এক একাকী বিষণ্ণ তারার দৃশ্যে যেন মায়ায় পড়ে গেলাম। অভিমানী ও কষ্টে ভরা মন দিয়ে এমন আলোয় বসলে মন টা বিষন্নতা মুক্ত হবে। সবগুলো আর্ট বরাবরই প্রশংসার যোগ্য দাদা। বিশ্লেষণ করে শেষ করার মত নয়।