You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৪৯
দুই বন্ধু দুপুরে ছাদে বসে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে, এমন সময় হঠাৎ ভূতের আগমন। তখন এক বন্ধু বলল দেখ দেখ তোর পিছনে এটা কে!
ভূত: আরে আমি আমি, তোরা কি খাচ্ছিস আমাকে একটু দে না, অনেকদিন রক্ত খাই না।
বন্ধু: আমরা আইসক্রিম খাচ্ছি।(কাঁপতে কাঁপতে)
ভূত: বাঙালি পারেই শুধু বাঁশ দিতে, বরফের পিছনে বাঁশ দিয়ে বলছে এটা নাকি আইসক্রিম।
বাহ্ আপু বেশ দারুন লাগলো পড়ে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
এইটা বেশ ভালো লাগলো আপু!
ভুতও নিশ্চয়ই বাঙালি ছিলো। তাই নিয়ম এর পরোয়া না করে, দিন দুপুরেও ভয় ডর ছাড়াই চলাচল করে।