আপু এমন রেসিপি দেখিনি কখনো আমি।আপনার রেসিপি টা দেখে জিভে জল চলে আসলো। দেখে লোভ সামলাতে পারছিনা। কালারটা জাস্ট দারুন হয়েছে। আমি কখনো বেগুন দিয়ে মুরগির রেসিপি খাই নি। দেখে খাওয়ার আগ্রহটা বেড়ে গেল। আমি অবশ্যই বাসায় এটি একবার তৈরি করে দেখার চেষ্টা করব।
ধন্যআাদ আপনাকে এত সুন্দর এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য
জি আপু বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু এবং মজাদার লাগবে ইনশাআল্লাহ।