উষ্ণ দায়ক তাপমাত্রায় শরীরকে একটু চাঙ্গা করতে টেস্টি লেবু মাখা😛

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো লেবু মাখার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।
এই গরমে একটু টক খেলে খারাপ হবে না। আসলেই এই প্রচন্ড গরমে লেবু মাখা খেয়ে৷ তৃপ্তি পেলাম। 😛😛 যাদের মুখে রুচি নেই এই লেবু মাখা

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220719_093535417.jpg

20220717_123302.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • লেবু
  • বিট লবণ
  • লবন
  • শুকনো মরিচ
  • মরিচেরগুঁড়ো

প্রথম ধাপ:

  • প্রথমে লেবুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।

20220719_093332.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর লেবুগুলোর ছাল ছাড়িয়ে নিলাম।

IMG-20220719-WA0001.jpg

তৃতীয় ধাপ:

  • তারপর টুকরো টুকরো করে লেবুগুলো কেটে নিলাম।

20220717_122531.jpg

চতুর্থ ধাপ:

  • এখন মরিচ, মরিচের গুড়ো ,বিট লবণ এবং লবণ দিয়ে দিলাম।

20220717_122824.jpg

সর্বশেষ ধাপ:

  • তারপর ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম

20220717_123134.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

20220717_123232.jpg

20220717_123245.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

খুবই মজাদার একটি টেস্ট লেবু মাখা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এইমাত্র বাহির থেকে রুমে আসলাম আর রুমে এসেই আপনার এ ধরনের রেসিপি দেখেই জিভে জল এসে গিয়েছে ।গরমের মধ্যে এরকম লেবু টেস্টি মাখা খেতে খুবই সুস্বাদু লাগে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কষ্ট পেলাম ভাইয়া, যদি পারতাম অবশ্যই আপনার জন্য পাঠিয়ে দিতাম। জি ভাইয়া আসলে অনেক সুস্বাদু হয়ে রেসিপি। টক ঝাল একটি ভাব থাকে ভালই লাগে খেতে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কুরিয়ারে করে পাঠিয়ে দিন 🤣

 2 years ago 

আপনার এই লেবু মাখা রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। দেখে তো মনে হচ্ছে খুবই ইয়াম্মি হয়েছে। খেতে ভীষণ ভালো লেগেছে দেখে মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে লেবু মাখা এই রেসিপিটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করে শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

কেনজানি এমন কিছু দেখলে এমনিতেই জিভে জল চলে আসে।
খুব খেতে ইচ্ছে করছে দেখে।টক,ঝাল আহা সে যেন কতই না লোভনীয় হয়েছিল।
উপস্থাপনা ও ফটোগ্রাফি সুন্দর ছিল।শুভ কামনা রইলো 🖤

 2 years ago 

আমি বিশ্বাস করি এই রেসিপি দেখে সকলের জিভে জল চলে এসেছে।😁😁😛

প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই ভাইয়া। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

লেবু মাখানোর কথা শুনেই জিভে জল চলে আসলো যদিও এভাবে কখনো খাওয়া হয়নি তবে দেখে লোভে পড়ে গেলাম খেতে নিশ্চয়ই খুব মজা হবে

 2 years ago 

যেহেতু কখনো খাওয়া হয়নি সেহেতু একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগবে আপনার এই রেসিপি। উৎসাহ মূলক মন্তব্যটি জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ‌‌ ।

 2 years ago 

এই গরমে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। এই গরমের সময় সবার জ্বর সর্দি দেখা দিয়েছে। আপু আপনি একেবারে সময় উপযোগী একটি রেসিপি শেয়ার করেছেন। লেবু মাখা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে দারুন হয়েছে আপু আপনার তৈরি করা এই রেসিপি। মজার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এই গরমে চারদিকে সকল মানুষ অসুস্থ দেখছি। যাই হোক মন্তব্যটি করার জন্য আপনাকে ধন্যবাদ আপু। আশা করি সব সময় এমন সুন্দরও উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকবেন। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

 2 years ago 

লেবু মাখা আমি কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমি অবশ্যই বাসায় লেবু মাখা তৈরি করে খাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু আসলে এটা অনেক লোভনীয় হয়েছিল। আপনি যেহেতু এটি কখনো খাননি সেহেতু এটি একবার তৈরি করে দেখতে পারেন। খেতে আসলেই খুব টেস্টি। যাইহোক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

এভাবে লেবু মাখিয়ে কোন সময় খাওয়া হয়নি। আজকে প্রথম এভাবে লেবু মাখানো দেখলাম। যা দেখে আমিও শিখতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দরভাবে লেবু মাখানো তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার কনটেন্ট এর মাধ্যমে আপনাকে কিছু শিখতে পেরেছেন এটা আমার বেশ ভালো লাগছে। আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার রেসিপিটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে ।এর আগে এভাবে কখনো লেবু মাখা খাওয়া হয়নি ।তবে রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।দেখি একদিন এরকম তৈরি করে খাব ।।ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 2 years ago 

আছি ভাইয়া তৈরি করে দেখবেন ভালো লাগবে আপনার এই টক রেসিপিটি। আর আপনাকেও ধন্যবাদ জানাই এই উৎসাহ মূলক মন্তব্য প্রকাশ করার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার লেবু মাখার নাম শুনেই তো মুখ পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। কমেন্ট কিভাবে করব? যাইহোক এভাবে কখনো লেবু মাখা করে খাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে।

 2 years ago 

হাহাহা আমি জানি সব রেসিপিতেই এমনিতেই সবাই বলে জল চলে এসেছে। তবে আমি বিশ্বাস করি এই রেসিপিটি যতজন দেখেছে সবার জিভে জল চলে এসেছে 🤭🤭।

যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার আজকের রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনার রেসিপিটা দেখে অনেক খেতে ইচ্ছে করছে। লেবু এভাবে কোনদিন বানিয়ে খাইনি। বাসায় একদিন তৈরি করে দেখব। প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন ‌। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খেতে চেয়ে খেতে ইচ্ছে করছে তো চটপট বানিয়ে ফেলুন এই লেবু মাখা রেসিপি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57258.35
ETH 3065.68
USDT 1.00
SBD 2.33