একটি ফুলের থ্রী-ডি আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রেসিপি, আর্ট, ফটোগ্রাফি ও বিভিন্ন ডাই প্রজেক্ট শেয়ার করতে। আজকেও আমি

আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো একটি ফুলের থ্রী-ডি আর্ট। এটি আমার প্রথম থ্রী-ডি আর্ট। থ্রি-ডি আর্ট গুলো করার পর এর সবচেয়ে বড় ও কঠিন কাজ হলো সঠিকতা এঙ্গেল এ ছবি উঠানো। যাইহোক আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আমি নিচে আর্টটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে
আর্ট এর ফাইনাল লুক

20230425_200707.jpg

20230425_200722.jpg

প্রয়োজনীয় সামগ্রী
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • কালো মার্কার

20230425_191426.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি লম্বালম্বি ভাবে ২টি দাগ দিয়ে দিলাম।

20230425_191626.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর একই মাপে আরো ২ টি করে ৪টি দাগ দিয়ে দিলাম।

20230425_192040.jpg

তৃতীয় ধাপ:
  • তারপর আরো ৪টি দাগ দিয়ে দিলাম বিপরিত সাইডে৷

20230425_192843.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর ফুলের মধ্যে নিচের ছবির মতো করে দাগ দিলাম

20230425_193406.jpg

20230425_193551.jpg

পঞ্চম ধাপ:
  • সম্পুর্ন ফুল তৈরি করে আরেটু ডিজাইন করে নিলাম।

20230425_194505.jpg

সর্বশেষ ধাপ:
  • সর্বশেষ আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

20230425_195453.jpg

20230425_200712.jpg

20230425_200809.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে ফুলের থ্রিডি আর্ট করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন।

 2 years ago 

জি এ ধরনের আর্ট গুলো করতে সময় এর প্রয়োজন ও ধৈর্যের প্রয়োজন।যাইহোক আপনার মন্তব্যটি বেশ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের প্রতিনিয়ত অংকন দেখি আর নিজের থেকে আঁকার চেষ্টা করি। বেশ ভালোই এঁকেছেন ফুলের থ্রিডি আর্ট৷

 2 years ago 

আপনার অংকন গুলো দেখা হয়নি আপু। একদিন দেখ। শুভকামনা রইল আপু ।

 2 years ago 

আপু দারুণ একটি আর্ট শেয়ার করেছেন। আমার কাছে থ্রিডি আর্ট করতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে থ্রিডি ফুলের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখছি আমার মত আপু আপনার কাছেও আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগএ । ধাপ গুলো সুন্দর ভাবে বর্ণনা করার চেষ্টা করেছি । যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

অনেক সুন্দর একটি ফুলের থ্রিডি আর্ট করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 2 years ago 

আপনার প্রথম ফুলের থ্রিডি আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার কথায় সুন্দর একটি মিল পেয়েছি সেটা হচ্ছে যে থ্রিডি আর্টের সঠিক ফটোগ্রাফি বা ছবি করা অনেকটা থ্রিডির সৌন্দর্য্য বৃদ্ধি করে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন আপনি কিভাবে তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এই সুন্দর মন্তব্যটি দেখে বেশ ভালো লাগলো আপু। আমার কথায় মিল পেয়েছেন শুনেও ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

একটি ফুলের চমৎকার থ্রিডি আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তৈরি করতেও অনেক কষ্ট করতে হয়।

 2 years ago 

তা ঠিক বলেছেন এই ধরনের আর্ট গুলো করতে সুন্দর লাগে কিন্তু তৈরি করতে কষ্ট ও সময় লাগে। তবে হ্যাঁ কষ্ট করে করতে পারলে অসাধারণ লাগে।
যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনার করা প্রথম থ্রিডি আর্টটি দেখতে চমৎকার লাগছে।প্রথম আর্ট যেহেতু এতো সুন্দর করেছেন,আশা করছি পরবর্তী আর্ট আরও সুন্দর হবে।ঠিকই বলেছেন ছবি উঠানোর সময় এঙ্গেল ঠিক রাখতে হয়।আপনার আর্ট এর উপস্থাপনাও অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

যে আপু ছবিগুলো ঠিক অ্যাঙ্গেল থেকে উঠাতে পারলেই ছবিগুলো দেখতে সুন্দর হয়। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর একটা ফুলের থ্রিডি আর্ট অঙ্কন করেছেন আপনি। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই থ্রিডি আর্ট টি। এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আপনি অনেক সময় দিয়ে এটি অংকন করেছেন যা দেখে বোঝা যাচ্ছে। জাস্ট অসাধারণ ছিল আপনার এই থ্রিডি আর্ট বলতে হচ্ছে।

 2 years ago 

এমন আর্টগুলো করতে সময় ও ধৈর্য প্রয়োজন হয় ভাইয়া। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

একটি ফুলের থ্রী-ডি আর্ট করেছেন। দেখতে খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার আর্ট টি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের যেটা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 86013.21
ETH 2119.66
USDT 1.00
SBD 0.63