সিম্পল একটি হার্ট লাভের চিত্র অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,


বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আমি আপনাদের একটি "সিম্পল হার্ট লাভের" চিত্র অংকন দেখাবো।

IMG_20220214_103223.jpg

আর কথা না বাড়িয়ে অংকনে চলে যাচ্ছি, প্রথমেই দেখে নিচ্ছি কি কি উপকরণ প্রয়োজন হবে ⤵️⤵️⤵️

উপকরণঃ

IMG_20220214_103430.jpg

১| পেন্সিল
২| সবুজ জেল পেন
৩|কাটা কম্পাস
৪| স্কেল
৫| রাবার ও ইরেজার

ধাপঃ১

IMG_20220214_103502.jpg

  • প্রথমেই একটি এ৪ পেপারের মাঝ বরাবর কাটা কম্পাসের সাহায্যে হালকা করেএকটি বৃত্ত আঁকি।

ধাপঃ২

IMG_20220214_103535.jpg

IMG_20220214_103613.jpg

  • এখন বৃত্তের বাহিরে সবুজ জেল পেল দিয়ে স্কেলের সাহায্যে সরলরেখা আঁকি।খেয়াল রাখতে হবে সরলরেখা যেন বৃত্তের বাহিরে হয়,ভিতর যেনো স্পর্শ না করে।

ধাপঃ৩

IMG_20220214_103651.jpg

IMG_20220214_103734.jpg

  • এরপর আমরা বৃত্তকে কেন্দ্র করে যেই সরলরেখা গুলো এঁকেছি সেই সরলরেখার শেষ বিন্দু থেকে উপরের দিকে পেন্সলের সাহায্যে কিছু দাগ দেই।পরবর্তীতে জেল পেন দিয়ে দাগ গুলো পরিপূর্ণ করি।

ধাপঃ৪

IMG_20220214_103829.jpg

  • উপরে বৃত্তকে কেন্দ্র করে যেই দাগ গুলো দিয়েছি তার বিপরীত পাশে পেন্সিলের সাহায্যে একই দাগ দেই।

ধাপঃ৫

IMG_20220214_103919.jpg

IMG_20220214_103338.jpg

  • বৃত্তের মাঝ বরাবর পেন্সিলের সাহায্যে প্রথমে একটি লাভ আঁকি।পরবর্তীতে পেন্সিলের লাভকে জেল পেন দিয়ে পরিপূর্ণ করি।

ধাপঃ৬

IMG_20220214_104002.jpg

  • এটিই হচ্ছে শেষ ধাপ। এই ধাপে আমরা জেল পেন দিয়ে আঁকা লাভ সাইডে পেন্সিল দিয়ে আরো একটি লাভ আঁকবো।এভাবে চিত্রটি আঁকা শেষ হলো।

এই ছিল আমার আজকের ব্লগ।দেখা হবে সামনের কোনো ব্লগে সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে,

@nahid221

আল্লাহ হাফেজ।

Sort:  

সিম্পল একটি হার্ট লাভের চিত্র অংকনটি মোটামুটি ভালোই হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি সুন্দর একটি আর্ট করেছেন দেখছি আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সিম্পল একটি হার্ট লাভের ডিজাইন একেবারে সিম্পল হয়েছে । আরেকটু গরজিয়াস হলে আরো ভালে লাগলো।তবে লাভ টা আরো বড় করে আঁকলে ভালো হত।নিশ্চয়ই এরপর আরেকটু গর্জিয়াস আঁকাআকি দেখবো।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু। খুব ভালো মন্তব্য করেছেন। 💗💗💗

 3 years ago (edited)

অসাধারণ একটি আর্ট ভাই। খুব চমৎকার একটি লাভ এর চিত্র অঙ্কন করেছেন আপনি বিশেষ করে মনে হচ্ছে লাঠির একটি বৃত্তের মধ্যে রয়েছে যেটি খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য এভাবেই এগিয়ে যান।

 3 years ago 

আমার কাছে চিত্রটি অনেক ইউনিক লেগেছে।অনেকটা থ্রীডি আর্টের মতো দেখাচ্ছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।শুভ কাম্না রইল আপনার জন্য।

 3 years ago 

হুমম। কিছুটা থ্রিডি আর্ট দেখাচ্ছে। ধন্যবাদ ভাই। 💝💝💝

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61986.52
ETH 2406.81
USDT 1.00
SBD 2.65