|কতটা ভালোবাসা কতটা টান অনুভব করলে ।প্রিয় সঙ্গী প্রিয় বন্ধুকে নিয়ে এত সুন্দর চরণ মিলিয়ে কোন কবিতা লেখা যায় সেটা বোধয় আপনিই ভাল জানেন। আপনাদের এই ভালোবাসা এই বন্ধুত্ব অমরত্ব হোক এই চাওয়া।আপনার অনুপুস্থিতেও এই প্রাণের কমিউনিটির মানুষ জন মনে রাখবে আপনাদের এই ভালোবাসা।ভালোবাসা নিবেন দাদা🖤
|