পার্বতীপুর এর বিখ্যাত শাহ হোটেলে একদিন || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
1 24-12-2021


০৯ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ

শুভেচ্ছা স্বাগতম


আমার বাংলা ব্লগের সকল সদস্যদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন।আমি কয়েকদিন যাবৎ একটা বিশেষ কারণে পোস্ট করে উঠতে পারছিলাম না।আজকেও অনেক ব্যাস্ততার মধ্যেও সময় বের করে একটুখানি চেষ্টা করছি।


আজকে আমি আপনাদের সামনে আপনাদের সকলের পরিচিত পার্বতীপুর এর একটা বিশেষ ও নামকরা হোটেল শাহ হোটেল এর কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো।আসলে পার্বতীপুরকে সকলেই চিনে কিন্তু সুনজরে নয় তাই বললাম আরকি।কিন্তু পার্বতীপুর যেমনই হোক না কেন শাহ হোটেল এর স্বাদ কিন্তু ততটাই সুস্বাদু।


IMG_20211224_000414.jpg

device :redmi note 8

image source


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


পার্বতীপুর এবং পার্শ্ববর্তী এলাকার গুলোর মধ্যে সবচেয়ে টপ রেটেড হোটেল ও রেষ্টুরেন্ট গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে শাহ হোটেল।পরিবেশগত দিক আর খাবার এর গুণগত মান যাই বলেন সব দিক দিয়েই সেরা।আর এই রেষ্টুরেন্ট এর অন্যতম সেরা হওয়ার পিছনে অন্যতম হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন।তো আমাদের সেখানে যাওয়ার কারণ ছিল আমাদের সাথে আমাদের একজন চাচাও ছিলো সেখানে এবং পার্বতীপুর মূলত উনি সেজন্যই গিয়েছিল।এবং সেই সুবাদেই আমাদের পার্বতীপুর এর শাহ হোটেলে যাওয়া।


IMG_20211224_000525.jpg

device :redmi note 8

image source


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


এরপর আমাদের কাজ শেষ হয়ে গেলে।আমাদের সাথে থাকা চাচা বলে বাবারা চলো নাস্তা করি।আমার সাথে আবার আমার আরেকটা ছোটভাই ও ছিলো।চাচা ভিতরে গিয়ে আমাদের জিজ্ঞেস করলো কি খাবা বাবারা বলো।আমরা কিছু বলি নাই পরে উনিয় আমাদের তিনজনের জন্য গ্রিল অর্ডার করলো আর বাটার নান অর্ডার করলো।এবং আমরা বসে অপেক্ষা করতে লাগলাম খাবার এর জন্য।


IMG_20211224_000458.jpgIMG_20211224_000432.jpg

device :redmi note 8

image source


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


অপেক্ষা করতে করতে আমাদের অর্ডার করা খাবার চলে আসলো।এবং খাবার এর চেহারায় বলে দিচ্ছিল খাবার এর মান বেশ ভালই।এরপর আমরা খাওয়া শুরু করে দেই।এবং খাবার গুলও বেশ ভালই ছিল।এবং একটি কথা বলতেই হয় যারা পরিবেশন করছিলো তাদের ব্যাবহার ও অনেক ভালো ছিলো।


IMG_20211224_000549.jpg

device :redmi note 8

image source


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল বলতেছিল চা খাবে তোমরা।আমি বললাম শাহ হোটেলে বসে চা না খেয়ে যাবো সেটা কেমনে সম্ভব।কারণ শাহ হোটেলের চা আশেপাশের বৃহত্তর এলাকার মধ্যে সবচেয়ে সেরা।শুধু চা এর জন্যেই শাহ হোটেলের একটা আলাদা নাম ডাক রয়েছে।তাই আমরা চা অর্ডার করলাম এবং চা খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম।


আজকের মত আমি @munna101 এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ততদিন সকলের সুস্বাস্থ্য কমনা করি।আর আমার জন্যে সকলেই দোয়া করবেন।


আল্লাহ্ হাফেজ

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

banner-abb3.png

Sort:  

চাচা ও ছোট ভাইকে নিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত পার করেছেন। আসলেই সালের পরিবেশ অনেক ভালো এবং এর খাবারের মান অনেক ভালো বিশেষ করে শাহ হোটেল এর মিষ্টি য়্ওচা অনেক ভালো। আমরা বন্ধুরা সবাই মিলে সময় পেলেই শহরে গিয়ে আড্ডা ও খাওয়া-দাওয়া করে চলে আসি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 83106.38
ETH 2078.22
USDT 1.00
SBD 0.63