গাছ লাগাই পরিবেশ বাঁচাই✌️
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
রোদের তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। অসহনীয় তাপমাত্রায় জনজীবন অনেকটা চুপসে যাওয়ার মত অবস্থা। কোথাও একটুও শান্তি নাই। তারউপর নিয়ম করে বিদ্যুৎ যাওয়া আসার পালা তো আছেই। এমন অবস্থায় পৃথিবীটা যেনো এক আজাবখানা হয়ে দাঁড়িয়েছে।
আজকের এমন অবস্থার পিছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই। বর্তমানে এমন অবস্থা পৃথিবীর জন্য একটা বিশাল থ্রেট এমনকি আমাদের আগামী প্রজন্মের জন্য সংকটপূর্ণ অবস্থা। এখন থেকে যদি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পুরো বিশ্ব সচেতন না হয়। তবে সেইদিন খুব বেশি দূরে নয়,যখন পৃথিবী এই মানবসভ্যতার জন্য বসবাসের অযোগ্য হয়ে দাঁড়াবে।
একটা প্রবাদ বাক্য আছে "ন্যাচার অফ রিভেন্স"। অর্থাৎ প্রকৃতি তার কোনো ধার বাকি রাখে না ঠিক একটা সময় পর হিসেব করে ফিরিয়ে দেয়। এতদিন আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করে এসেছি এখন প্রকৃতি আমাদের বিরুদ্ধে। আর প্রকৃতির রিভেঞ্জ কতটা ভয়াবহ হয় আজকে সেটাই আমরা দেখতে পারছি। অতিমাত্রায় শীত,অতিমাত্রায় তাপমাত্রা কিংবা অসময়ে বন্যা। প্রকৃতি দেখিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে গেলে সে কতটা ভয়াবহ হতে পারে।
মানবসভ্যতার এত এত উন্নয়ন। এত এত অবকাঠামোগত উন্নয়ন। আর এত উন্নয়নের ফাঁদে প্রকৃতির যে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেটা এতদিনেও নজরে পড়ে নাই আমাদের। আর আজকে তারই খেসারত দিতে হচ্ছে সবাইকে।
আমার প্রিয় একজন গায়ক ও লেখক একটি উক্তি শেয়ার করেছেন। উক্তিটি ছিল:
ধনীদের স্বর্গের প্রয়োজনে যে নরক, সে নরকে তো গরীবেরা পোড়ে সারাবছর, মাঝেমাঝে শুধু সে আগুন দৃশ্যমান হয়
আসলে উক্তিটি একটু নেড়েচেড়ে দেখলে বোঝা যায় উক্তিটি কতটা বাস্তব। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে আজকের ধনীদের আরাম আয়েশ এর প্রয়োজনে এসি ব্যাবহার করে ওজন স্তরের ক্ষতি করছে পরিবেশ এর বিপর্যয় টেনে আনছে। এতে কিন্তু তাদের কিছুই যায় আসছে না বরং মাঝখান থেকে অসহায় গরিবরা পুড়ে মরছে।
যাইহোক বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি এখন থেকে যদি আমরা সবাই সচেতন না হই সামনে আরো ভয়াবহ দিন আসতে চলেছে। এমন অবস্থায় আমাদের সবার উচিৎ বেশি বেশি বৃক্ষরোপণ করা। আমাদের আশেপাশে কোনো জায়গা ফেলে না রাখে সেগুলায় যতটা পারা যায় গাছ লাগিয়ে দেই।
আমিও সেটাই মনে করি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যদি মানুষ এখন সচেতন না হয় তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, খুব শীঘ্রই সেই দিনের দেখা দেবে যেখানে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। তবে আমিও সেটাই মনে করি এ সকল কিছুর জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা নিজেরাই নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট, ধন্যবাদ শেয়ার করার জন্য।
বাস্তবতা এখন এমন যে আমরা গাছের ডালে বসে গোড়ায় দা দিয়ে কাটছি। আধুনিকতার ছোঁয়া সবখানে লাগলেও প্রকৃতির কাছে আমরা আগেও যেমন অসহায় ছিলাম, এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো। তাই নিজের প্রয়োজনে হলেও আমাদের উচিত আমাদের চার-পাশ টাকে আরও সবুজে ভরিয়ে দেওয়া। লেখাগুলো ভীষণ সুন্দর ছিল এবং প্রত্যেকটা লাইন অত্যন্ত গঠনমূলক।