গান: খোঁড়ো আমার ফসিল
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
অনেকদিন থেকে আপনাদের সাথে নতুন কোনো গান শেয়ার করা হয় না আর হবেই বা কি করে এতদিন থেকে তো ঠিকঠাক ভাবে পোস্টেই করা হয় নি হাহা। যাইহোক এখন থেকে আবারও আছি আপনাদের সাথে ইনশাল্লাহ।
আজকে নতুন কোনো গান আপনাদের সাথে শেয়ার করবো না। আজকে যে গানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা ইতিমধ্যে একবার হ্যাংআউট এ গেয়েছি আর এই গানের ফুল ভার্সনটাও গেয়েছি সেটা ইতিমধ্যে পোস্ট করাও আছে। তো এই গানটা আজকে নতুন করে আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ ও আছে।
এই গানটা আজকে থেকে এক বছর আগে রেকর্ড করা যখন আমি মেসে ছিলাম। আর মেসে থাকার একটা ব্যাপার আছে আর সেটা হচ্ছে আপনার মনে যেটা চায় আপনি সেটাই করতে পারেন। আগে যখন মেসে থাকতাম তখন প্রায় আপনাদের সাথে গান,কবিতা শেয়ার করা হতো। আসলে মেসের পরিবেশটা সবসময় নিরিবিলি তো কেউ কাউকে কোনো কারণ ছাড়া বিরক্ত করে না এই জন্যে বেশ ভালোভাবেই ও কোনো সংকোচ ছাড়া আবৃত্তি কিংবা গান রেকর্ড করা যায়। কিন্তু বাড়িতে আসলে আর সেটা হয় না। যাইহোক এই গানটা রেকর্ড করেছিলাম হুট করেই ভেবেছিলাম এইটা দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবো কিন্তু সেটা আর হয়ে উঠে নি তাই আজকে পোস্ট করছি।
আর পুরো গানটি ভিডিও রেকর্ড করতে চেয়েছিলাম তবে আগেই যেহেতু অডিও ভার্সন পুরোটা আপলোড দিয়েছি তাই ভেবে আর করি নি। আর এই গানের লাস্ট ভার্সটা দুর্দান্ত লাগে আমার কাছে তাই শুধু ওইটুকু অংশই করেছি।
আর এই রেকর্ড এর বিশেষত্ব হচ্ছে এই রেকর্ডটি আমি ভিডিও করেছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি আমার প্রত্যেকটি রেকর্ড অডিওতে করি। কারণ আমার মধ্যে সবসময় একটা সংশয় কাজ করে,আমি ভাবি আমাকে হয়তো মানুষ আমার চেহারা দিয়ে জাজ করতে পারে আর এজন্য কখনো ভিডিও শেয়ার করি না।
গান নাম: খোঁড়ো আমার ফসিল
অ্যালবাম: ফসিলস ৪
সিঙ্গার: রুপম ইসলাম
রিলিজ:২০১৪
গান:
গানের লিরিক্স:
যদি এ হৃদয় ছুঁতে সান্নিধ্যের বিদ্যুতে
একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা
হাতছানি দিচ্ছে যে অপমৃত্যুর ইচ্ছে যে
তোর নিষ্ঠুর দৃষ্টিতে কখনও কি আশ্বাস পাবো না?
তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার
মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান
ক্ষতবিক্ষত শিরাতে, তুই অন্তঃপীড়াতে
প্রেমে আর প্রত্যাখানে
আজও তোর অনুসন্ধান
আপনার কন্ঠ এরকম একটা গান শুনে মনটা একেবারে ভরে গেল। আপনি খুবই সুন্দর একটা গান কভার করেছেন তাও নিজের কন্ঠে। এরকম গানগুলো শুনতে আমি একটু বেশি পছন্দ করি। এই গানটি শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগতো আগে। যদিও সময়ের কারণে এখন গান একেবারেই শোনা হয় না। অনেকদিন পরে গানটি শুনে ভালো লেগেছে তাও আপনার এরকম অসাধারণ কন্ঠে।
আপনিও রক ঘটনার গান শুনেন,শুনে বেশ খুশী হলাম। আপনার এই মন্তব্য আমার আগ্রহকে আরো বাড়িয়ে দিবে ইনশাল্লাহ।🖤
এই কথার সঙ্গে সহমত পোষণ করছি, আমিও। গানটা ভালোই উপভোগ করলাম। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাই।😍🙏
ভাই আপনার গলায় রক এর আগেও শুনেছি। আমার বাংলা ব্লগের হ্যাংআউটে। অসাধারণ পাওয়ার আছে আপনার গলায়।শুয়ে শুয়ে নিজের আবেগটা এত সুন্দর ভাবে প্রকাশ করে দিলেন। বোঝা যাচ্ছে একদম মন থেকে গানটা গেয়েছেন। এভাবেই চালিয়ে যান।থামবেন না কিন্তু।
আসলে রক শুনতে শুনতে গলায় এমনিতেই একটা পাওয়ার চলে আসে দিদি হাহা।
আর আমি প্রচন্ড রক মিউজিক লাভার। যাইহোক প্রার্থনা করবেন যেনো এভাবেই চালিয়ে যেতে পারি।🙏
আপনার গানটি বেশ উপভোগ করলাম, আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।
আপনাদের মন্তব্য দেখলে বরাবর অনুপ্রাণিত হই।🖤
ভাই আপনি আজকে আমাদের মাঝে খোঁড়ো আমার ফসিল গানটি দারুনভাবে নিজ গলায় গিয়ে শেয়ার করেছেন। আপনার গানটি সত্যি শুনতে আমার কাছে বেশ চমৎকার লিখেছেন। গানের রিমিক্স গুলো অত্যন্ত সুন্দর ছিল। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
রক মিউজিক এর লিরিক্স মানেই অন্য লেভেল এর।
গানটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম এবং ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।🖤
আজ থেকে প্রায় এক বছর আগের রেকর্ড করা একটি গান আপনি শেয়ার করলেন সবার মাঝে। যখন আপনি মেসে ছিলেন তখনকার এই গানটি। যাইহোক আমার কাছে কিন্তু এমনিতে আপনার পুরো গানটি শুনতে ভীষণ ভালো লেগেছে। সম্পূর্ণ গান কভার নিজের কন্ঠে অসাধারণভাবে করেছিলেন। খুবই চমৎকার কন্ঠ আপনার বলতে হয়। এরকম চমৎকার কন্ঠে গানগুলো শুনতে কার কাছেই না ভালো লাগবে।
এর আগের গানটি তাহলে আপনি শুনেছেন যাক ভালো লাগলো ব্যাপারটা।ভালোবাসা নিবেন ভাইজান সুন্দর মন্তব্য এর জন্য।🖤
আসলে মেস লাইফটা যে কতটা সুন্দর সেটা হয়তোবা বলে বোঝানো সম্ভব নয়। এখানে নিজের মতো করে থাকা যায় নিজের মতো করে যা ইচ্ছে তাই করা যায় আপনিও দেখছি এরকমই একটা মেসে ছিলেন। খুবই সুন্দর একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলেই ভাই,যারা মেস লাইফ পার করে এসেছে কেবল তারাই জানে এই মেস লাইফটা কি আনন্দের।🥺
আপনার গানটি বেশ ভালোই লেগেছে।বাহ্ আপনি তো বেশ ভালো একটা মেসে থাকতেন।কেউ কাওকে কারণ ছাড়া বিরক্ত করে না।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর গানের কভার পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে সব মেসেই এমন আপু যে জার মত থাকে। তবে আড্ডা যে হয় না এমনটা কিন্তু না,তবে যখন রুমে থাকে সবাই তখন একদম নিরিবিলি একটা পরিবেশ থাকে।
ভাই আপনি আমাদের মাঝে খোড়ো আমার ফসিল গানটি গেয়েছেন। আপনার কন্ঠে যেমন কবিতা ভালো লাগে তেমনি গানটিও অসাধারণ ছিল আপনার কন্ঠে। এই গানটি অবশ্যই এর আগে শোনা হয়নি তবে আপনার কন্ঠ শুনে ভালোই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আর আগে যখন গানটি পোস্ট করেছিলাম তখন হয়তো মিস করে গিয়েছিলেন আপু।
যাইহোক আপনাদের মন্তব্যই আমাকে আবৃত্তি ও গান করার অনুপ্রেরণা যোগায়।🖤