এলোমেলো আলোকচিত্র 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 28 March,2023
আজ ১৪ চৈত্র,১৪২৯ বঙ্গাব্দ


Picsart_23-03-29_10-54-05-086.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


অনেকদিন থেকে ফটোগ্রাফি করা হয় না তাই জন্য ভাবলাম আজ একটু ফটোগ্রাফি করা যাক। যদিও আমি ফটোগ্রাফিটা অত ভালো পারি না তবুও শখের বসে চেষ্টা করি একটু এই আরকি। আজকে কিছু ন্যাচারাল ফটোগ্রাফি করার চেষ্টা করেছি আর সেগুলাই তুলে ধরছি আপনাদের সাথে।


#১


IMG-20230327-WA0004.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এই ছবিটা শেষ বিকেলে তোলা যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়। এরকম মুহূর্ত গুলার মধ্যে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে সূর্য যখন ডুবে যায় তখন লাল বর্ণ ধারণ করে আর প্রকৃতি ও যেনো এক নতুন রূপে সাজে।

#২


IMG-20230327-WA0005.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


টঙের উপর বসে ছিলাম কিন্তু রোদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে চোখে ঝলকানি দিচ্ছিল। হটাৎ করে আইডিয়া আসলো একটা ফটোগ্রাফি করলে কেমন হয়। ফটোগ্রাফি করার পর দেখি বেশ ভালই হয়েছে।

#৩


IMG-20230328-WA0001.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


সেচ পাম্প এই ধরনের পাম্প দিয়ে মূলত গ্রামের উচু জমি গুলোয় সেচ দেওয়া হয়।

#৪


20230328_042151.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এই ফুলের আসলে নাম জানি না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো তাই ভাবলাম একটু ফটোগ্রাফি করা যাক।

#৫


20230328_042024.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এই ফুলগুলোর নাম ও ঠিক জানা নেই। এই ফুলগুলো এক মৌসুমে রাস্তার ধারে খুব হয় কিন্তু রাস্তার ধারে ফোটে বলে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তবে যাইহোক ফুলগুলো দেখতে অতোটাও খারাপ না ছবি তোলার পর দেখছি বেশ ভালই হয়েছে।

#৬


IMG-20230328-WA0007.jpg


ক্যামেরা দিয়ে একটু কেরামতি করার চেষ্টা করেছি আরকি😁। গাছটি কিন্তু অনেক ছোট কিন্তু ক্যামেরায় একটু বড়ো দেখানোর চেষ্টা করেছি। জানি যদিও অতটা পারফেক্ট হয় নি তবে চেষ্টা করেছি।

#৭


IMG-20230328-WA0009.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের ধান ক্ষেত এ যেনো চোখ জুড়ানো মনোরম দৃশ্য। মৃদু বাতাসে যখন ধামের গাছ গুলো দোল খাচ্ছে বেশ ভালই লাগছে দেখতে।আর বিশেষ করে ধান গাছের পাতায় বিন্দু বিন্দু পানির কনা জমে আছে আর এই ব্যাপারটা বেশ দারুন লেগেছিল আমার কাছে।

আজকের মত এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো টপিক নিয়ে।ততক্ষন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি।


ডিভাইসমোবাইল
লোকেশনবদরগঞ্জ



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

কে বলেছে ভালো ফটোগ্রাফি করতে পারেন না??
প্রতিটা ফটোগ্রাফি তো অসাধারণ সুন্দর হয়েছে। প্রকৃতির সৌন্দর্যগুলো ক্যামেরাবন্দি করে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। অসাধারণ সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

😁😁😁

আসলে সত্যি কথা বলতে কি সুন্দর ছবি যেমনেই তোলেন না কেন সুন্দরই লাগে এখানে আমার কৃতিত্ব খুব একটা নেই😁। যাইহোক তবুও ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।😊

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার বেশ ভাল লাগলো। প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। দক্ষতা নিয়ে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আরেহ ফটোগ্রাফি করায় আমি অতটাও দক্ষ না তবে চেষ্টা করি ভালো কিছু করার।তবে উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিকেল মুহূর্তে এই দৃশ্যগুলো উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করতে আমিও খুবই পছন্দ করি। প্রকৃতির রূপ সৌন্দর্য সত্যি আমাদেরকে মুগ্ধ করে যেটা প্রতিনিয়ত আমাদের মনকে মনোরঞ্জন করে তোলে। অনেক ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমি নিয়মিত ফলো করি। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়। 😊

 2 years ago 

প্রথমেই বলি ছবিগুলো দেখে আমার একদমই এলোমেলো মনে হয়নি। আপনি বললেন ফটোগ্রাফী ভালো‌ ফটোগ্রাফী পারেন না 🤗 কিন্তু আমার কাছে তো ছবিগুলো অসাধারণ লেগেছে। যদি আরো ভালো পারতেন না জানি কি দেখিয়ে ফেলতেন 🤗
প্রতিটি ছবি দূরদান্ত হয়েছে, বিশেষ করে সূর্যের, সবুজ শস্যের, পানির পাম্পসহ দারুন লেগেছে সবকিছু।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

হাহা!দারুন মন্তব্য ছিল ভাই।
আর সত্যি বলতে আমি আসলেই অত ভালো ফটোগ্রাফি পারি না,তবে আপনার ফটোগ্রাফি গুলা কিন্তু অসাধারণ হয়।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে সূর্যাস্তের ফটোগ্রাফিও ধান ক্ষেতের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আমি। এভাবে সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার।তবে আপনাদের মন্তব্য দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কে বলছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অমায়িক হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। সত্যি বলতে আপনি খুব অসাধারণ ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

ভাই আমার গুলা দেখে যদি এই অবস্থা হয় তাহলে আপনার গুলা ত আরো জোস😊। যাই হোক আপনার মত ফটোগ্রাফারের কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আমি সত্যিই আনন্দিত।

 2 years ago 

ওয়াও চোখ ধাঁধানো ফটোগ্রাফি ৷ প্রতিটি ফটোগ্রাফি দারুন বলতে মনোমুগ্ধকর লাগছিল ৷ প্রায় অনেক দিন পর আপনার এমন চমৎকার ফটোগ্রাফি দেখলাম ৷ সূর্যাস্ত ফটোগ্রাফি , আর ৫নং ফটোগ্রাফি টি৫ হলো ভাটি ফুল আর শেষ ছবিটি ধান গাছের সবুজ প্রকৃতির৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ দেখার মতো ছিল ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ শুভকামনা রইল অবিরাম

 2 years ago 

আসলে অনেকদিন থেকে তো আমি একটিভি ছিলাম না আর এই জন্য ফটোগ্রাফিও খুব একটা করা হয়নি। তবে আশা করি এখন থেকে নিয়মিত ফটোগ্রাফি পোস্ট দেখতে পাবেন।

 2 years ago 

আপনি আজ অনেক সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করেছেন আমাদের মাঝে। বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় প্রকৃতি অপরূপ সৌন্দর্য ধারণ করে। আবার সূর্যের আলো গাছের ফাঁকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। ছোট একটি গাছকে আপনি ক্যামেরার কারিগরের কারণে অনেক বড় করে দেখিয়েছেন খুবই ভালো লাগলো।

 2 years ago 

বিকেলবেলা সূর্য অস্ত ্র যাওয়ার সময় কার ফটোগ্রাফি গুলো আমার কাছেও ভালই লেগেছে। যাইহোক খুব চমৎকার এবং সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21