গান,আড্ডায় একদিন...

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 24 December,2022
আজ ০৯ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ


received_1158022321524703.jpeg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


মাঝে মধ্যে বোরিং লাগলে একটু হাটাহাটি কিংবা চায়ের কাপে গানের আড্ডা হলে মন্দ হয় না।কালকে শুক্রবার ছিল নামাজ পড়ে এসে বেশ বোরিং লাগছিল।বিকেলের দিকে সজিবকে মেসেজ দিয়ে বললাম চল একটু হেঁটে আসি।সজীব এর সাথে দেখি কনক,তামিম আর লুমান ও আসলো।


কিছুদূর গিয়ে আবার সৌরভ এর সাথে দেখা।যাইহোক সৌরভ এর সাথে কথাবার্তা শেষে সৌরভ জিজ্ঞেস করলো কই বের হইলি তোরা?প্রতুত্তরে বললাম, এমনিই হাঁটতে বের হলাম,গেলে চল আমাদের সাথে।তারপর ছয়জন মিলে হাটা শুরু।আর এমনিতেই নতুন জায়গায় নতুন সবকিছু তেমন রাস্তাঘাট ও চেনা নাই আমাদের।সৌরভ আবার একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে গেল আমাদের।রাস্তাটাও বেশ ভালই নিরিবিলি পরিবেশে সাথে পরিষ্কার, হাটার মধ্যে তেমন অস্বস্তি ও লাগে নাই,তারউপর একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব।


হাঁটতে হাঁটতে কখন যে সন্ধা ঘনিয়ে আসছে টেরই পাই নাই আমরা।এরপর পৌঁছালাম লাঙ্গল বন্দর বাজারে,আর লাঙ্গল বন্দর বাজারে এই প্রথমবার আসলাম আমি।বাজারটা বেশ ভালই,সবকিছুই পাওয়া যায় এখানে।সেই সাথে নদীর উপত্যকায় বাজারটি হওয়ায় মোটামুটি একটা বাণিজ্যিক বাজার হিসেবে পরিচিতি রয়েছে।


এরপর নদীর ঘাটে গেলাম তখন চারদিকে মোটামুটি অন্ধকার।আর নদীতে নৌকা চলছে নৌকার শব্দ ভেসে আসছে কানে।তারপর আমি আবার হুট করে গান ধরলাম একটা,গান শুরু করার পর সবাই দেখি আমার সাথে গলা মিলাচ্ছে।ব্যাপারটা বেশ ভালই লাগছিল আমার,এরপর সজীব আবার বলে,গান যখন বলছি তখন একটা গানের আড্ডা হলে মন্দ হয় না।এরপর সজীব ওর ফোন থেকে গান প্লে করলো আর আমরা সবাই একসাথে গান গাওয়া শুরু করলাম।আর আমার ফোন থেকে সৌরভ গানটার রেকর্ড করে ফেলে।


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


received_1158022321524703.jpeg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যাইহোক তারপর সবাই মিলে চা খেয়ে আবারো হাটা শুরু।তারপর ঘণ্টা খানেক হাঁটার পর অতঃপর বাসায় পৌঁছাতেই পারছে,আর ততক্ষনে পায়ের অবস্থা খারাপ।মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল “ছাইড়া দে মা,কাইন্দা বাচি”।🤗



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

আসলেই মাঝে মাঝে খুব বোরিং লাগে তখন একটু হাটাহাটি কিংবা চায়ের আড্ডায় বসলে বেশ ভালোই লাগে ৷ আপনি এবং আপনার বন্ধুদের সাথে ছুটির দিনে বেশ ভালোই সময় কাটিয়ে ছিলেন ৷ দিন শেষে সন্ধ্যায় নদীর ঘাটে বেশ ভালোই গান গেয়েছেন ৷ ভালোই লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বেশ ভালোই মজা করে গান করেছেন। মাঝে মাঝে এরকম গানের আড্ডা হলে বেশ ভালোই লাগে। সবাই মিলে অনেক সুন্দর করে গান টি গেয়েছেন। আপনার গান সবসময়ই প্রশংসার দাবি রাখে। সুন্দর গান সাথে সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

আমরাও এভাবে বোনরা এবং বন্ধুরা মিলে আগে অনেক গানের আড্ডা খেলেছি। তবে এখন ব্যস্ততার কারণে এভাবে একসাথে আর গান গাওয়া হয় না। আজ আপনার পোস্ট পড়ে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল ভাইয়া। আপনারা বন্ধুরা মিলে অনেক মজা করছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করছেন। নদীর অপরূপ সৌন্দর্যের মাঝে এত চমৎকার গান পরিবেশন করে সত্যিই আরো আনন্দ বাড়িয়ে তুলেছেন। আসলে এসব মুহূর্ত জীবনে কখনো ভুলের মতো নয়। বন্ধুদের সাথে কাটানো এই সময়গুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে যাবে। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রুমের ভিতরে থাকলেও ভালো লাগে না। মাঝে মাঝে বন্ধুদের সাথে হ্যাংআউট করলে ভালোই লাগে! অচেনা জায়গাটাও চেনা হয়ে গেল! গানটা ভালো ছিল 🌼

 2 years ago 

মাঝে মাঝেই মন ভালো করার জন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াটা জরুরি।আশা করি এতে আপনার দারুণ সময় কেটেছে এবং মন ভালো হয়ে গেছে।আপনাদের গাওয়া গান শুনে খুবই ভালো লাগলো সকালবেলায়।তাছাড়া সবাই একত্রে সময় কাটানোর মজাই আলাদা, ধন্যবাদ ভাইয়া।

বাংলা গানগুলোর মধ্যে আমার একটা অন্যতম পছন্দের গান হচ্ছে এটা। একরাশ আবেগ অনুভূতি প্রকাশ করা হয়েছে এই গানের মধ্যে। যাইহোক সাদিক ভাই গানটা শুনে খুবই ভালো লাগলো। 🥀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67