এলোমেলো আলোকচিত্র 📸

in আমার বাংলা ব্লগlast year

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 08 April,2023
আজ ২৫ চৈত্র,১৪২৯ বঙ্গাব্দ


LMC_20221111_165348291_LMC 8.4.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আপনারা হয়তো অনেকে জানেন বেশ কিছুদিন যাবৎ আমি শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর নিয়ে একটি সিরিজ পোস্ট করে চলেছি। যদিও আজকে সেই সিরিজের কোনো পর্ব পোস্ট করবো না। আজকে পোস্ট করবো সেখানে ঘুরতে গিয়ে সেখান থেকে তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে। জাদুঘর ঘুরতে গিয়ে সেখান থেকে আমরা পানাম নগর ও ঘুরতে গেছিলাম। পানাম নগর নিয়েও একটি সিরিজ তৈরীর পরিকল্পনা আছে তবে চলমান সিরিজ শেষ হওয়ার পরে। পানাম নগর গিয়ে ধ্বংসাবশেষ কিছু বিল্ডিংয়ের ফটোগ্রাফি করেছিলাম আর সেগুলোই আজকে অনেকদিন পর তুলে ধরছি আপনাদের সাথে।


#১


LMC_20221231_155344422_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


পানাম নগর এর ধ্বংসাবশেষ বিল্ডিং এর একাংশ। যতদূর মনে পড়ছে এই বিল্ডিংটি একটি প্রশাসনিক ভবন ছিল। সেই সময়ে দায়িত্বরত প্রহরীদের হেড কোযার্টার।

#২


LMC_20221231_155745549_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এটিও একটি ধ্বংসাবশেষ বিল্ডিং। এটি ছিল মূলত অতিথি শালা। অর্থাৎ বাইরে থেকে যারা অথিতি আসত তাদের থাকার জায়গা এখানে হতো।

#৩


IMG20221111164710.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এটি অবশ্য সোনারগাঁ জাদুঘর এলাকায় অবস্থিত। এটি হচ্ছে সেই বিখ্যাত সরদার বাড়ি।

#৪


LMC_20221111_164655717_LMC 8.4.jpgLMC_20221111_165106113_LMC 8.4.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এটা তো বোধয় সবার চেনার কথা। জয়নুল আবেদীন এর সেই বিখ্যাত তৈলচিত্র সংগ্রাম তো মনে হয় সবাই দেখেছেন। এটি তারই আদলে তৈরি করা।

#৫


LMC_20221231_162649021_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এটা পানাম নগরের পার্কিং জোন। এখান থেকে ছবিটা তোলার পর দেখি মোটামুটি ভালই হয়েছে তাই ছবিটা রেখে দিয়েছিলাম।😁

#৬


LMC_20221231_160757896_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এটি ছিল সম্ভবত আড্ডা খান। এখানে মূলত যত ধরনের আড্ডা কিংবা খোশ গল্প হতো।

#৭


LMC_20221231_155109555_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


এইটা যে কিসের ভবন সেটা ঠিক মনে নাই। আসলে অনেকদিন হয়ে গেলো তো তাই মনে নেই অভাবে।🤭

#৮


LMC_20221111_165348291_LMC 8.4.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp


আর এই মূর্তি নিয়ে তো মনে হয় কিছু না বললেও চলবে হাহা। তবুও বলি ইনি হচ্ছেন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক মূর্তির নিছে লেখা ওই একটি স্লোগানে স্বাধীন হয়েছিল এই শোনার বাংলা।


যাইহোক আজকের মত এই পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী পোস্টে অন্যকোনো বিষয় নিয়ে। ততক্ষন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি।


ক্যামেরামোবাইল
অবস্থানসোনারগাঁও


8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 last year 

পুরনো বিল্ডিং দেখলে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে যায় কারন একটা সময় কত জমজমাট ছিল জায়গাটা। কত শত মানুষ সেখানে বসবাস করতো কিন্তু আজ কেউ নেই, কিচ্ছু নেই শুধুই স্মৃতি।
যাক আপনার ছবিগুলো দারুন ছিল।
সিরিজ পর্বের অপেক্ষায় রইলাম।

 last year 

এমন করে কখনো ভেবে দেখি নাই ভাই।🥺
ব্যাপারটা আসলেই খারাপ লাগার মতো।
যাইহোক যত দ্রুত পারি ওই সিরিজটি রান করার চেষ্টা করবো।✌️

 last year 

আপনারা তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলেন ভাই। জাদুঘরে ঘুরে তারপর আবার পানাম নগরেও ঘুরতে গিয়েছিলেন। তবে ছবিগুলো এলোমেলো হলেও সবকটি ছবির ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে।জাদুঘরের বিখ্যাত সারদার বাড়ীর ছবিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর কিছু ঐতিহ্যবাহী ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 last year 

আসলে জাদুঘর থেকে পানাম নগর বেশ কাছেই। এজন্য ভাবলাম এখানে যখন এসেছি তখন ওখানটা থেকেও একটু ঘুরে আসি।😁

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে অনেক ভালো লেগেছে। পানাম নগরের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আমিও কয়েক মাস আগে সেখান থেকে ঘুরে আসলাম। প্রতিটা বিল্ডিং এর কারুকাজ দেখলে মন ভরে যায়। এই বিল্ডিং গুলো বানানোর পদ্ধতি দেখলেই বুঝা যায় প্রাচীন যুগের মানুষ কতটা বুদ্ধিমান ছিল। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

আসলে সেখানকার পরিবেশটা দেখলেই মনটা ভরে যায়। শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। দেখার মত ও ঘুরার মত একটা জায়গা।✌️

 last year 

আপনার ফটোগ্রাফিগুলি এলোমেলো হলে ও বেশ তাৎপর্য বহন করে।প্রত্যেকটি ছবিই আমার কাছে ভালো লেগেছে।আসলে ঐতিহাসিক এই স্থানের ভবনগুলো বেশ পুরোনো হয়ে গেলেও সুন্দর কারুকাজ খচিত।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে এগুলা এগুলো প্রত্নতত্ব ও প্রাচীন নিদর্শন আপু। এগুলা আমাদের সভ্যতার ইতিহাস বহন করে এবং সেই সাক্ষী হিসেবে এখনো দাড়িয়ে আছে।

 last year 

আমিও গিয়েছিলাম সোনার গাঁ যাদু ঘরে । বেশ সু্ন্দর পরিবেশ। মন ভরে যায়। আপনি তো সেই সোনাগাঁ যাদু ঘরের বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আবার ভাবছেন পানাম নগরীর কিছু ফটোগ্রাফিও করবেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 last year 

এখানে পানাম নগর ও সোনারগাঁ জাদুঘরের ফটোগ্রাফি দুটোই আছে। যদি আপনি এর আগে যেয়ে থাকেন তাহলে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।

 last year 

পানামা নগরকে ঘিরে যেহেতু আপনার পরিকল্পনা আছে তাই আমি আপনাকে বলতে চাই খুব শীঘ্রই আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন পুরনো এই বিল্ডিং এর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63