You are viewing a single comment's thread from:
RE: ছোট্ট একটি প্রোগ্রামকে চারটি ভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা (A tiny program written in four different languages)
খুব ভালো একটা কোডিং। কোডিং, প্রোগ্রামিং, সিএসএস, পিএইচপি, html5 খুব জটিল বিষয়। অনেক অভিজ্ঞতা লাগবে এসব আয়ত্তে আনতে। তবে যারা এসব নিয়ে কাজ করে তাদের কাছে কিছুটা হলেও সহজ তবে এদের ভিতর অনেক কিছু জটিল বিষয় থাকে।
দাদা আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছি কারণ আমি CSE কমপ্লিট করেছি । এমন পোষ্ট আরো চাই দাদা অনেক কিছু শেখা যাবে। পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
আপনি যখন CSE কমপ্লিট করেছেন তখন আপনার কাছে ইটা জলভাত । আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার , আমাদের ফার্স্ট সেমিস্টারে "ANSI C" পড়তে হয়েছে, সেকেন্ড সেমিস্টারে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে C++, Java ছিল । পরে আমি আরো ৬টি ল্যাঙ্গুয়েজ শিখি ।
দাদা আপনি তো হলেন গুরু ❤️❤️ আপনি হলেন এক্সপান্ড। আর আমি হলাম সেই ছোট থেকে ফাকিবাজ। আর আমি এমনিতে খারাপ স্টুডেন্ট 😬 পাস করা স্টুডেন্ট। তেৃন সব কিছু বুজি না দাদা।
।
আপনাকে ফলো করছি। যদি গুরুর কাছে কিছু শিখতে পারি।
ধন্যবাদ দাদা রিপ্লে দেয়ার জন্য। ❤️