You are viewing a single comment's thread from:

RE: গঙ্গার তীরবর্তী একটি রিসর্টে উন্মুক্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ

একটি ছবি অযুত শব্দের সমাহার প্রকাশ করতে পারে। এখানে নিযুত শব্দের সমাহার হতে পারত। যা কয়েকটি ছবির মাধ্যমেই তুলে আনা হয়েছে। দৃষ্টি নন্দন ছবি গুলো, সহজে প্রকৃতি প্রেমিদের মনে কোটি শব্দের জন্ম দিতে পারে। তবে অবশ্যই তার দেখার মত চোখ খাকতে হবে।
অন্যথায় এগুলো শুধুই ছবি। শুটারের অভিজ্ঞতা ও মননের বহিঃপ্রকাশ ছবি গুলো তার মনের পবিত্রতাকে প্রকাশ করেছে। তার মনের দিপ্তি, পাঠকের মনে জ্বলে উঠুক এই কামনায়-----

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 97614.84
ETH 2679.02
USDT 1.00
SBD 3.82