🌹"এক বাগান ফুল"💝। (স্পেশাল হ্যাংআউটে অংশগ্রহণ মুলক কবিতা)|10% Benefit for shy-fox.
🌹এক বাগান ফুল💝
বন্ধুরা
আমি @mrnazrul বাংলাদেশ থেকে।
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি আনীত, বিশেষ হাংআউটএ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও নিজ ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন অনুষ্ঠানের,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি এই পোস্ট লিখছি। |
---|
আজকের বিশেষ অনুষ্ঠানে আমার পক্ষ থেকে উপহার হিসেবে তুলে এনেছি, একটি স্বরচিত কবিতা। |
---|
এই স্বরচিত কবিতার মাধ্যমে, আজকের "বিশেষ হ্যাংআউট"এ উপস্থিত থাকতে পেরে, আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি আপনাদের ভালো লাগবে। |
---|
🌹এক বাগান ফুল💝
(কবিতা শুরু)
💝🌹
মাসটা ফেব্রুয়ারি ,
রক্তবৃষ্টি শুরু হলো
শোনা যাচ্ছে আহাজারি।
কাঁদছে সহপাঠী,
গগনবিদারী কান্নার রোলে
কেঁপে উঠল রাজপথের মাটি।
নাম না জানা কত ,
সাথে ছিলেন রফিক উদ্দিন
বাদ পড়েনি বরকতও।
আর ১৪৪ ধারা ,
উপেক্ষা করে রাজপথে
নেমে গেলেন তারা
ঢলিয়া পড়লো তারা,
এতক্ষণে স্বর্গে গিয়ে
পৌঁচেছে শহীদের আত্মারা।
তৈরি হল "বেদি" ,
আমরা সেথায় ফুল দিয়ে
করি প্রভাত ফেরী
হাতে নিয়ে ফুল,
"আমার বাংলা ব্লগ" এর পক্ষে সেথায়
আমি দিলাম এক বাগান ফুল।
শেষ
Visit My Another Activists
My Blog Twitter Facebook Youtube |
---|
Regard By | @mrnazrul, Bangladesh |
---|---|
Category | Flower, Nature, Animal.Recipe.Photography. |
Device | Handset |
w3w | Location |
বাংলা ভাষা হৃদয় বিদারিত কবিতা। সবটুকু ভালোবাসা দিয়ে বাগানের সবটুকু ফুল আপনি আপনার কবিতার ভিতর ফুটিয়ে তুলেছেন।
সত্যিই রফিক শফিক বরকত সহ অনেকেই ভাষার জন্য জীবন দিয়েছিল। এটা সত্যিই পৃথিবীর বিরল।।
অনেক চমৎকার ছিল কথাগুলো
ভাই মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার রচিত কবিতা কি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। প্রতিটি কথা ছন্দ এবং তাল কত সুন্দর ভাবে মিলিয়েছেন আপনি যা না পড়লে বুঝতেই পারতাম না। আপনার ফটোগ্রাফিটিও খুবই সুন্দর হয়েছে।
জি ভাই লিখলাম।দোয়া করবেন।
কবিতাটির এই অংশটুকু পড়ে আমাদের শহীদ ভাইদের কথা অনেক মনে পড়ছিল তারা রাজপথে নেমে আমাদের জন্য এই ভাষা উপহার দিয়ে গেছেন । ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে এই কবিতাটি উপস্থাপন করার জন্য।
জি চেষ্টা করছিলাম।আসবেন আবার।
প্রথমেই জানাই আপনাকে ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। আর আপনার কন্ঠে কবিতা টা আরো অনেক বেশি ভাল লেগেছে ।খুব সুন্দর করে আপনি কবিতাটি লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
জি মেম,কি লিখলাম বুঝলাম না। আসবেন।
ভাই আপনি যখন গতকাল কবিতাটি আবৃত্তি করছিলেন তখনি অনেক ভালো লেগেছে। আপনি সত্যি অনেক ভালো কবিতা লিখেন। আশা করি এর পর থেকে হ্যাংআউটে রিগুলার আপনার কবিতা শুনতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
আবার আসতে শুভকামনা রইল।