💝 এলো এলো এলো রে বৈশাখ। স্বরচিত কবিতা |10% Benefit for shy-fox.

বৃহস্পতিবার, পহেলা বৈশাখ, ১৪৩৯ বঙ্গাব্দ

এলো এলো এলো রে বৈশাখ।

Picsart_22-04-14_21-32-05-286.png

আলোকচিত্র ধারন @mrnazrul

আচ্ছালামুয়ালাইকুম
আমি @mrnazrul বাংলদেশী বন্ধু।

সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে, আজকে হ্যাংআউটে উপাস্থাপন করার জন্য, একটি স্বরচিত কবিতা লেখে ফেললাম। কবিতাটি আজ পহেলা বৈশাখ কে ঘিরে লেখা। সুযোগ পেলে আমি এটি আজকের হ্যাংআউটে উপাস্থাপন করার চেষ্টা করব। শুনুন তাহলে আমার আজকের স্বরচিত বৈশাখী কবিতা

এলো এলো এলো রে বৈশাখ।

এ জে এম নজরুল ইসলাম

১৫৫৬ সালে মার্চ
মাসের ১০ তারিখ
সম্রাট আকবর বাংলা সন
শুরু করলেন ঠিক।

আকবরের সিংহাসনে বসার দিন
১৫৫৬ এর ৫ নভেম্বর,
এদিন থেকে শুরু হয় বাংলা সন গননা
সিংহাসনে বসার পর।

হিজরি ছিল ৯৯২
সেই সময়ের সাল গননায়,
তারও আগে বাংলা সনের
হদিস পাওয়া যায়।

সপ্তম শতকের রাজা ছিলেন শশাঙ্ক
শুরু করে ছিলেন গননা
পুরা রুপ তার সময়ে
সঠিক যায়না জানা


তার পরেও অনেক জায়গায়,
দেখা গেছে বাংলা সন করিতে গননা
বাংলা সন রুপ পাইনি তখনো।
ইতিহাসে যায় তা জানা।

কে করে ছিল, কে বানিয়েছিল
সেই দিনের সেই পন্জিকা,
ইতিহাসের এই প্রশ্নটির উত্তর
এখনো যায়না জানা।

বাংলা ১৪২৯ সনের
পহেলা বৈশাখ আজ,
পান্তা খেয়ে শুরু হবে আজ
দিনের সব কাজ।

এলো এলো এলো রে
বৈশাখ আজ এলো,
বুড়া ছোড়া সবার আজ ঘুম ভাঙিয়ে গেলো রে
ঘুম ভাঙিয়ে গেলো।

সোনা মতির স্বশান ঘাটে
বসছে আজি মেলা রে বসছে আজি মেলা,
চলো সবাই মেলায় যাই
খাইতে সবার ঠেলারে খাইতে সবার ঠেলা।

ঠেলা খাইরে মেলায় যাইরে
করতে হুড়াহুড়ি,
কোন্টে বাহে তোমরা সবাই
আইসো তাড়াতাড়ি।

কোনটে বাহে "টিনটিন বাবু"
মেলায় যাবি না,
সাথে করিয়ে *শায়ান" বাবুকে
আন্তে কিন্তু ভুলবি না।

শস বাতাসা কিনে দিব
সাথে তাল পাতার বাশি,
নাগর দোলায় চড়িয়ে দিব,
আইস তাড়াতাড়ি ।

নিসকাত হামার হইছে রেডি,
তোরা আইস তাড়াতাড়ি
মাটির হাতি ঘোড়ায় চড়ে,
চলে আসবে বাড়ি।

মঙ্গল শুভযাত্রায় সবাই
করিয়ে গমন,
আনন্দতে উড়তে থাকবে
পরীদের মতন।

ও লাল পরী,তুই দুষ্ট ভারি
আছো তুমি কোথায়,
টিনটিন,সায়ান ও নিশকাত কে
মেলায় নিয়ে যাও।

তোমার পিঠে ভর দিয়ে তারা
মেলায় যেতে চায়।
দুরে থেকোনা লাল পরি
তাড়াতাড়ি আয়।

ও সাদা পরি
তুমি বুঝি এখন আমার রাখোনা আর খোজ।
বৈশাখী মেলায় চলে আসতে
আমায় বলেছিলে কয়েক রোজ।

জমছে মেলা সাজছে মেলা
লোকে লোকারন
আনন্দে ভেশে করছে মাস্তি,
হাসছে অকারন।

পহেলা বৈশাখ হ্যাং আউটে,
বসেছে বৈশাখী মেলা,
কথা হবে মাস্তি হবে
কুইজের সাথে বইবে হাসির ফোয়ারা।

আজ আমাদের হ্যাং আউটে
যাহারাই আছেন ভাই,
বাংলা সন ১৪ ২৯ এর
বৈশাখী শুভেচ্ছা জানাই।

বন্ধুরা

এই ছিল আমার, আজ পহেলা বৈশাখ নিয়ে কিছু ছন্দ মালা। আশাকরি ভাল লাগবে।

সাথেই থাকুন।

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography,Digital art.
DeviceWalton Primo-R6 Max
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 3 years ago 

বৈশাখ নিয়ে কবিতাটি পড়তে দারুন লাগলো।। আপনি খুবই সুন্দর ভাবে ছন্দ আকারে লাইনগুলো মিলিয়ে লিখেছেন। যা পড়তে বেশ ভালো লেগেছে আমার কাছে।।
শুভকামনা রইল আপনার জন্য।।

সাজানোর চেষ্টা করছি। লেখা যে ভাল হয়না, তর কিছু বললেন নসা।

 3 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হলাম। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে সবসময় স্বাগতম।আসলে কবিতা তো না, কিছুটা ছন্দ মিলাইলাম।

 3 years ago 

আজ আমাদের হ্যাং আউটে
যাহারাই আছেন ভাই,
বাংলা সন ১৪ ২৯ এর
বৈশাখী শুভেচ্ছা জানাই

হা হা অনেক সুন্দর। আপনাকেউ শুভ নবর্ষের শুভেচ্ছা নজরুল সাহেব। পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখ নিয়ে দারুণ একটা কবিতা রচনা করেছেন। পড়ে অনেক কিছু জানতে পারলাম। অনেক সুন্দর। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

আমি গর্বিত, আপনি কিছু বলছেন।যা আমার কামনা।দোয়া নিয়ে সবসময় আসতে স্বাগতম।

 3 years ago 

আপনি সত্যিই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা টি শিক্ষা মূলক। বাঙালি জাতির প্রিয় দিন এটি। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার শুভেচ্ছা পাঠিয়ে দিলাম।আপনাকে আবার আসতে
দাওয়াত দিলাম।

 3 years ago 

বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন।তবে নিশকাত হবে না,যদি আমার ছেলের নাম হয় মিশকাত হবে।😊😊।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।শুভেচ্ছা রইলো।

আমার ছোট মেয়ের নাম " নিহার নাইমা নিশকাত"
আপনার ছেলের নাম মিশকাত,তাতো জানতাম না। এবার সুযোগ হলে ওকেও মেলায় নিয়ে যাবো।দোয়া করি বাবুর জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি আঞ্চলিক ভেদে অনেক সুন্দর ছিলা যা আমার কাছে অনেক ভালো লাগে।

শস বাতাসা কিনে দিব
সাথে তাল পাতার বাশি,
নাগর দোলায় চড়িয়ে দিব,
আইস তাড়াতাড়ি ।

বাতাসা কিন্তু খেতে অনেক ভালো লাগে । আমি যে বারে মেলায় যাই না কেনো প্রথমে বাতাসার দোকান খুজতে থাকি।
অনেক সুন্দর ছিল কবিতা শুভকামনা রইল

আসলে মেলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন সছ,বাতাসা আর গুড়ের জিলাপি। আসতে ভুলবেন না।

 3 years ago 

প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাই। নববর্ষের নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।শুভকামনা রইল।

নববর্ষের শুভেচ্ছা। জি, ভাল মন্দ ভাবি লেখার চেষ্টা করিনি। ছন্দ মিলে লেখলাম। এই আর কি।

 3 years ago 

নববর্ষ নিয়ে আপনার কবিতাটি অনেক শিক্ষামূলক একটি কবিতা ছিল। বিশেষ করে বাংলা সনের আগমনের প্রতিটি ভাব আপনি তুলে ধরেছেন। অনেক চমৎকার করেই এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

চেষ্টা করে যাচ্ছি। কবিতা তো নয়,কিছু কথা বলার চেষ্টা দোয়া করবেন।

 3 years ago 

পহেলা বৈশাখ নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য শুভ নববর্ষ।

প্রথমে কবিতা টি পড়ার জন্য আপনাকে সবসময় অভিনন্দন।

 3 years ago 

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার ঐতিহ্যের সকল ইতিকথা আপনার কবিতার মধ্যে তুলে ধরেছেন। অনেক সুন্দর হয়েছে কবিতার শব্দগুলো অনেক ভাল ছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এসে কবিতা পড়ে মন্তব্য করায়,আমি আনন্দিত। স্বাগতম

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94375.91
ETH 3269.46
SBD 6.76