📱 একটা কিছু || 10% benefit for @shy-fox.
শুভেচ্ছা
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ রাতে আরও একটি পোস্ট লেখার চেষ্টা করছি।
ঘুমোতে আরও ঘন্টা খানেক দেরি। তাই এমন প্রচেষ্টা।
মানুষ নিয়মিত কর্মে পরিচিতি পায় বা পেয়ে যায় এটাই স্বাভাবিক।
সাধারন ভাবে, প্রবেশিকা পাশের পর, ভাল ফলাফল কারি ছাত্রদের সাক্ষাৎকারে, উত্তর শুনতে পাই যে, কেউ ডাক্তার আবার কেউবা ইঞ্জিনিয়ার হতে চায়।
সামান্য সময়ের ব্যবধানে জানা যায়, ঐ ভাল ছাত্ররা অনেকেই কলেজের গন্ডি পার হতে পারে নাই। কারন কি? উত্তর একেবারে অজানা।
উত্তর খোঁজার চেষ্টায়ও মেলে গোজামিল।
কেন এমনটা হয়? কি উত্তর আছে আপনার কাছে?
দায়সারা উত্তরের অভাব নাই!
ওর বাপের টাকা নাই। বাবা নাই। বড় ভাই-বোন, খরচ দেয়না। প্রেম করে নষ্ট হয়েছে। খারাপদের সাথে মিশে খারাপ হয়েছে ইত্যাদি ইত্যাদি।
আমরা কাজের লোকদের মারধর করি। আবার ঘরের ভিতর বসে, কাজের লোকদের সাথে ভাল ব্যবহার শিখতে বই পড়ি।
আমরা ঘুষ খাই। আবার সিগারেট খাওয়া পছন্দ করিনা। আমরা সুদ খাই, আবার ভিক্ষুকের দেখতে পারিনা।
আমরা সমাজ পরিবর্তনের শ্লোগান দেই। আবার মেয়ের বয়সী, মেয়ে দেখলে কামনার লোলুপতায় বিভোর হয়ে যাই।
আমরা লেখতে জানিনা। তারপরও আমার লেখার মত, আবোল তাবোল লিখে, নিজেকে কবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি।
বন্ধুরা
আবোল তাবোল লিখে ফেললাম, সরি।।
আর বাড়াবো না। বাড়াবো কি করে? আমার ঝুলিতে তো আর মালই নাই। হাহা হাহা।
কয়েকদিন আগে দুপুরে বাড়িতে প্রবেশ করলাম। এখানে আরও একটি তিন সদস্যের পরিবার থাকে। এই জিনিসটা মাজতেছিল।আমাকে দেখেই ছবি তুলব কিনা,জিজ্ঞেস করলাম।
আমি বললাম, এদিকে নিয়ে আসেন। মাজাঘষার পর দিবে বলল। এটা তার দাদা শ্বশুর, জনৈক জমিদারের ছিল।তার শ্বশুর মারা যাওয়ার পর ভাগে পেয়েছে।
কয়েকটি ছবি তুললাম। নাম জানেনা,বলল এটাতে সুগন্ধি রেখে ব্যবহার করা হয়েছিল। এর বয়স দেড়শ বছরের উপরে হবে।
এর স্মৃতি টুকু ধরে রাখতে, শেয়ার করছি।
দেখুন, মন্তব্য করুন।
Best Regard By @mrnazrul, Bangladesh.
Device : Walton Primo-6 Max.
w3w Location
https://w3w.co/collaborated.trances.outputs
Regards
উচিত কথা গুলোই তুলে ধরেছেন আপনি।এ সব কিছু পরিবর্তন এর আগে নিজেকে পরিবরতন খুবই জরুরী।ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।
আপনি যা লিখেছেন একেবারে বাস্তবতা। আমরা একটি অনৈতিক কাজ ঘুষ খায় এবং আরেকটি অনৈতিক কাজ বা হারাম বিড়ি খাওয়া কে ঘৃণা করি। প্রকৃতপক্ষে দুটোই কিন্তু এক। এমন আরো কিছু কঠিন বিষয় সহজ সুন্দর ভাবে আপনি আপনার পোস্ট উপস্থাপন করেছেন।খুবই সুন্দর পড়ে অনেক ভালো লাগলো।
পোষ্টির মধ্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বাস্তবতা ফুটে উঠেছে,
আপনি অল্প কিছু লিখেছেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল।অনেক ভালো ছাত্ররা পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে না থাকায় সফলতার এগোতে পারে নাহ।ভালো লাগলো আপনার লেখনি পড়ে ধন্যবাদ।❤️❤️
যা বুঝলাম, লেখার চেষ্টা করালাম। আবার আসতপ দাওয়াত রইল।
আপনি তো অনেক মজার লোক ভাই, যা বলার বলে নিয়ে পরে বলছেন আবল তাবল বলে ফেললাম। আমার সবচেয়ে ভালোলাগে আপনার উচিৎ কথার অভ্যাস। যেমন =আমরা লেখতে জানিনা। তারপরও আমার লেখার মত, আবোল তাবোল লিখে, নিজেকে কবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এই কথাটা ভাল্লাগছে। আর ফটোগ্রাফির ওই জিনিসিটা অনেক ভাবিয়েছে। কত আগের জিনিস তাই না ভাই? এত সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি শৌখিনতা কোথায় পেলেন বুঝলামনা।
হু, বুঝছি ওটা আপনার মনের টা। আপনার আগমন শুভেচ্ছায় স্বাগতম।