হঠাৎ কবি আপুর সাথে দেখা || সেলিনা সাথী আপু||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কবি আপুর সাথে দেখা
  • ১৪,নভেম্বর ,২০২৩
  • মঙ্গলবার


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব আমাদের সবার পরিচিত মুখ যাকে আমরা এক নামে চিনি কবি আপু বলে @selinasathi1 তার সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার মুহূর্ত। ঘড়ির কাটায় তখন সময় ১১:১৮ মিনিট। হঠাৎ একটি নাম্বার থেকে ফোন প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করছে রাহুল নাকি আমি বললাম জ্বি। বলতেছে আমি সাথী নাম বলার সাথে সাথে কন্ঠের সাথে মিলিয়ে আমি চিনে ফেলেছি। তারপরের কথা, আমি আপনাদের এলাকায় আসতেছি, আমি বললাম কোথায় কখন আপু বললো যে কুঠিবাড়িতে যাব এখন আমরা নদী পথে পাবনা থেকে রওনা দিয়েছি। আমি বললাম ওকে আপু চলে আসেন আমরা যারা আছি সবার সাথে কন্টাক করে আপনার সাথে দেখা করতেছি। হঠাৎ করে এমন ফোন পেয়ে বেশ চমকে উঠেছিলাম কোথা থেকে আসলো হুট করে।


IMG20231114154004.jpg

তারপর তার সাথে কথা বলা শেষ করে আমি আমার বন্ধুদের এবং এক বড় ভাইকে ফোন দিলাম এবং তাদেরকে বিষয়টা জানালাম। তারপর জানতে পারলাম @ashikur50 ভাইয়ের কাছেও ফোন দিয়েছিল আপু। বাহ বেশ ভালই হল তাহলে সবাই একসাথে প্রথম দেখা করা যাবে সাথি আপুর সাথে। তারপর বাসায় গিয়ে গোসল করে দ্রুত রেডি হয়ে @aongkon, @kazi-raihan, @asikur50 আমরা সবাই একসাথে চারজন মানুষ তিনটা বাইক নিয়ে কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমরা ভেবেছিলাম আমরা হয়তো তাদের আগে পৌঁছাতে পারবো না কিন্তু আমরা তাদের আগে কুঠিবাড়িতে পৌঁছে যায়। আমরা কুঠিবাড়িতে গিয়ে সাথী আপুকে ফোন করতেই জানালো অল্প কিছু সময় লাগবে। তার দুই থেকে তিন মিনিট পর সাথী আপু ফোন দিয়ে বলে আমি চলে আসছি পিছন গেটে। আমরা সেখানে গিয়ে দেখি আপু বসে আছে তার সাথে আরো চারজন ছিল আমরা সবাই তাদের সাথে পরিচিত হই এবং আস্তে আস্তে কুঠিবাড়ির মেন গেটের দিকে এগোতে থাকি।


IMG-20231114-WA0009-01.jpeg


আপুর সাথে সাক্ষাৎ
Device : Realme 7
What's 3 Word Location :


কুঠিবাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে সবার সাথে একটি ছবি উঠায় । ছবি আমাদের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে তাই ছবি উঠাতে তো হবেই। তারপর আমরা ভেতরে প্রবেশ করব সাথী আপুর সাথে এসেছিল এক ভাইয়া তার পরিচিত একজন ছিল তাই আমাদের টিকিট কাটতে হয়নি। আমরা সবাই আস্তে আস্তে কুঠিবাড়ির দিকে এগোতে থাকি ঠিক আরেকটি গেটের আগে সাথী আপুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেই।


IMG-20231114-WA0006.jpg


তাকে ফুল দেওয়ার মুহূর্ত
Device : Canon 200d
What's 3 Word Location :


তখন বেশ গরম ছিল ঘড়ির কাটায় সময় দুইটার কাছাকাছি। আমরা আস্তে আস্তে কুঠিবাড়ির দিকে এগোতে থাকি সোজা রাস্তা চলে গেল কুটির বাড়ির দিকে। আরেকটি রাস্তা দিয়ে আমরা পুকুর পাড়ে চলে যাই। যেহেতু রোদ ছিল তাই আমরা নিরিবিলি একটি স্থানে বসে কিছু সময় আড্ডা দিব সেজন্য পুকুর পারটা অনেক ভালো জায়গা মনে হয়েছে। আমরা সবাই পুকুর পাড়ে গিয়ে অনেক সময় বসে বিভিন্ন ধরনের গল্প করতে থাকি এবং সাথী আপু আর আরেকটি ভাইয়া দুজনে আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনায়। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আর কবিতার মাঝে হারিয়ে যাচ্ছিলাম।

IMG-20231114-WA0010.jpg

IMG-20231114-WA0004.jpg


পুকুরপাড়ে আড্ডাময় সময়।
Device : Realme 7
What's 3 Word Location :

তাদের কন্ঠে কবিতা অসম্ভব সুন্দর লাগছিল ।কবিতার মাঝেও যে হারিয়ে যাওয়া যায় এমন আবৃতি না শুনলে বুঝতেই পারতাম না ।অসম্ভব সুন্দর পরিবেশের সাথে তাদের আবৃত্তি বেশ দারুণ ছিল। আমরা এখনো রবীন্দ্রনাথ ঠাকুর এর যে আসল বাড়ি যেটা জাদুঘর নামে পরিচিত। যার মাঝে তার স্মৃতি বিজড়িত জিনিসপত্র আছে সেখানে এখনো প্রবেশ করিনি। তাই এখানে আর বেশি সময় না কাটিয়ে আমরা ভাবলাম জাদুঘরে প্রবেশ করব। তার আগে পুকুর পাড়ে এখানকার শিল্পীগোষ্ঠী গান করে তাই আমরা গানের আসরে একটু বসবো এবং তাদের সাথে গানের আড্ডায় মেতে উঠবো সেজন্য আমরা সেখানে চলে যাই। আমরা তাদের সাথে গোল হয়ে বসে পড়ি এবং চার থেকে পাঁচটা গান আমরা উপভোগ করি সময়টা অসম্ভব সুন্দর ছিল এবং এমন পরিবেশে গান শুনতে বেশ ভালো লাগছিল।


IMG-20231114-WA0022.jpg

IMG20231114150132.jpg

IMG20231114145852.jpg


গানের আসরে আমর।
Device : Realme 7
What's 3 Word Location :

আমরা গানের পর্বটা শেষ করে শিল্পীদের থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই কুঠিবাড়ি জাদুঘরে অর্থাৎ যেটা আসল বাড়ি যেখানে স্মৃতি বিজড়িত অনেক কিছুই রয়েছে এটা এখন ঘুরে দেখব। এর আগেও অনেক এসেছি তবে আপুদের সাথে ঘুরাঘুরি করতে আলাদা একটি মজা পাচ্ছি। আমরা কুঠিবাড়িতে প্রান্ত থেকেও প্রান্ত এবং ঘরের মধ্যে বেশ ঘুরাঘুরি করি এদিক সেদিকের ফটোগ্রাফি করি। অনেক সময় ঘুরাঘুরি করার পর আমরা একসাথে কিছু ছবি উঠায় এবং আশেপাশের প্রকৃতি দেখতে থাকি।

IMG-20231114-WA0019.jpg

IMG-20231114-WA0017.jpg


কুঠিবাড়ি
Device : Realme 7
What's 3 Word Location :


তারপর আমরা চলে আসি গেটের বাইরে আর যেহেতু বিকেল হয়ে গিয়েছে দুপুরের খাবার খাওয়া হয়নি তাই আমরা সিদ্ধান্ত নেই কোথাও বসে খাবার খেতে খেতে আরো কিছু সময় গল্প করবো। এখানে আশে পাশে তেমন ভালো রেস্টুরেন্ট নেই তাই একটু দূরে গাড়ি নিয়ে চলে যাই খাবার খাওয়ার জন্য। আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে যায় খেতে খেতে বেশ কিছু সময় গল্প করি। আপুর সাথে অনেক ধরনের গল্প হল বেশ ভালো লাগছিল খাবার শেষ হওয়ার পর কিছু সময় বসি কিন্তু তাদের তো আবার চলে যেতে হবে এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে থাকার কোন অবস্থা নেই তাই আমরা আর দেরি না করে নিচে চলে আসি।


IMG-20231114-WA0015.jpg


বিদায় বেলায়।
Device : Realme 7
What's 3 Word Location :


তারা আবার শিলাইদহ ঘাট পার হয়ে পাবনাতে চলে যাবে। তাই রাত হয়ে গেলে তারা নৌকা পাবে না সেজন্য আর দেরি না করিয়ে বিদায় জানিয়ে একটি অটোতে উঠিয়ে দেই। আজকের দিনটা অসম্ভব সুন্দর ছিল হঠাৎ করেই আপুর আগমনে আমরা একসাথে হয়ে অনেক সময় কাটিয়েছি বেশ ভালো লাগছিল। বিশেষ করে গানের মুহূর্ত এবং তাদের সাথে ঘোরাঘুরি ও তাদের কন্ঠে কবিতা শোনার মুহূর্ত অসম্ভব ভালো ছিল। হঠাৎ করে এসে সারপ্রাইজ টা বেশ ভালো ছিল আমরা বেশ মজা করেছি। ধন্যবাদ আপু আমাদের সাথে এত ভালো সময় কাটানোর জন্য।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আসলে এই মুহূর্তটা আমি মন্তব্য করে বোঝাতে পারবো না। তবে সহজ কথা এতোটুকুই বলতে চাই আমরা অনেক ভালো সময় পার করেছি আর সেরা কিছু সময় পার করেছি।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এসব কিছুর মন্তব্য করে বোঝানো যায় না। বেশ ভালো সময় পার করেছি সত্যিই আমরা।

 last year 

বোঝা যাচ্ছে দারুন একটা সময় কাটিয়েছেন। আপুর ডিপিতে আমি ছবি দেখে অবাক হলাম।আপু হঠাৎ করে এসেছেন আমাদের রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে ঘুরতে আপনারা সঙ্গ দিতে পেরেছেন দেখে ভাল লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া বেশ ভালো সময় কাটিয়েছি আমরা। আপু অনেক মজার মানুষ আমাদের সাথে বেশ মজা করেছে আমরা সময়টা অনেক এনজয় করেছি।

 last year 

হঠাৎ করে আপনাদের দেখা হয়েছে এবং পুরো দিন অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন যা দেখে বোঝা যাচ্ছে। সেলিনা সাথী আপুর সাথে অনেক ঘুরাঘুরি করা হয়েছিল দেখছি। খাওয়া দাওয়া করার সময়ও গল্প করেছিলেন জেনে ভালো লাগলো। আপনার সম্পূর্ণ পোস্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

জি ভাইয়া একদম হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে। ফোন দিয়ে বলতেছে আপনাদের এলাকায় আসতেছি আমরা আর কি করে বসে থাকি বলেন। তাই আপুর সাথে মজা করার জন্য চলে গিয়েছি।

 last year 

আমার ইচ্ছে আছে, কয়েকটা দিনের জন্য তোমাদের পুরো গ্রুপের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাব। বেশ ভালো লাগলো সাথী আপু কে তোমাদের সঙ্গে দেখে।

সকলের জন্য শুভেচ্ছা রইল 🙏❤️

 last year 

অবশ্যই ভাই আমাদেরও ইচ্ছা হচ্ছে আপনার সাথে আড্ডা দেওয়ার। এই বছরে ডিসেম্বর মাসে শেষের দিকে আমাদের কুষ্টিয়াতে চলে আসুন অনেক অনেক মজা করবো আপনার সাথে।

 last year 

ইনশাআল্লাহ ভাইয়া একদিন সময় করে চলে আসেন অনেক বেশি ঘুরাঘুরি হবে সাথে লালন গীতি গানের আড্ডা হবে। আমাদের ইচ্ছা আপনার সাথে বসে আড্ডা দেওয়া। ঢাকাতে দেখা হয়েছিল কিন্তু ওভাবে আড্ডা দেওয়া হয়নি।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইরে ভাই এতো দেখছি স্টিমিট পরিবার। আপনারা তো দেখছি বেশ ভাগ্যবান মানুষ। এত গুলো আমার বাংলা ব্লগের ইউজার সাথী আপু কে দেখে নিলেন। শুনে একবার মনটা খারাপই হলো। ইস্ আমি যদি থাকতাম। পরে আবার ভাবলাম এমন কোন একদিন আমি পাবো। বেশ ভালো লাগলো পুরো পোস্ট পড়ে।

 last year 

একদম হুট করে দেখা হয়ে গিয়েছে ।হঠাৎ সকালে ফোন দিয়ে বলতেছে আপনাদের এলাকায় আসতেছি আমরা আর বসে না থেকে চলে গিয়েছে দেখা করতে। আমরা একসাথে মোটামুটি অনেক জন আছি সবাই দেখা করতে পারিনি ব্যস্ত থাকার কারণে

 last year 

আজকে দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বন্ধু। সারাটা দিন অনেক সুন্দর কাটিয়েছিলাম। এমন সুন্দর দিন আমাদের জীবনে বারবার ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোষ্ট বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

 last year 

হুম বন্ধু দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে বেশ মজা করেছি। গানের আড্ডা জমজমাট ছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি কথা বলতে আজকের দিনটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।আমার বাংলা ব্লগ কুষ্টিয়া পরিবারের পক্ষ থেকে আজকে আমাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।তোমাদের সাথে ঘুরাঘুরি মজার মজার গল্প করা সেলফি তোলা এরকম মনোরম পরিবেশে একসাথে হওয়া সত্যিই খুবই চমৎকার একটি দিন ছিল।তাছাড়া তোমাদের আতিথিয়তায় আমরা সকলেই মুগ্ধ।তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।সেই সাথে আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।তিনি সহযোগিতা করেছিলেন তোমাদের সাথে যোগাযোগ করার জন্য।তোমাদের সাথে থেকে মনে হয়েছে আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি।তোমরাও বেড়াতে এস আমাদের নীলাঞ্চলে।নিমন্ত্রণ দিয়ে রাখলাম।স্মৃতির ভান্ডারে যোগ হল আরো কিছু স্মৃতি।♥♥

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু হঠাৎ করে এসে এভাবে সারপ্রাইজ দিয়ে মুহূর্তটাকে অনেক আকর্ষণীয় করে তোলার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বোঝাই যাচ্ছে সেলিনা সাথী আপুর সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আসলে এরকম মানুষের সঙ্গে সময় কাটাতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। রীতিমতো অবাক হয়ে গেলাম যে আপু কুষ্টিয়াতে এসেছে এর আগে আপুর সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে ছিল তবে বাসায় না থাকার কারণে এবারও মিস হয়ে গেল দেখছি। অনেক ঘোরাঘুরি করেছেন কবিতা শুনেছেন গান শুনেছেন অবশ্যই দারুন একটা মুহূর্ত ছিল। আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

জি অনেক বেশি মজা পেয়েছিলাম। তুমি যদি থাকতে আরো বেশি ইনজয় হতো ওরা ঘোরাঘুরির সময় এটা বেশ মজাদার হয়ে উঠতো। হ্যাঁ কবিতার টি দারুন হয়েছিল

 last year 

আপনি সেলিনা সাথি আপুর সাথে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।আর কুঠিবাড়িতে আপনারা বেশ কয়েকজন ভেরিফাইড ইউজার সুন্দর সময় কাটিয়েছেন।

 last year 

জি ভাইয়া অনেক ভালো সময় কাটিয়েছি। মুহূর্তগুলো অনেক আকর্ষণীয় ছিল। আপুর সাথে কাটানো সময়টা স্মরণীয় হয়ে থাকবে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87