ঘুরে এলাম দ্যা স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে পর্ব-০২ ||১০% লাজুক খ্যাকের জন্য
আজ - ১১ই চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ |শুক্রবার| বসন্তকাল
আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম আমার ভ্রমণ-কাহিনী দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে স্বপ্নদ্বীপ রিসোর্টে গিয়েছিলাম এবং কিছু সময় অতিবাহিত করেছিলাম আজকে আলোচনা করবো বাকি বিষয়গুলো নিয়ে। আমার ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে কারণ ভ্রমণ করলে মন ভালো হয়ে যায়। বিভিন্ন পরিবেশে গেলে ওই পরিবেশের মানুষ কেমন সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় এতে জীবন চলার পথে অনেক কাজে দেয়। গত পর্বে স্বপ্নদ্বীপ রিসোর্ট এর কিছু অংশ দেখিয়েছিলাম আপনাদের মাঝে এ পর্বে দেখাবো বাকি সুন্দর্যবধক কিছু জিনিস যা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই একটু ক্লান্তি ভাব ছিল কিছু সময় বিশ্রাম গ্রহণের পর বাকি অংশটুকু ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয় ।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
প্রথমেই দেখা মেলে একটি পরী বানিয়ে রেখেছে ।পরীটির হাতে ফুলের মালা দিয়ে রেখেছে হয়তো পরীটি ফুলের মালা কাউকে দিতে চায় তাই সেই অপেক্ষা করছে তার সেই মানুষটার জন্য। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ বিষয়টা দেখতেও বেশ দারুন লাগছিল।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
তারপর ওখান থেকে বের হয়ে সামনের দিকে এগোতে থাকে সামনে এগোতে এগোতে একটি স্থানে কৃত্রিমভাবে তৈরি করে রেখেছে অনেকগুলা পাখি পাখি গুলো গাছের ডালে বসে আছে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
আমরা ওখান থেকে বের হয়ে সামনের দিকে এগোতে থাকি। সামনে কৃত্রিমভাবে তৈরি করে রেখেছে ঝর্ণা এবং সেখানে তৈরি করে রেখেছে বড় একটি ডাইনোসর সৌন্দর্য উপভোগ করার জন্য সামনের ছোট একটা সেতু তৈরি করে রেখেছে যা দেখতে অসাধারণ লাগছে ।আমি ওখানে গিয়ে আমার একটি ছবি উঠায় স্মৃতি হিসেবে রেখে দেয়ার জন্য।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
ওখানে ছবি ওঠার পর সামনের দিকে চোখ পড়তেই দেখা মেলে অনেক বড় একটি বিল্ডিং সেখানে রয়েছে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা। এখানে রুম পাওয়া যায় যারা রাতে থাকতে চাই তাদের জন্য অনেক সুন্দর সুন্দর রুম আছে এবং রাতের পরিবেশটা হয়তো অনেক সুন্দর হবে আমরা যেহেতু থাকি নি তাই এটা নিয়ে বিস্তারিত বলতে পারলাম না।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
ওখান থেকে বের হয়েই পাশে আরেকটি জায়গাতে যাই সেখানে গিয়ে দেখি ঘোড়ার উপর বসা এক সৈনিক এর মূর্তি বানিয়ে রেখেছে। সৈনিকটির হাতে একটি লম্বা ছুরি আমি ওইটার কিছু ছবি উঠাই তারপর ওখান থেকে বের হয়ে আসি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
তারপর অনেক ক্লান্ত হয়ে যায় ঘোরাঘুরি করতে করতে তাই রিসোর্ট এর ভিতরের সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে ।আমরা সেখানে গিয়ে অনেক সময় বিশ্রাম গ্রহণ করি এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। অনেক সময় ঘুরাঘুরি করার পর প্রায় সবদিকে ঘুরাঘুরি শেষ হয়ে যায় তাই আর সময় নষ্ট না করে আমরা বের হয়ে আসি রিসোর্ট থেকে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।
অনেক সুন্দর একটি রিসোর্টে ঘুরতে গিয়েছেন তো। অনেক সুন্দর একটি ভাস্কর্যের ফটোগ্রাফি দিয়েছেন। এমনকি প্রত্যেকটা জিনিস খুবই অসাধারণ লাগলো আমার কাছে। দেখেই তো আমার কাছে এই জায়গায় যেতে ইচ্ছে করছে। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটা মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
লোকেশন দেওয়া আছে চলে আসেন। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
সন্দ্বীপ রিসোর্টটি দেখতে আসলেই অনেক সুন্দর। এখানে মনে হয় যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কেননা আপনি আমাদের সাথে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই অনেক সুন্দর জায়গা। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
স্বপ্নদ্বীপ রিসোর্টে আপনি খুবই সুন্দর একটি সময় পার করেছেন। আগে থেকে আমাকে বললে আমি আপনার সাথে যেতাম। স্বপ্নদ্বীপ রিসোর্ট দেখে মনে হচ্ছে খুবই মিস করেছি না গিয়ে। রেডি থাকেন নেক্সটাইম গেলে অবশ্যই আপনাকে আমার সঙ্গে যেতে হবে।
পরবর্তী সময় আপনাকে অবশ্যই বলা হবে। গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
রিসোর্টটি দেখতে চমৎকার। তবে এই ধরনের জায়গাতে আমার দু-এক দিন থাকার ইচ্ছা আছে। কারণ আমার মনে হয় এখানে রাতের পরিবেশটা অনেক ভালো হবে। ঘোরাফেরার জন্য এই ধরনের রিসোর্ট গুলো বেশ ভালো। এখানে সুন্দর সময় কাটানো যায়। আপনারাও সময়টা ভালোই উপভোগ করেছেন সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
আমারও থাকার ইচ্ছা আছে ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ আপনাকে
আমি চিন্তা করছি পরিটা মনে হয় মালাটা আমাকে দিতে চাইছে। তাই কাউকে দিচ্ছে না হাহাহহাহহা। অসম্ভব সুন্দর ছিলো প্রিয় ভাই। তবে পরিটা কিন্তু আসলেই পরির মতই 🥰🥰🥰🥰
হবে হয়তো তাইলে এসে নিয়ে যান মালাটা এতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছে। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সেটা আপনার পোস্ট এর ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনি এর আগেও আমাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনি আজকে দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের কাছে উপস্থাপন দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের মানুষের এত সুন্দর একটি মুহুর্ত শেয়ার করার জন্য
ঠিকই বলেছেন অনেক দারুন সময় কাটিয়ে ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
জায়গাটা অনেক সুন্দর সেটা আপনার পোস্টের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায়। কৃত্রিমভাবে তৈরি করা ঈগল এবং শকুনের মূর্তি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাছাড়া ছবিতে আপনাকেও কিন্তু ড্যাশিং হিরোর মত লাগছে। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
হাহাহা । কি যে বলেন ভাই। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আরে ভাই যেটা সত্যি সেটাই বললাম তো।
খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। রিসোর্ট টা দেখতে আমার খুবই ভালো লেগেছে। রিসোর্টের ভিতরের পরিবেশ খুবই সুন্দর। বিশেষ করে পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাইয়া রিসোর্টটা ভেতরে প্রবেশ সত্যি মনমুগ্ধকর ছিল। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।