শখের ফটোগ্রাফি পর্ব-৬৩"

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শখের ফটোগ্রাফি
  • ০৩,ডিসেম্বর ,২০২৪
  • মঙ্গলবার


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন প্রকৃতির রূপ।


📸ফটোগ্রাফি📸


1000000408.jpg


Device : Pixel 7
What's 3 Word Location :

যদি থাকো তুমি আমার সাথে
চুড়ি পরিয়ে দেবো তোমার হাতে।
ফুটপাতে এই চুড়িগুলো যখন বিক্রি করে দেখতে অসম্ভব সুন্দর লাগে। বিশেষ করে বিভিন্ন রঙের চুরি হওয়াতে দৃষ্টি আকর্ষণ করে থাকে। সুন্দর জিনিসগুলো ছবি তুলে আপনাদের মাঝে উপস্থাপন করাই হলো আমার কাজ।ঘুরতে গেলে এমন অনেক জিনিস চোখে পড়ে অনেকদিন হলো সেভাবে ঘোরাঘুরি হচ্ছে না।


📸ফটোগ্রাফি📸


1000000055.jpg

1000000059.jpg


Device : Pixel 7
What's 3 Word Location :

সন্ধ্যার পরে সংসদ ভবনের সামনে ঘুরতে গেলে এমন অনেক জিনিসে চোখে পড়বে। হয়তো দেখতে স্বাভাবিক লাগলেও ক্যামেরা বন্দি করলে সেটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। চানাচুর মুড়ি বিক্রি করছে এবং ক্রেতার বেশ ভিড়ও জমে আছে। সন্ধ্যার পর এমন চিত্র সব সময় দেখতে পাওয়া যায়।


📸ফটোগ্রাফি📸


1000000061.jpg


Device : Pixel 7
What's 3 Word Location :

ওয়ালমেট ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে। পথ চলার পাথে রাস্তার ধারে এইগুলোর দেখা মেলা মেলে। দাম বেশি না হলেও এইটা ঘর সাজাতে দারুণ কাজ করে।একসাথে অনেকগুলো ওয়ালমেট থাকলে দেখতে বেশ ভালোই লাগে।


📸ফটোগ্রাফি📸


1000000060.jpg


Device : Pixel 7
What's 3 Word Location :

মানুষের কত প্রতিভা চেহারা দেখে সেটা পেন্সিল স্কেচ করে ফেলতে পারে। বিশেষ করে এসব আর্টিস্ট অনেক বেশি ট্যালেন্ট হয়ে থাকে। সংসদ ভবনের সামনে এদের দেখা সব সময়ই মেলে। এরা একজনের চেহারা দেখে ছবি এঁকে দিতে পারে দেখতে বেশ চমৎকার লাগে।


📸ফটোগ্রাফি📸


1000000783.jpg

1000000782.jpg


Device : Pixel 7
What's 3 Word Location :

এখন শীতকাল শীতের আকাশটা শরতের আকাশের মতোই অসম্ভব সুন্দর লাগছে দেখতে।খোলা আকাশের নিচে বসে আকাশের এই অপরূপ সৌন্দর্য দেখতেও অনেক ভালো লাগে।


আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।




আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা আকাশের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আকাশের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে।

 3 months ago 

1000001820.jpg

 3 months ago 

আপনার আজকের তোলা এই সবগুলো ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আসলেই শরতের আকাশের মতো শীতের আকাশটাও অনেক বেশি সুন্দর। একেবারে শেষে থাকা আকাশের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। আর নানা রকম চুড়ি দেখে তো আরো ভালো লাগলো।

 3 months ago 

নানা ধরনের চুরি নানা ধরনের রূপ। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 3 months ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে চুড়ি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর আকাশের ফটোগ্রাফিও দারুণ হয়েছে। অনেক ভালো লাগলো এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে।

 3 months ago 

আসলে চুড়িগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল বিভিন্ন রঙের হওয়াতে বেশি ফুটে উঠেছে

 3 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে। চুড়ির ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। নীল আকাশের ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

চুড়িগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তাই আর ছবি না তুলে থাকতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 3 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটি ফটোগ্রাফি মাস্টার ক্লাস হয়েছে। তোমার মতো দারুণ ক্যামেরার ফোন থাকলে আমিও ভালো ফটোগ্রাফি করতে পারতাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।

 3 months ago 

তুমি তো একবার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিবা তখন তো ছবি আর ছবি থাকবে না পুরা আগুন হয়ে যাবে।

 3 months ago 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 3 months ago 

জি অবশ্যই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 3 months ago 

আজ আপনি আমাদের মাঝে রেনডম টাইপের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রথম ফটোগ্রাফিতে বাস্তব জীবনের বিভিন্ন চিত্র গুলো আপনি ফুটিয়ে তুলে। শেষের ফটোগ্রাফির দুটো কিন্তু বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 3 months ago 

আমি আবার দেখে ভাবছি রাহুল ভাই চুড়ি কার জন্য কিনছে হা হা। বেশ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 3 months ago 

আসলেই তো আমি চুড়ি কিনে কাকে দিব।
মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86640.78
ETH 2349.73
USDT 1.00
SBD 0.68