RE: আমার লাইফের প্রথম ইফতার উপভোগ করলাম
এক মাস ধরে প্রতিদিন পুরো ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সকল রকমের খাদ্য , পানীয়, সুখ, বিলাস ব্যাসন ত্যাগ করে মহান সৃষ্টিকর্তার উপাসনায় নিজেকে ব্যাপৃত রাখা
আপনি একদম ঠিক বলেছেন দাদা আমরা প্রত্যেকেই চেষ্টা করি দিনের বেশিরভাগ অংশই সকল প্রকার পানাহার ভোগবিলাস থেকে নিজেদেরকে বিরত রাখতে। এই একটি মাস আমরা নানা ধরনের শিক্ষা গ্রহণ করি। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই একটি মাস থেকে শিক্ষা নিয়ে বাকি ১১টি মাস আমল করার জন্য বলেছেন। এই একটি মাস আমাদের সকলের জন্য ট্রেনিং পিরিওড। আমাদের এই এক মাসের ট্রেনিং থেকে আমরা বাকি মানুষগুলোকে জীবন পরিচালিত করার ইচ্ছা পোষণ করি। এই একটি মাস রোজা রাখার ফলে আমরা বুঝতে পারি অসহায় গরীব দুঃখী মানুষের যারা দিনে এক বেলা খেতে পায়না তারা কত কষ্টে জীবন যাপন করে। এই একটি মাসে সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝিয়েছেন ক্ষুধার যন্ত্রণা কতটুকু।
দাদা আপনি রমজান সম্পর্কে অনেক সুন্দর ধারনা লাভ করেছেন এটা জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি সত্যিই একজন উদার মনের মানুষ দাদা।
Thank You for sharing...