ম্যানচেস্টার সিটি কে ৫-১ গোলে হারিয়ে টাইটেল রেসের সম্ভাবনা টিকিয়ে রাখল আর্সেনাল
Credit: YouTube
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ফেব্রুয়ারি ০৪/২০২৫
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন সময়ে খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ফুটবল খেলাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি প্রায় প্রত্যেকদিন রাতেই ফুটবল খেলা দেখি আর সেই ফুটবল খেলার রিভিউ গুলোই আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই শেয়ার করে থাকি। যেহেতু সপ্তাহে একটা করে স্পোর্টস পোস্ট করার মত সুযোগ রয়েছে তাই আমি প্রত্যেক সপ্তাহে অন্তত একটি খেলার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করে থাকে। আজকে আমি তেমনই একটা সুন্দর খেলার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যদিও এই খেলাটা দেখে আমি অনেকটাই আফসোস করেছি কেননা আমরা এমন খেলা কোনভাবেই আশা করেছিলাম না। দুইটা দলই যেহেতু ভালো তাই আমরা সকলেই চিন্তা করেছিলাম যে আমরা খুবই জমজমাট খেলা উপভোগ করব কিন্তু খেলাটা জমজমাট হয়েছে কিন্তু যেমন আশা ছিল তেমনটা হয়নি।
Credit: YouTube
যেমনটা আমরা চিন্তা করেছিলাম খেলাটা তেমনি আকর্ষণীয় হয়ে উঠেছিল প্রথম থেকেই। খেলা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে গোল দিয়ে দেয় আর তারা এগিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই হল্যান্ড আরও একটা গোল দেয় এবং দলকে সমতায় নিয়ে আসে।
Credit: YouTube
হল্যান্ড যদিও একটা গোল শোধ করেছিল তারপরে আর আমরা খেলার মাঝে ম্যানচেস্টার সিটিকে খুব একটা ভালোভাবে খুঁজে পাইনি। আমি যখন খেলা দেখছিলাম তখন যেন আমার কাছে মনে হচ্ছিল যে ম্যানচেস্টার সিটির প্লেয়াররা হারিয়ে গিয়েছে আর শুধু আর্সেনালের প্লেয়ার খেলা করছে।
Credit: YouTube
যেহেতু এই খেলাটা আর্সেনালের ঘরের মাঠে ছিল তাই তারা আরও বেশি উৎসাহ লাভ করেছিল এবং ধারাবাহিকভাবে গোল করতে শুরু করেছিল। খেলা শেষ পর্যায়ে যখন খেলা শেষ হয়ে যায় সেই মুহূর্তে আর্সেনাল ইতিমধ্যেই পাঁচটি গোল দিয়ে দিয়েছিল। আর এরই মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি ৫-১ হেরে যায় এবং টাইটেল জয়ের জন্য আর্সেনাল আরো একধাপ এগিয়ে যায়।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
আগে প্রচুর পরিমাণে প্রিমিয়ার লিগের এসব খেলা দেখতাম ভাই। কিন্তু এখন বিভিন্ন ব্যস্ততার কারণে খেলা দেখা হয় না। ম্যানচেস্টার সিটি গত গত সিজনে অনেক ভালো খেলেছিল। এবারের অবস্থাটা খুব একটা ভালো না। অনেক সুন্দর একটি ফুটবল খেলার রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ম্যান সিটিকে বিধ্বস্ত করে দিয়েছে। এত বড় জয় যেটা সত্যি অবিশ্বাস্য ছিল আর্সেনালের জন্য। ম্যানসিটির এ যাবতকালের সবচেয়ে লজ্জাজনক হার । তারা ২০২০ সালে লেস্টার সিটির সাথে হেরেছিল।