ভ্রমণঃ ড্রাগন ফলের বাগান ভ্রমণ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে স্কুলের একটা কাজে গিয়েছিলাম আমাদের জেলা শহর মেহেরপুরে। আসলে আমাদের স্কুলটাকে আমরা কিন্ডারগার্ডের অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি আর সেই কাজের জন্যই আমি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক জেলা শহরে গিয়েছিলাম। জেলা শহর থেকে আসার পথে হঠাৎ লক্ষ্য করে দেখলাম রাস্তার পাশে খুবই সুন্দর একটা ড্রাগনের বাগান। এর আগে আমি কোনদিন ড্রাগন ফলের বাগান দেখেছিলাম না। লক্ষ্য করতেই দেখতে পেলাম ড্রাগন ফরে সেই বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল যে ফলগুলো বেশিরভাগ পেকে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম বাগানের পাশেই রাস্তার ধারে একজন মানুষ ড্রাগন ফল বিক্রয় করছে। আমি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক সেখানে গেলাম এবং সেই ব্যক্তির কাছ থেকে সকল বিষয় সম্পর্কে খুবই সুন্দর ভাবে ধারণা লাভ করলাম।
সে ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম যে এই বাগানটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছে আর এরই মধ্যেই ফল দিতে শুরু করে দিয়েছে। অন্যান্য এলাকাতে ড্রাগন ফলের দাম কেমন নেয় সেটা আমার খুব একটা জানা নেই কিন্তু আমি এই বাগানের পাশে লক্ষ্য করে দেখলাম যে ড্রাগন ফল বিক্রয় করছে প্রতি কেজি ১৫০ টাকা করে। যদিও আমি ড্রাগন ফলের দাম জানিনা তারপরও এখানকার দামটা শুনে কিছুটা কম মনে হল তাই আমি ২ কেজি মতো ড্রাগন ফল বাড়ির জন্য কিনে নিয়ে আসলাম। বর্তমান সময়ে আপনাদের এলাকাতে ড্রাগন ফলের দাম প্রতি কেজি কত টাকা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বলতে পারব যে এখান থেকে আমি ড্রাগন ফল কিনে লস করেছি নাকি লাভ করেছি।
ড্রাগন ফলের এই বাগানটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কেননা এটা খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। যেহেতু এই বাগানের প্রত্যেকটি গাছ সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এই বাগানে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে লাগানো আছে আর প্রত্যেকটি গাছের সাথে একটি করে ভালো মানের খুটি ব্যবহার করা হয়েছে যেন গাছটি পড়ে না যায়। আর আমি আর একটুও ভালোভাবে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরেছে। এর আগে আমি কোনদিন ড্রাগন ফলের বাগান ই দেখেছিলাম না আর বাগানে এত সুন্দর ফল দেখব কিভাবে। যেহেতু প্রথমবারের মতো আমি এমন সুন্দর একটা ড্রাগন ফলের বাগান দেখতে পেলাম তাই আমি তখনই চিন্তা করেছিলাম এই বিষয়টা আপনাদের মাঝে আজকে আমি পোস্ট আকারে শেয়ার করব। আর এই কারণেই এই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে পোস্ট এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আবার শেয়ার করা এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকাতে ড্রাগন ফলের দাম প্রতি কেজি কত টাকা সেটা ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
শ্রেণী | ড্রাগন ফলের বাগান ভ্রমণ |
---|---|
ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
পোস্ট তৈরি | @mostafezur001 |
লোকেশন | গাড়াডোব বাজার গাংনী মেহেরপুর |
W3W | https://w3w.co/warrior.bloomed.gladness |
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাঁশবাড়িয়া গ্রাম পার হয়ে এই ড্রাগন বাগানটা। কয়েক বছর এটা তৈরি করেছি আমি জানি। কারণ এখানে আমাদের তাওই বাড়ি। আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছি। অনেক ভালো লেগেছিল এই ড্রাগন বাগান টা দেখতে। কিন্তু ড্রাগনের দাম তো ঠিক জানিনা। কিছুদিন আগে বামুন্দি বাজারে গিয়েছিলাম সেখানে ২০০ টাকা কেজি বলছিল। হয়তো বাগানের দা ১৫০ শো হতে পারে। কিন্তু কিনে এনে আমরা লস করেছিলাম কেউ খাইনি। মুখে দিলে যেন অন্যরকম খারাপ লাগার।
তাহলে তো মনে হচ্ছে আমি কিছুটা লাভ করে ফেলেছি বাগান থেকে কিনে এনে।
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া আমাদের এলাকায় ড্রাগন ফল এই গাড়াডোবে চাষ করা হচ্ছে। এটা আমি আগে থেকেই জানি। তবে আপনি দেখছি সেখানে গিয়ে ড্রাগন ফল ক্রয় করেছেন। আসলে এতে করে জানতে পারলাম সেখানে প্রতি কেজি ড্রাগন ফলের দাম নিয়েছিল ১৫০টাকা। তবে বাজারে তুলনায় সেখানে অনেক কম দামে পেয়েছেন। তাই আপনি 2 কেজি ক্রয় করলেন। ইনশাআল্লাহ আমিও অল্প কয়েক দিনের মধ্যেই যাব গিয়ে এই ড্রাগন ফল কিনে নিয়ে আসবো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ড্রাগন ফল খেতে আমারও অনেক ভালো লাগে আমার ছেলে তো খুবই পছন্দ করেছে।
আপনি খুব সুন্দর ভাবে ড্রাগন ফলের বাগান ভ্রমন করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করছেন।আমাদের এইদিকে ড্রাগন ফলের কেজি ১২০ থেকে ৮০ টাকা করে কেজি নেয়।তবে অন্যান্য অঞ্চলে হয়তো একটু বেশি নিতে পারে, কারণ দাম তো আর সব জায়গায় একরকম থাকে না। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তাহলে তো দেখছি আপনাদের এলাকাতে ড্রাগন ফলের দাম আরো কম।