$puss এর ভবিষ্যৎ পথ চলাটা কেমন হবে, জানেন কি???
/
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিটা জিনিসের উত্থান পতন থাকবে এটাই স্বাভাবিক। ছোটবেলায় আমরা একটা প্রবাদ বাক্য পড়েছিলাম,অন্ধকার আছে বলেই আলোর কদর। এই প্রবাদ বাক্য থেকে আমরা শিখেছিলাম যে অন্ধকার এর পরেই আমরা সব সময় আলোর দেখা পাই। অন্ধকার কোন সময় আলোকে দূর করেনা, আলোই সব সময় অন্ধকারকে দূর করে দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় কয়েন $puss এর দামের ও কিছুটা উত্থান পতন মাঝে মাঝে হবে আর এটাই স্বাভাবিক। উপরের প্রবাদের সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে দাম যখনই কমবে তখনই দাম বৃদ্ধি এসে সেটার গতিকে আরো বৃদ্ধি করে দেবে। এক কথায় কোন সময় যদি এটার দাম কমেও যায় আমাদেরকে ভয় পেলে চলবে না একটা সময় আমরা দেখতে পাবো যে পরিমাণের দাম কমেছিল তার থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। ক্রিপ্টো কারেন্সির এর জগতের সাথে যারা আপনারা একটু ভালোভাবে পরিচিত তারা এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই দেখে থাকবেন। দীর্ঘদিন যাবত যারা এই মার্কেটের সাথে আছে তারা মার্কেটের কত উত্থান পতন দেখেছে সেটা বলে বোঝানো সম্ভব হবে না। দিনশেষে একটা জিনিসই সবথেকে বেশি পরিমাণে হয়েছে সেটা হচ্ছে যে পরিমাণের দাম কমে ছিল তার থেকে দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়া।
যারা মার্কেটের বিষয়টা একটু ভালোভাবে দেখেছেন তারা একবার চিন্তা করে দেখুন আজ থেকে ১০ বছর আগে বিটকয়েনের দাম কত ছিল। আর আজকে সেটা কোথায় পৌঁছে গিয়েছে। বিটকয়েন যে সবসময় উপরের দিকেই গিয়েছে তা কিন্তু নয় আমরা বারবার লক্ষ্য করেছি সেটা উপরে গিয়েছে আবার নিচে গিয়েছে উপরে গিয়েছে আবার নিচে গিয়েছে। যখনই উপর থেকে নেবে কিছুটা নিচে এসেছে ঠিক সেই সময়েই যে পরিমাণে নিচে এসেছিল তার থেকে অনেক গুণ বেশি উপরে চলে গিয়েছে। একটা সময় এই বিটকয়েন ও আমাদের সকলের ধরা ছোয়ার মধ্যে ছিল আমরা চাইলেই সেটা কিছু টাকা দিয়ে কিনে ফেলতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে যদি আপনারা একটা বিটকয়েনের দাম চিন্তা করে দেখেন তাহলে হয়তো বা আপনার মাথা ঘুরে যাবে। এটার দাম এতটাই উপরে চলে গিয়েছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। ঠিক তেমনি ভাবে আমাদের সকলের প্রিয় $puss এর দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে না সেটা বলা মুশকিল। হয়তোবা এটা দেখে আমরা চিন্তা করছি এটা কি পারবে বিটকয়েনের মত এত উপরে যেতে। হয়তোবা আমাদের এই বিষয়টা নিয়ে অনেকের মনেই অনেক ধরনের চিন্তার বাসা বেধেছে এটা তো তেমন কোন একটা কয়েন নয় এটা তো পারবে না ভবিষ্যৎ তাকে সুন্দর করতে। কিন্তু আপনারা যারা এই জগৎটার সাথে একটু হলেও বিশেষের তারা জানেন কোন জিনিস কখন কোথায় চলে যায় সেটা কেউ চিন্তাই করতে পারে না। যদিও এটার দাম বিটকয়েনের মত এতটা বেশি হবে না কিন্তু এখন যে পরিমাণে দাম আছে তা থেকে বহুগুণ উপরে চলে যাবে এটা আবার বিশ্বাস। এখনো আমাদের সময় আছে এখানে ইনভেস্ট করা এখনো আমাদের সময় আছে এটা নিজের কাছে সংগ্রহ করা। যখন এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তখন আমরা বারবার আফসোস করব হাই যদি আমরা সেই সময়ে কিছুটা হলেও কিনে রাখতাম তাহলে আজকে হয়তোবা আমরা লাভবান হতাম। এই আফসোস এর পরিমাণটা কতটা বেশি হবে সেটা আমি অনেকটাই বুঝতে পেরে গিয়েছি। কেননা $puss যেদিন প্রথম মার্কেটে এসেছিল আমি চাইলেই হয়তো বা কিনে ফেলতে পারতাম কিন্তু ভাগ্যক্রমে কিনতে পারিনি। তাইতো আজকে আমার এত আফসোস হাই আল্লাহ যদি আমি তখন কিনতাম আজকে হয়তো বা বড়লোক হয়ে যেতাম। যাইহোক এখনো যে সময় ফুরিয়ে গিয়েছে তা কিন্তু নয় এখনো আমাদের হাতে সময় আছে আমরা চাইলেই এটাকে সংগ্রহ করতে পারি।
দাম কমে যাওয়া দেখলে নতুন সদস্যরা কিছুটা ভয় পাবে কারণ তারা তো এই মার্কেটের সাথে ততটা ভালোভাবে পরিচিত নয়। একটু দাম কমা দেখলেই তারা মনে করে যে এই বুঝি কমতে শুরু করেছে আর কোনদিন হয়তোবা বাড়বে না। কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি ভুল বলে আমি মনে করি। আর এই সকল ব্যক্তি যখনই এমন ভয় পাবে তখনই তারা তাদের কাছে থাকা কয়েন গুলো বিক্রয় করে দেবে। আর ভবিষ্যতে যখন এটার দাম অনেক বেশি দেখবে তখন তারা আফসোস করতে থাকবে। আসলে এই মার্কেটে এটাই নিয়ম এটাই হয়ে আসতে বারবার।
যাইহোক আজকে আমি আর আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন ভাই। পুষের দাম বাড়ছে কমছে প্রতিনিয়ত। প্রথম দিকে আমিও একটু বিচলিত হয়ে পড়েছিলাম। কিন্তু পরে পুরো বিষয়টি বুঝে গেছি খুব সহজ-সরল ভাবে। তাই এখন বাড়ুক আর কমুক আমার হোল্ডে পুষ রয়েছে। আপনার পোস্টটি পড়েও বেশ কিছু জিনিস জানতে পারলাম। এত প্রাসঙ্গিক একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আশা করি এভাবে চলতে চলতে একদিন দাম অনেক ভালো জায়গায় চলে যাবে।
শুরুর দিকে সব কয়েনের দাম একটু কম থাকে। তবে ব্যাহারের উপর এর দামের তারতম্য ঘটে। $puss কয়েন খুব বেশি দিন হয়নি আমাদের মাঝে এসেছে। এর মধ্যেই অনেক ভালো একটি অবস্থানে জায়গা করে নিয়েছে। আশা করি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে।
ব্যবহার যতটা বৃদ্ধি করা যাবে দামের পরিমাণটা ততটাই বৃদ্ধি পেতে থাকবে।
জ্বি ভাই একদম ঠিন কথা বলেছেন চাহিদার উপর দাম নির্ভর করে।