সুপার কাপ এর ফাইনাল ইন্টারমিলন বনাম এসি মিলান
Credit: YouTube
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ০৭/২০২৫
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলা দেখে এবং সেগুলোকেই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। গতকাল রাতে ইন্টারমিলন বনাম এসি মিলন এর মধ্যকার সুপার কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলাটা আসলেই অনেক জমজমাট হয়েছিল। যেহেতু আমরা সকলেই জানি যে এই দুইটা দলই অনেক ভালো আর একই শহরে অবস্থিত হবার কারণে এই দুইটা দলের খেলা অনেক বেশি জমজমাট হয়। তাই সকলেই এই ফাইনাল খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।
Credit: YouTube
প্রথম থেকেই ইন্টার মিলন খুবই সুন্দর খেলা খেলছিল এবং অনেকগুলো সুযোগ তৈরি করে ফেলেছিল গোল দেবার জন্য। প্রথমের দিকে গোল করতে না পারলেও প্রথমার্ধের শেষের দিকে তারা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাই।
Credit: YouTube
হাফ টাইমের পরে খেলা শুরু হতেই ইন্টারভিলেন আরও একটা গোল দিয়ে নিজেদেরকে এগিয়ে নেয়।
Credit: YouTube
দুই গোল খাওয়ার পরে দেখলাম এসি মিলান খুবই ভালো ফুটবল খেলতে শুরু করে দিল। কিছু সময়ের মধ্যেই তারা দুই গোল পরিশোধ করে দেয় আর তারা খেলায় সমতায় ফিরে আসে।
Credit: YouTube
খেলা ঠিক শেষ অংশে অর্থাৎ ৯২ মিনিটে এসি মিলান আরো একটা গোল দেয় এবং জয়ের কিনারায় নিজেদেরকে নিয়ে চলে আসে। আর তারা শেষ পর্যন্ত এই গোলের মধ্য দিয়েই এই ফাইনাল খেলাতে জয়ী হয়ে যায়।
Credit: YouTube
সুপার কাপ এর ফাইনালের এই দুইটা দলের মধ্যকার খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এসি মিলান এবং ইন্টার মিলান দুটি দলই ইতালির খুব বিখ্যাত দুটি ক্লাব। বহুদিন ফুটবল বিশ্বে এরা দাপিয়ে খেলে আসছে। তাই এদের মধ্যে খেলা হলে সেই খেলা ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। এবারের খেলাটি ভীষণ আকর্ষণীয় ছিল। আর সবশেষে এসি মিলান জয়ের হাসি হাসি। আপনি দারুণ সুন্দর করে ধারা বিবরণীর মত খেলার ডিটেইল পোস্ট করলেন।
ইতালির বিখ্যাত দুইটা দল যখন একসাথে মাঠে নামে তখন তাদের খেলা দেখার জন্য সকলেই আগ্রহে থাকে।
দারুন একটি খেলার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার রিভিউটি পড়ে খেলার বিষয়ে বেশ ভালো ধারনা পেলাম। যদিও দুই দলই খুবই শক্তিশালী কারন তারা অনেক ভালো খেলা করে। এসি মিলান জয় পেয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
দুটি দল শক্তিশালী হবার কারণে খেলাটাও অনেক বেশি জমজমাট হয়েছিল।
মিলান ডার্বি মানেই অন্যরকম একটা উওেজনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা একটা ম্যাচ এই মিলান ডার্বি। আমি অনেক আগে থেকেই এসি মিলানকে পছন্দ করি। বিশেষ করে তাদের লিজেন্ড খেলোয়ার দের জন্য। এবং ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। ম্যাচটা বেশ জমাজমাট হয়েছে। কেউ কাউকে ছেড়ে দেয়নি। তবে শেষ মূহূর্তে গিয়ে জয় টা ছিনিয়ে নিয়ে শিরোপা টা নিজেদের করে নিয়েছে এসি মিলান।।