অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য 🌈🌌🔭 | আমার বাংলা ব্লগ কমিউনিটি | নীল আকাশের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামুয়ালাইকুম /আদাব,

'সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার মোবাইল ফোন থেকে তোলা এমন কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। ফটোগ্রাফিগুলো মূলত নীল আকাশের ফটোগ্রাফি। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

[তো চলুন শুরু করা যাক আজকের টপিক পোস্ট নীল আকাশের ফটোগ্রাফি]

[নীল আকাশ ফটোগ্রাফি🌈🌈]

20230611_192939.jpg

*আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন সঙ্গীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়।

*সমুদ্রের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আকাশ; আকাশের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আত্মার অভ্যন্তর।

[নীল আকাশ ফটোগ্রাফি-০১]

IMG20230610180126.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০২]

IMG20230610180805.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০৩]

IMG20230610182019.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০৪]

IMG20230610181943.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০৫]

IMG20230610182416 (1).jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০৬]

IMG20230610173212.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি-০৭]

IMG20230610174536~2.jpg

ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে তোলা। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:-

মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-
মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন প্রোসেসর:- Helio G85
মোবাইল ফোন ব্যাটরী:- 6000 mAh (TYP)
মোবাইল ফোন RAM:- 4.00 GB
মোবাইল ফোন Storage:- 128 GB
মোবাইল ফোন Screen Size:- 6.5 in
মোবাইল ফোন ক্যামেরা:- Font:- 8 MP
মোবাইল ফোন ক্যামেরা:- Rear:- 48 MP+2MP+2MP

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি আপভোট দিয়ে কমেন্টটিতে আপনার মন্তব্য টি জানাবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

*[আল্লাহ হাফেজ]

Sort:  
 2 years ago 

আপনি অনেক দক্ষতার সহিত আপনার ক্যামেরাবন্দি করে নীল আকাশের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে আসলে অনেক সুন্দর ছিল নিল আকাশের ফটোগ্রাফি গুলো মনে হচ্ছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ফেলা আর অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন।। ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে আমার কাছে খুবই ভালো লাগে।।
নিঃসন্দেহে ফটোগ্রাফি ভালো করেছেন তবে আপনার পোষ্টের মধ্যে কোন কোয়ালিটি খুঁজে পেলাম না। আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে অবশ্যই ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা দিতে হয়।
আপনি ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা না দিয়ে আপনার ফোন সম্পর্কে বর্ণনা দিয়েছেন এটা কেমন হলো।।😪😪

 2 years ago 

ভাইয়া আপনি ঠিক বলেছেন সমুদ্রের চেয়েও বড় একটি দর্শন হলো আকাশ। বিশাল আকাশের দিকে তাকালে এবং দেখছো বড় একটি নিশ্বাস নইলে মনে হয় যেন দুঃখ ভরা হৃদয়টা হালকা হয়। যাইহোক সেই সুন্দর আকাশের আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি করে বেশ সুন্দর ছিল। এমন আকাশ আমার বেশ ভালো লাগে।

 2 years ago 

নীল আকাশের এই সুন্দর দৃশ্য সব সময় দেখতে পাওয়া যায় না। প্রকৃতির লীলা খেলায় বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হয় সেগুলো উপভোগ করতে প্রকৃতি প্রেমীরা অপেক্ষায় থাকে। যেমনটা আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নীল আকাশের কিছু ফটোগ্রাফি। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার ছিল। এমনিতে আমার কাছে আকাশের ফটোগ্রাফি দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আমিও মাঝে মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করে থাকি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নীল আকাশ দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আকাশের এত রূপ পরিবর্তন মুগ্ধ হয়ে দেখার মত। আপনি আকাশের আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে খুব ভালো লাগছে। ফটোগ্রাফির সাথে যদি আরও কিছু বর্ণনা করতেন তাহলে পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হতো দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আকাশে যখন সাদা মেঘ উড়ে বেড়ায় তখন আকাশের সৌন্দর্যটা যেন আরো বৃদ্ধি পেয়ে যাই।

 2 years ago 

নীল আকাশের ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমার কাছে নীল আকাশ অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ভাদ্র মাসে আকাশে সাদা মেঘের ভেলা সেই সাথে নীল আকাশ দুটো দেখতে কতটা যে সুন্দর লাগে সেটা আপনার এই ফটোগ্রাফি দেখলেই বোঝা যায়। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অপরূপ সুন্দর নীল আকাশের কিছু ফটোগ্রাফি করেছেন। সত্যিই এই নীল আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

"নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা"আপনার ফটোগ্রাফি দেখে আমার তো এই গানটি গাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। নীল আকাশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সে আকাশে যদি সাদা সাদা তুলোর মতো টুকরো টুকরো মেঘ ভেসে বেড়ায় তাহলে তার সৌন্দর্য দেখলে ভালো লাগাটা অনেক বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ভাই, নীল আকাশের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.033
BTC 92344.28
ETH 2516.85
USDT 1.00
SBD 0.68