গোধূলি বিকেল 📸🌉 | আমার বাংলা ব্লগ কমিউনিটি | পর্ব:-১ by @moshiur69
হ্যালো বন্ধুরা,
সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।
আমি @moshiur69 আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার মোবাইল ফোন থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
[তো চলুন শুরু করা যাক আজকের টপিক পোস্ট গোধূলি বিকেলের ফটোগ্রাফি]
*এখানে যতগুলি ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ছবি আমাদের গ্রাম জুগীরগোফার মাঠ থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিগুলোর মধ্যে দিয়ে আমি আপনাদের মাঝে প্রকৃতির সুন্দর দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করেছি। ছবিগুলো দেখলে কেমন জেন মায়া লেগে যায়।
ছবিগুলো তোলা শেষে সামান্য পরিমাণে এডিট করে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি।
ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে তোলা হয়েছে। আমার মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো:-
**মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-
মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন প্রোসেসর:- Helio G85
মোবাইল ফোন স্ক্রিন সাইজ:- 6.5 in
মোবাইল ফোন ব্যাটারী:- 6000 mAh (TYP)
মোবাইল ফোন RAM:- 4.00 GB
মোবাইল ফোন Storage:- 128 GB
মোবাইল ফোন Font:- 8 MP
মোবাইল ফোন Rear:- 48MP+2MP+2MP
মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ভার্সন:- 13.
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ছবিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি আপভোট এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই সবাইকে নতুন দিনের সুভেচ্ছা জানিয়ে এখানে আমি আমার পোস্টটি শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
গোধূলি বিকেলের দারুণ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গোধূলি বিকেলে সূর্য ডুবে যাবার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিকেলবেলা অপরূপ সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। সত্যি বিকালবেলা মুহূর্তগুলো সত্যি অসাধারণ হয়। আর বিকেলবেলা ভ্রমন করতে আমারও খুবই ভালো লাগে।