নীল আকাশের ফটোগ্রাফি 🔭📸| আমার বাংলা ব্লগ কমিউনিটি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা 👋,

☘️আসসালামুয়ালাইকুম/আদাব,☘️

-----সকলে কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
-----আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে চলেছি নীল আকাশের কয়েকটি অসাধারণ ফটোগ্রাফি। আশা করছি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

[তো চলুন শুরু করা যাক আজকের নীল আকাশের ফটোগ্রাফি পোস্টটি]

[নীল আকাশ ফটোগ্রাফি -০১🌌]

IMG_20230623_113727~2.jpg

-----আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নীল আকাশের ১০ অসাধারণ ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ছবিগুলো শুক্রবার অর্থাৎ কালকে সংগ্রহ করা হয়েছে, অনেক ব্যস্ততার মধ্যে সময় যাওয়াই ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই। কাল প্রায় সারাটা দিন আকাশের দৃশ্যটা দেখতে এমন ছিল। ছবিগুলো কাল প্রায় ১০-১১ টার মধ্যে সংগ্রহ করি। ছবিগুলো সংগ্রহ করতে আমি আমাদের গ্রামের মাঠে যাই, আসলে মাঠে যাওয়ার মূল উদ্দেশ্য আমার ফটোগ্রাফি ছিল না। আমি মূলত আমাদের গ্রাম থেকে আরেকটি গ্রামে মাঠের মধ্য দিয়ে হেঁটে যা ছিলাম এক ছোট ভাইয়ের সাথে, কারণ এই কোরবানির ঈদে আমাদের দুইটা গরু কমলাপুর পশুর হাটে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেজন্য আমরা যাচ্ছিলাম ট্রাকে গরু তোলার জন্য, ও হ্যাঁ আরেকটা কথা আমাদের দুইটা গরু এবার বিক্রয়ের জন্য যাচ্ছিল। তো যাওয়ার সময় আমি মেঘের এই সুন্দর দৃশ্য দেখে সাথে সাথে আমার ফোনটি পকেট থেকে বের করে আপনাদের জন্য অনেকগুলি ছবি সংগ্রহ করে নিলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ছবিগুলা তোলা শেষ করে আমি আমার গন্তব্য স্থলে রওনা করলাম। তো প্রায় ২টা পর্যন্ত আমি ওইখানে থেকে গরু গুলো গাড়িতে উঠে দিলাম। আমাদের দুইটা গরু নিয়ে আমার আব্বু ও ভাইয়া কমলাপুর গরুর হাটে গেল। গরু গুলো যখন গাড়িতে উঠেছিলাম তখন নিজের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল অনেক মায়া হচ্ছিল গরুগুলোর জন্য, বিগত দুই বছর ধরে আমরা এই গরু দুটি পালন করে আসছি। তো এখানকার সবকিছু করার পরে বাসায় ফিরে এলাম প্রায় ৩টার দিকে। বাসায় ফিরে বাসার কিছু কাজকর্ম শেষ করে গোসল করে রুমে উঠলাম, রুমে ওঠার পর আমি ছবিগুলো অনেক বেছে বেছে এই দশটি ছবি সংগ্রহ করে এবং ছবিগুলো কিছুটা এডিট করি।
আজকের মত এখানেই শেষ করছি, পোস্টটি লেখাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই আমাকে সেটি শোধরানোর সুযোগ করে দিবেন।

[নীল আকাশ ফটোগ্রাফি -০২🌌]

IMG20230623112524~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৩🌌]

IMG20230623113645~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৪🌌]

IMG20230623112428~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৫🌌]

IMG20230623113632~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৬🌌]

IMG20230623112014~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৭🌌]

IMG20230623112205~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৮🌌]

IMG20230623112702~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -০৯🌌]

IMG20230623113257~2.jpg

[নীল আকাশ ফটোগ্রাফি -১০🌌]

IMG20230623112046~2.jpg

ছবিগুলো মূলত আমার ফোন থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে আমার ফোন সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হলো:-

মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-
*মোবাইল ফোন নাম:- Realme C25s
*মোবাইল ফোন মডেল:- RMX3195
*মোবাইল ফোন ক্যামেরা:-Font-8 MP
*মোবাইল ফোন ক্যামেরা :-Rear-48MP+2MP+2MP

লোকেশন

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি আপভোট দিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

[আল্লাহ হাফেজ]

Sort:  
 2 years ago 

নীল আকাশের সাদা মেঘে আভা দেখে বেশ ভালো লাগলো। গ্রামীণ প্রকৃতির দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন‌ । কিন্তু সবগুলো ফটোগ্রাফি প্রায় একই ধাঁচের। যাইহোক সামনে গিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

জাষ্ট অসাধারণ কিছু ছবি উপহার দিয়েছেন। এরকম খোলা আকাশ আর চমৎকার পরিবেশে সময় কাটাতে পারলে অসাধারণ একটা অনুভুতি কাজ করে। এতো ব্যাস্ততার মাঝেও ছবিগুলো উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
তবে পোস্টে লোকেশন ব্যাবহার করা প্রয়োজন ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নীল আকাশের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমিও প্রায় প্রতি সপ্তাহে কিছু ফটোগ্রাফি শেয়ার করে থাকি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আকাশের ফটোগ্রাফি আমার সব সময় ভালো লাগে। আপনার তোলা আকাশের ফটোগ্রাফি দারুন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।তবে ছবির পেছনের গল্পটা কিছুটা কষ্টের।নিজের পালন করা জিনিসের প্রতি মায়াটা একটু বেশিই হয়।ধন্যবাদ আপনাকে আকাশের সুন্দর ফটোগ্রাফিগুলোর জন্য।

 2 years ago 

বাহ্ আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে একজন পেশাদারী ফটোগ্রাফার যেভাবে ফটোগ্রাফি করে থাকে ঠিক তেমনি মনে হচ্ছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটা দৃশ্য খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মধ্যে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শরৎকাল না আসতে বর্ষার সময় এত সুন্দর সুনীল আকাশের দৃশ্য দেখে আমিও মুগ্ধ তাই আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি। আজ অনেক সুন্দর ভাবে আপনি আকাশের এই দৃশ্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, তা দেখে আমার ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল বেস্ট

 2 years ago 

নীল আকাশে ভেসে বেড়ানোর সাদা মেঘের অসাধারণ ফটোগ্রাফি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই ভালো লাগে। নীল আকাশের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92220.01
ETH 2499.94
USDT 1.00
SBD 0.68