স্বরচিত কবিতা- " প্রিয়া মোর এসেছে ফিরে"
১৪ মে,২০২২, শনি বার ।
আস সালামু অলাইকুম/নমস্বকার,
প্রিয়া মোর এসেছে ফিরে
এলোমেলো দুশ্চিন্তা কোথা যে উবে গেল
কি দিয়ে যে বেঁধে রাখি তারে
কি যতনে রাখিব যে তারে
কোথায় যে বসিতে দেই তারে
আজ মনে কি যে উল্লাস
বিধবা মায়ের হারানো সন্তান ফিরে পাওয়ার আনন্দও
সে কিছুই নয়,
যেমনটি প্রিয়া ফিরে আসার পুলক বইছে হৃদয়ে
সমস্ত শোক মোর গেছে হারিয়ে
জীবনের সব সুখ এসেছে মোর নীড়ে
আজ বসন্তের মাতাল হাওয়া বইছে উদাস এই মনে
তোমরা কোথায়? দেখ, প্রিয়া মোর এসেছে ফিরে।
স্নিগ্ধ বাতাসের ছোঁয়া লেগেছে মনে
সমুদ্র জলে সিক্ত হয়েছি
ভোরের শিশিরে ভিজেছে হৃদয়
মন আমার উড়ে চলে আকাশে বাতাসে
খুশির সীমানা আজ ছড়িয়ে পড়েছে
ভালোলাগার উত্তপ্ত পরশে
অনাবিল শিহরণে
মস্তিষ্কে আমার দোলা লাগে কি যে সুখের স্পন্দন
প্রিয়া মোর এসেছে ফিরে
কভু ছিড়েবেনা আর সে বন্ধন।
পাখিদের কন্ঠে কন্ঠে শুনছি প্রিয়ার আগমনী গান
মরা সাগরের বুকে এসেছে জোয়ার
সমুদ্রের মাছেরা উল্লাসে কাটছে অবাধ্য সাতার
মরুভূমিতে নেমেছে অঝোর বৃষ্টি ধারা
গাছের পাতারা সীমাহীন আনন্দে ফাল্গুনের অমীয়ধারা
পাথরে ফুটেছে ফুল
মন হয়েছে বড় উতালা
ফুল বাগানে গাছে গাছেে এসেছে কলি
নব বসন্তে গাছে গাছে এসেছে নতুন কুড়ি
সবার মুখে মুখে শুনি প্রিয়ার ফিরে আসার বুলি।
হৃদয়ের বাতায়ন আজ দিয়েছি খুলে
মনের মাধুরী দিয়ে ভালোবাসবো তারে
নিজের সবটুকু দিয়ে বেঁধে রাখবো তারে
কখনো আর যাতে প্রিয়া মোর হারাতে না পারে।
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
কবিতা | শিরোনাম |
---|---|
০১. | কবিতা হলো এলোমেলো ভাবনা |
০২. | মায়ের মত আপন কেউ হয় না |
০৩. | নীরবতা , আমার কল্পনার পৃথিবী থেকে |
০৪. | না বলা কথা |
০৫. | আমার ফাঁসি চাই |
০৬. | ক্ষুধা |
০৭. | মানুষ |
০৮. | বড় অভিমানী তুমি |
০৯. | মানুষ তুমি ঝিনুক হতে পারনা |
১০. | প্রিয়জন হারানোর ব্যথা |
১১. | বাবা নেই (১ম পর্ব) |
১২. | নিজের মাঝে অচেনা এক আমি |
১৩. | পড়ন্ত বিকেল |
১৪. | ভালোবাসি তোমায় আজো |
১৫. | শব্দহীন প্রতিবাদ |
১৬. | নষ্ট সামাজিকতার নিপীড়ন |
১৭. | বিধবা মায়ের আত্মকথন |
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
আপনি বরাবর দারুণ সব কবিতা আমাদের মাঝে লিখে যাচ্ছেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন বেশ মনমুগ্ধকর অর্থপূর্ণ।
লাইনগুলো জাস্ট অসাধারণ। এত সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বাহ ভাইয়া আপনিতো অসাধারণ কবিতা লিখেন। বেশ ভালো লেগেছে আমার আপনার কবিতাটি। আপনার কবিতাটি সম্পন্ন পড়েছি খুব সুন্দর করে কবিতার মাধ্যমে আপনি আপনার মনের কথাগুলো তুলে ধরেছেন। আপনি অনেকগুলো কবিতা লিখেছেন সময় পেলে কবিতা গুলো একবার দেখে নেবো মনে হচ্ছে খুব সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুলো আমাদের শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসসালামু অলাইকুম, আপনাকেও অনেক ধন্যবাদ যে আমার পোষ্ট গুলো পরে তারপর মন্তব্য করেন৷ আশা করছি এভাবেই পাশে পাবো
বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন আপনার প্রায় প্রত্যেকটা কবিতা আমি পড়েছি খুবই ভালো লাগে আমার কাছে কবিতা লিখতে পড়তে দুটোই আমার অভ্যাস।।
হারানো মানুষকে পুনরায় ফিরিয়ে পাওয়ার আনন্দ তা আসলেই বলে বোঝানো সম্ভব নয় আপনি খুব সুন্দরভাবে আপনার কবিতার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন খুবই ভালো লাগলো শুভ হোক আপনার আগামী পথ চলা
ধন্যবাদ ভাই আপনার চমৎকার কমেন্টস দেখে খুব ভালো লাগলো।
ভাইয়া দারুন লিখেছেন কবিতাটি। তবে এটা ঠিকই বলেছেন দাদার কবিতা পড়ে অনেকে অনুপ্রাণিত হয়। কারণ দাদার কবিতা জীবনের কথা বলে। অসাধারণ ছিল আপনার কবিতা এবং আপনার কাছ থেকে আরো ভালো কবিতা আশা করছি। এবং আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাঝে মাঝে আপনাদের সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার চেষ্টা করব।
খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যিই আপনার কবিতাটি পড়ে ভাল লাগল। কবিতার ভাষা খুবই সুন্দর, শুভকামনা রইল আপনার জন্য। পরবর্তীতে আরো সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাওয়ার আশায় রইলাম।
প্রেমের কবিতা গুলো আমার এমনিতে খুব ভালো লাগে এবং আমি মাঝে মাঝে প্রেমের কবিতা লিখি। আপনার কবিতাগুলো আমি প্রায় পড়ি খুবই সুন্দর এবং কোমল ভাষায় আপনার কবিতাগুলো আমাদের সাথে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে প্রেমের কবিতা লিখতে ভাললাগে।
আসলে সকল মানুষেরই কবিতা পড়তে এবং লিখতে ভালো লাগে। আসল কথা কি কবিতা যদি কেউ না বোঝে তাহলে হয়তোবা সে কোনো কিছুরই অর্থ বোঝে না। আপনি দাদার কবিতা পড়ে সেখান থেকে কবিতা রষোধ যুগিয়েছেন বিষয়টি আমার কাছে অনেক ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে।
দাদা আর দিদি কবিতাগুলো সত্যিকার অর্থে আমার অনেক ভাল লাগে।