স্বরচিত কবিতা|| প্রকৃতির শিক্ষা//১০% প্রিয় লাজুক খ্যাককে

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল ❤️❤️

আসসালামুআলাইকুম😍😍

প্রীতি ও শুভেচ্ছা🌺🌺

আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। কবিতা আমি মাঝে মাঝে লিখি। মন ভালো কিংবা খারাপ যেকোনো পরিস্থিতিতেই কবিতা লিখতে ভাল লাগে। তবে কবিতার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। নিরিবিলি পরিবেশে কবিতার ভাষা গুলো ভেতর থেকে প্রকাশ করিয়ে দেয়।

  • আমাদের এই কমিউনিটিতে সবাই মোটামুটি কবি এবং আবৃত্তিকার। প্রতিনিয়ত কবিতা লিখছে আবার কেউ আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করছে। এগুলো দেখে অনেক ভালো লাগে নিজেও অনুপ্রাণিত হই কবিতা লেখার। তাই আমি আজ আপনাদের মাঝে একটি কবিতা লিখবো আমার কবিতাটির নাম হচ্ছে প্রকৃতির শিক্ষা
  • আমি মনে করি আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কতটা বিনয়ী হতে হবে তা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রকৃতির বিভিন্ন ক্ষেত্র আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। কিন্তু আমরা তা উপলব্ধি করি না এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি না। তার প্রকৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা নিতে হবে সে জন্যই আমার আজকের কবিতা লেখা। তাহলে চলুন আমার আজকের কবিতাটি দেখে নেয়া যাক।

2 02208223301.jpg

💘 প্রকৃতির শিক্ষা💘

💘 মরিয়ম লোপা💘

আকাশের মত হতে চাই বিশাল
বাহ্যিকে নয় অন্তরে,
এমন শিক্ষা এই হোক দীক্ষা
কেমনে বুঝাই মন তোরে।

পাহাড়ের মত হতে চাই মহান
এমন তর সব হোক সমান,
হৃদয় আমার যেন হয় খোলা
খোলা মাঠের মতন।

সূর্য থেকে শিক্ষা পেলাম
কঠিন তাপে জলতে,
চাঁদ থেকে যে বুঝলাম আমি
মধুর কথা বলতে।

ঝর্ণা আমায় বুঝালো গানে
তার সুর যে আমার প্রাণে,
মৌমাছিরা ভনভনিয়ে
গান গেয়ে যায় আমার কানে।

নদী আমায় বলল ও ভাই
নিজের মত চলতে,
ফুল বাগিচা হেসে বলে
খুশি মনে দুলতে।

ফুলের মত চাই গড়তে
আমার এ জীবন,
শত্রুকে ও করবো আপন
এই হোক আমার পণ।

🌺 আশা করি আমার আজকের কবিতা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

আপনার কথার সাথে আমিও একমত আপু কবিতা লেখার জন্য নিরিবিলি পরিবেশ প্রয়োজন। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতার লাইন গুলো সত্যি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আসলে আপনি কয়েকদিন থেকে এমনই কিছু কথা আমার ভিতরে নাড়ার দিচ্ছিল তাই পরিস্থিতি ঠিক করার জন্য কবিতাটি লিখতে পারছিলাম না। তাই আজ লিখতে বসে পড়লাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।।

ছন্দ মিলিয়ে মিলিয়ে সুন্দর লিখেছেন। এরকমই লিখতে থাকুন

 2 years ago 

আসলে কবিতার শব্দ ছন্দে ছন্দে না লিখলে আমার কাছে ভালোই লাগে না ।ছন্দ ছাড়া যেন বেমানান হয়ে যায়।

 2 years ago 

আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। সত্যিই সবাই প্রকৃতির নিয়মে চলে এবং এই প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরকম সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতি তার নিয়মে চলে কিন্তু আমরা চাইলেই প্রকৃতিকে আমাদের মত করে সাজিয়ে তুলতে পারি ।প্রকৃতির ধারাবাহিকতায় নিজেদের জীবন পরিচালনা করতে পারি।

 2 years ago 

বাহ আপু আপনি প্রকৃতির শিক্ষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।

 2 years ago 

আপু আমার কাছে কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই যেকোনো সময় যে কোন উৎস নিয়েই কবিতা লিখতে বসে যাই। আজ তাই এই কবিতাটি আমার ভেতরে যেন নাড়া দিচ্ছিল তাই ঝটফট লিখে ফেললাম।

 2 years ago 

বাহ! প্রকৃতি শিক্ষা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। খুবই দারুণভাবে ছন্দের সাথে তাল মিলিয়ে কবিতাটি আপনি উপস্থাপন করেছেন। আসলে প্রকৃতি থেকে প্রতিটা পদে পদেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পথ চলে থাকি, আপনি সেটাই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে প্রকৃতির কাছ থেকে আমরা প্রকৃত শিক্ষা নিতে পারি ।যদি না আমরা নিজেদের জীবনকে এমনিভাবে পরিচালনা না করি তবে আমাদের জীবন বিপদে চলে যাবে। তাই প্রকৃতির সাথে থেকেই আমাদের শিক্ষা নেয়া উচিত।

 2 years ago 

প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আপনার লেখা কবিতা টী খুবই ভাল লাগলো আপু , এক কথায় অসাধারন , সত্যি বলতে প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, প্রতিটা লাইন ই আমার অনুভুতিকে জাগ্রত করল আপু , ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আসলে প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখার আছে আকাশের মত যেন আমাদের হৃদয় বিশাল হয় ।সাগরের মত যেন আমাদের হৃদয় গভীর হয় ভালোবাসা যেন আমাদের প্রকৃতির মতই হয়ে থাকে।

 2 years ago 

প্রকৃত শিক্ষা নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে। এটি শিক্ষনীয় কবিতা শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আমরা প্রকৃত শিক্ষা প্রকৃতির কাছ থেকে নিতে পারি শুধু একটু খেয়াল করে নিজের মত করে প্রকৃতি টাকে যাচাই করলেই হয়। তাই আমি এমন একটি কবিতা তুলে ধরেছি আপনাদের মাঝে।

 2 years ago 

ফুলের মত চাই গড়তে
আমার এ জীবন,
শত্রুকে ও করবো আপন
এই হোক আমার পণ।

ঠিক বলেছেন আপু আমাদের কমিউনিটিতে সবাই প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন , কেউ আবার সুন্দর সুন্দর আবৃত্তি করছেন ৷ তাদের দেখে আপনার এই চেষ্টা সত্যিই অনেক সুন্দর হয়েছে ৷ আপনার লেখা প্রকৃতির শিক্ষা কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা তুলে ধরার জন্য

 2 years ago 

আসলেই প্রত্যেকের কবিতা লেখা দেখে আমার ইচ্ছে করলেও একটি কবিতা লিখি ।তাই তো পরিবেশ পরিস্থিতি নিয়ে এমন একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।

 2 years ago 

এই প্লাটফর্মে মোটামুটি সবাই কবিতা লেখে এবং আবৃত্তি করে ভালো। আসলে কবিতা আগে খুব একটা পড়া হতো না আমার শুধু মাঝে মাঝে আবৃত্তি শুনতাম।এখন কিছু কিছু কবিতা গুলো পড়ে ভিশন ভালো লাগে। আজকের কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে।লেখা গুলো দারুন ছিল।প্রকৃতি থেকে প্রতিনিয়ত শিক্ষা নিয়ে পথ চলতে থাকি। সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ভাইয়া সবার কবিতা পড়তে এবং আবৃত্তি গুলো শুনতে অনেক ভালো লাগে। যদিও এক সময় আমি প্রচুর কবিতা আবৃত্তি করতাম এখনো মাঝে মাঝে করি। কিন্তু কমিউনিটিতে কখনো করা হয়নি তবে এখন কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগে।

 2 years ago 

সত্যি আপনার কবিতা অসাধারণ ছিল। কবিতার প্রতিটি চরণ পড়ে আমি মুগ্ধ হয়েছি।স্বরচিত কবিতা প্রকৃতির শিক্ষা অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন শুভকামনা রইল।

 2 years ago 

আসলে ভাইয়া মাঝে মাঝে খুঁটিনাটি কবিতা লেখার চেষ্টা করি। আমার কবিতার চরণ গুলো পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই আনন্দিত হলাম। আশা করি এভাবেই সব সময় অনুপ্রাণিত করবেন ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68748.32
ETH 2464.48
USDT 1.00
SBD 2.36