রুই মাছ ভুনার রেসিপি ❤️

আসসালামুয়ালাইকুম
  • আশা করি সবাই ভালো আছেন ‌।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো।সেটি হচ্ছে রুই মাছ ভুনা। মাছ ভুনা খুবই সহজ একটি রেসিপি। আর রুই মাছের প্রচুর পুষ্টিগুণ রয়েছে ‌‌এবং খেতেও খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
রেসিপিটির সর্বশেষ ছবি

IMG-20220910-WA0022.jpg

IMG-20220910-WA0023.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রুই মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুড়া
  • মরিচের গুঁড়া
  • লবণ
  • টমেটো
  • তেল

InShot_20220910_222928160.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
    IMG-20220910-WA0014.jpg
দ্বিতীয় ধাপ:
  • তারপর হলুদের গুড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছি ।
    InShot_20220910_222424333.jpg
তৃতীয় ধাপ:
  • একটি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব।

InShot_20220910_222630529.jpg

চতুর্থ ধাপ:
  • ভালোভাবে দুই পাশে ভেজে নিয়েছি।
    IMG-20220910-WA0034.jpg
পঞ্চম ধাপ:
  • তারপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব।
    InShot_20220910_222700822.jpg
ষষ্ঠ ধাপ:
  • পেঁয়াজ গুলো হালকা ভেজে হলুদের গুড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি।
    IMG-20220910-WA0032.jpg
সপ্তম ধাপ:
  • এখন টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবো।
    InShot_20220910_222808925.jpg
অষ্টম ধাপ:
  • তারপর ভেজে রাখা মাছগুলো এবং কাঁচামরিচ দিয়ে দিব।
    InShot_20220910_222831606.jpg
নবম ধাপ:
  • এখন পানি দিয়ে রান্না করে নিবো কিছুক্ষণ।
    IMG-20220910-WA0026.jpg
দশম ধাপ:
  • ঝোল কিছুটা কমে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো।
    IMG-20220910-WA0024.jpg
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট টি দেখার জন্য ❤️
Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলেই খেতে ভালো লাগে। অনেকদিন হয়ে গেল টমেটো দিয়ে মাছ ভুনা খাওয়া হয় না। আপনার শেয়ার করা রুই মাছের এই লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। রেসিপির কালার বেশ দারুন এসেছে। ধন্যবাদ আপনাকে এই রেসিপি শেয়ার করার জন্য।

জ্বি আপু আপনি ঠিক বলেছেন টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলেই খেতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
বাহ্ দেখতে খুব সুন্দর লাগছে আপনার রুই মাছের ভুনার রেসিপিটি।এই রেসিপিটি কমবেশি আমরা অনেকেই খেয়ে থাকি। তাই এর স্বাদের কথা কম বেশি আমরা সকলেই জানি। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে একটু ঝাল হবে। অবশ্য এ ধরনের রেসিপি আবার একটু ঝাল হলে খুবই মজা লাগে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ও মজাদার ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ ভাইয়া মাছ ভুনা টা একটু ঝাল করেই করেছি । ঝাল না হলে ভালো লাগে না খেতে আর আমাদের বাসায়ও সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন রুই মাছের প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং খেতেও খুবই ভালো লাগে। মাছ ভুনা রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন এই রেসিপিটি। রুই মাছ ভুনার রেসিপি এর কালার কম্বিনেশনটা ও বেশ ভালো ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছ পুষ্টিগুণ প্রচুর রয়েছে। মাছে কম ক্যালরি থাকায় সবাই মাছ খেতে পারে এবং খেতেও ভিশন সুস্বাদু লাগে।কালারটি দারুন হয়েছে। রান্নার পরিবেশনা থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

রুই মাছ ভেজে তারপর ভুনা করেছেন যার জন্য খেতে বেশি সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি।বিশেষ করে তরকারির কালারটি এত সুন্দর হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর ভাবে রুই মাছের ভুনা রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আসলে বড় মাছ আমি সবসময়ই একটু ভেজে তারপর রান্না করি। এভাবে খেতে আমার কাছে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আজকে অনেকগুলা রুই মাছের রেসিপি দেখলাম সবগুলা রেসিপি অনেক লোভনীয় এবং মজাদার ছিল দেখে মনে হচ্ছে।। তবে আপনার রেসিপিটি আর সবার থেকে একটু স্পেশাল মনে হল আমার কাছে।। রেসিপি কালারটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজাদার হয়েছিল

খুবই সাধারণভাবে রুই মাছ ভুনা করেছি তবু আপনার কাছে স্পেশাল মনে হলো জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ওয়াও আপু রেসিপি টি দেখতে অনেক চমৎকার লাগছে। ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে। আপনি একদম ঠিক বলেছেন রুই মাছে অনেক পুষ্টি রয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন আপু । রুই মাছের ভুনার রেসিপি কালার টি দেখতে দারুন লাগছে।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.28
ETH 2333.88
USDT 1.00
SBD 2.36